Ahare TV

Ahare TV এটা একটা জগা খিচুরি মার্কা পেজ Welcome to Theme Dokan we provide premium tools in low price

ভ্লগার
30/09/2025

ভ্লগার

জঙ্গল থেকে ফিরছে সুব্রতর মরদেহ! কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আক্রমণ ...
30/09/2025

জঙ্গল থেকে ফিরছে সুব্রতর মরদেহ!
কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আক্রমণ করে। গত বছর মারা গেলো মোশাররফ। তাই সবাই বেশ সতর্ক।
পাঁচ জনের কাঁকড়া শিকারীর দল। সবাই পার হয়ে গেলেন। সুব্রত ছোটখাটো মানুষ। উঠার সময় পানিতে একটু খাবি খেয়ে দাঁড়িয়ে পড়লেন। এক মুহুর্ত। দুই পা একসাথে কামড়ে ধরলো বিশাল এক কুমির।
সাথে সাথে সুব্রতর হাত ধরে ফেললো সহযাত্রীরা। শুরু হলো টানাটানি। চারজন মিলে প্রায় তিন মিনিট চেষ্টা করলো। কিন্তু পানির নিচে থাকা কুমিরের শক্তির কাছে পরাস্ত হলো। সুব্রতকে নিয়ে গেলো সুন্দরবনের কুমির।
ওরা চেষ্টা করছে। মিনিট ১৫ পানির নিচে কুমির। তারপর সুব্রতকে মুখে নিয়ে ভেসে উঠলো সে। বিশাল কুমিরটির মুখে যেন ছোট্ট একটা শিকার। অনেক্ষণ ভেসে বেড়ালো। সহযাত্রীরা অনুসরণ করছে। সুযোগ পেলেই করবে পাল্টা আক্রমণ। এর মধ্যে ট্রলার নিয়ে আসলেন বনরক্ষীরা। শিকার মুখে নিয়ে ডুব দিলো কুমির। আর ভাসলো না।
সন্ধ্যা হলো। গ্রামের মানুষেরা আসলো করমজল খালে। কিন্তু অন্ধকারে কী ভাবে উদ্ধার করবে সুব্রতকে? যদি বড় নদীতে চলে যায়! যদি শিকার নিয়ে অন্য কোনো খালে ঢুকে পড়ে? একজন বললো, বড় কুমিরটি পশুর নদী দিয়ে ঢাংমারীর দিকে গেছে। টর্চের আলোতে তারা দেখেছে, কুমিরের মুখে সুব্রত নাই। তার মানে খালেই আছে সুব্রত।
সাহসী কয়েকজন পানিতে নামলো। ভাটা থাকতে থাকতে খুঁজে বের করতে হবে সহযাত্রীর মরদেহ। এছাড়া বাড়ী ফেরার উপায় নাই। অনেক ক্ষণ চেষ্টা পর ঢাংমারীর আলম খুঁজে পেলো সুব্রত মন্ডলকে। রক্তাক্ত ছোট্ট মরদেহটি নিয়ে সবাই ছুটলো বাড়ির দিকে। ওদিকে স্ত্রী আর স্বজনরা অপেক্ষা করছে। আসছে ঘরের মানুষটির মৃতদেহ। অনেক কাজ সামনে। সৎকার করতে হবে। তারপর অসম্ভব এক জীবন। পরিবারটি চলতো সুব্রতর একার রোজগারে। সুব্রত ছিলেন সুন্দরবনের একজন বনজীবী।
সুব্রতর স্ত্রী অন্তসত্তা। বাবা বিছানায়। বৃদ্ধা মা। আর ছোট তিনটি ভাই। উনি প্রতিদিন জঙ্গলে যেতেন। প্রতিটি দিন তার সংসার চলতো সেই রোজগার দিয়ে।
Mohsin ul Hakim ভাইয়ের ওয়াল থেকে

🌿 নদীর বুকে জীবনের সহজ আনন্দ 🌊🐂 #গ্রামেরজীবন  #নির্মলপ্রকৃতি  #গ্রামেরস্মৃতি  #গ্রামীণবাংলা
30/09/2025

🌿 নদীর বুকে জীবনের সহজ আনন্দ 🌊🐂
#গ্রামেরজীবন #নির্মলপ্রকৃতি #গ্রামেরস্মৃতি #গ্রামীণবাংলা

ভালোবাসি বাংলাদেশ,নিজের ছেলে মেয়েদের নাগরিক বানাইছি আমেরিকার। ভালোবাসি বাংলাদেশ, জীবনে যা কামাইছি সব নিয়ে গেছি আমেরিকায়।...
30/09/2025

ভালোবাসি বাংলাদেশ,
নিজের ছেলে মেয়েদের নাগরিক বানাইছি আমেরিকার।
ভালোবাসি বাংলাদেশ,
জীবনে যা কামাইছি সব নিয়ে গেছি আমেরিকায়।
ভালোবাসি বাংলাদেশ,
নিজের দেশের মানুষের বিপদের সময় হাসিমুখে সময় কাটাই আমেরিকায়।
ভালোবাসি বাংলাদেশ।
দা *লালি করি আপা ও ইন্ডিয়ার! 🤡

আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভারত ঠিক যতটা ভালো ক্রিকেট খেলে ঠিক ততটাই নোংরামি করছে এই ক্রিকেটটাকে নিয়ে। যেদিন থেকে ক্...
29/09/2025

আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভারত ঠিক যতটা ভালো ক্রিকেট খেলে ঠিক ততটাই নোংরামি করছে এই ক্রিকেটটাকে নিয়ে।

যেদিন থেকে ক্রিকেট ভারতের হাতে জিম্মি হয়ে গেছে সেদিন থেকেই ক্রিকেটের মৃত্যু হয়েছে বলে মনে করি।

গতকাল এশিয়া কাপের ফাইনালে টসের সময় দুই দেশের দুই প্রেজেন্টারের উপস্থিতি, এসিসির প্রেসিডেন্ট পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেওয়া, আর প্লেয়ারদের সাথে হাত না মিলানোর ব্যাপারটা তো আছেই। আইসিসি কিংবা এসিসির উচিত ছিল ভারতকে শাস্তির আওতায় আনা কিন্ত তারা সেটা করে নাই।

আর পাকিস্তানিগুলা ও স্পাইনলেস। কোনো কিছুর সঠিকভাবে জবাব দিতে পারে না। মাঠের খেলাতেও জিততে পারে না। মাঠের বাইরের খেলাতে তো আরও আগে পারে না।

ভারতের যেহেতু পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মিলাতে সমস্যা, এসিসির প্রেসিডেন্ট পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে ট্রফি নিতে সমস্যা সেহেতু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করলেই পারতো। অথবা টুর্নামেন্ট থেকে নিজেদের নাম তুলে নিলেই পারতো৷

ভারতের এই আধিপত্য ক্রিকেটের জনপ্রিয়তাও কমিয়ে দিবে দুইদিন পর। এমনিতেই ক্রিকেট গ্লোবাল স্পোর্টস না। কয়েকটা দেশে সীমাবদ্ধ। ভারত যদি এইভাবে একচেটিয়া আধিপত্য দেখায় তাহলে ক্রিকেটের ভবিষ্যৎ খারাপ। আইসিসি যতদিন না নিজেদের মেরুদণ্ড সোজা করতে পারবে ততদিন ভারত এইভাবে আধিপত্য দেখাবে। যেটা ক্রিকেটের ভবিষ্যতের জন্যই হুমকিস্বরূপ।

আমাদের কোনো সমস্যা নেই
29/09/2025

আমাদের কোনো সমস্যা নেই

গতি দানব সুজন
29/09/2025

গতি দানব সুজন

The All-Rounder 😃
29/09/2025

The All-Rounder 😃

ট্রফি না দিয়েই মাঠ থেকে বের হয়ে গেছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভী। অবাক দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।
28/09/2025

ট্রফি না দিয়েই মাঠ থেকে বের হয়ে গেছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভী। অবাক দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।

এশিয়া কাপ জয়ের পর আবরার আহমেদের আইকনিক সেলিব্রেশন নকল করছেন ভারতীয় ক্রিকেটাররা
28/09/2025

এশিয়া কাপ জয়ের পর আবরার আহমেদের আইকনিক সেলিব্রেশন নকল করছেন ভারতীয় ক্রিকেটাররা

Address

Fulbaria

Telephone

+8801998733721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahare TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahare TV:

Share

OBAK FACTS

Hey guys, Welcome to OBAK FACTS we provides Mysteries, hidden history,untold history in bangla. We Release Weekly New Videos.We are trying to covered Unknown history, about historical place,mystery untold mystery history which no one told you before .learn with us .