
27/05/2025
যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য খুব ই দরকারি পোস্ট :
আসসালামু আলাইকুম।
আমি নিশাত মাহমুদ। ২০২২ সাল থেকে নিয়মিত ট্রেনে যাতায়াত শুরু করি। গত বছর থেকেই ভাবছিলাম, রেলফ্যান এবং সাধারণ যাত্রীদের জন্য কিছু একটা করা দরকার—যেটা ভলান্টিয়ারি হলেও কাজে আসবে।
এই ভাবনা থেকেই দুইটা ওয়েবসাইট ডেভেলপ করেছি। চেষ্টা করেছি যেন যাত্রীদের টিকিট কাটার অভিজ্ঞতা একটু হলেও যেন সহজ হয়।
ওয়েবসাইট ১: https://trainseat.onrender.com
এই সাইটে আপনি একটি ট্রেনের পুরো রুটে কোন কোন স্টেশনে কয়টি টিকিট এভেইলেবল আছে সেটা একটা ম্যাট্রিক্স টেবিল আকারে দেখতে পারবেন।
আর ধরুন আপনার কাঙ্ক্ষিত রুটে সরাসরি টিকিট নেই—তাহলে এই সাইট আপনাকে দেখাবে ভেঙে ভেঙে (segment-wise) টিকিট কিনে যাওয়া সম্ভব কিনা।
ট্রেনের রুটগুলোকেও একটু সুন্দরভাবে সাজিয়ে দেখানোর চেষ্টা করেছি।
ওয়েবসাইট ২: https://seat.onrender.com
এই সাইটটি বেশি কাজে আসে সকাল ৮টার সময়, যখন হঠাৎ করে সব টিকিট উধাও হয়ে যায়!
আপনি দেখতে পারবেন কোন স্টেশন থেকে কোন কোন টিকিট ছাড়ছে, কোন সিটগুলো বুকিংয়ে গেছে, আর কোনগুলো এখনো ফাঁকা আছে।
এক কথায়, লাইভ একটা ধারণা পাবেন টিকিটের অবস্থা সম্পর্কে।
যাহোক, আগামী ২১ তারিখ থেকে ঈদের টিকেট ছাড়া হচ্ছে। আশা করছি এই ওয়েবসাইট দুটি সাধারণ রেল যাত্রীদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। ওয়েবসাইটের কোডবেস পুরোপুরিভাবে ওপেন সোর্স। যেকেউ চাইলে কন্ট্রিবিউটও করতে পারবেন।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট বাংলাদেশের বাইরে থেকে একসেস করা না গেলেও ডেভেলপ করা এই ওয়েবসাইট দুটি বিশ্বের যেকোন প্রান্ত থেকেই একসেস করা যাবে।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ সকলের প্রতি যারা এই ওয়েবসাইট দুটি ডেভেলপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফিডব্যাক দিয়ে সহায়তা করেছেন।
Easily check segmented seat availability and fare matrix for Bangladesh Railway trains.