Masum's Territory

Masum's Territory Let's explore the world.

যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য খুব ই দরকারি পোস্ট : আসসালামু আলাইকুম।আমি নিশাত মাহমুদ। ২০২২ সাল থেকে নিয়মিত ট্রেনে যা...
27/05/2025

যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য খুব ই দরকারি পোস্ট :
আসসালামু আলাইকুম।

আমি নিশাত মাহমুদ। ২০২২ সাল থেকে নিয়মিত ট্রেনে যাতায়াত শুরু করি। গত বছর থেকেই ভাবছিলাম, রেলফ্যান এবং সাধারণ যাত্রীদের জন্য কিছু একটা করা দরকার—যেটা ভলান্টিয়ারি হলেও কাজে আসবে।

এই ভাবনা থেকেই দুইটা ওয়েবসাইট ডেভেলপ করেছি। চেষ্টা করেছি যেন যাত্রীদের টিকিট কাটার অভিজ্ঞতা একটু হলেও যেন সহজ হয়।

ওয়েবসাইট ১: https://trainseat.onrender.com

এই সাইটে আপনি একটি ট্রেনের পুরো রুটে কোন কোন স্টেশনে কয়টি টিকিট এভেইলেবল আছে সেটা একটা ম্যাট্রিক্স টেবিল আকারে দেখতে পারবেন।
আর ধরুন আপনার কাঙ্ক্ষিত রুটে সরাসরি টিকিট নেই—তাহলে এই সাইট আপনাকে দেখাবে ভেঙে ভেঙে (segment-wise) টিকিট কিনে যাওয়া সম্ভব কিনা।
ট্রেনের রুটগুলোকেও একটু সুন্দরভাবে সাজিয়ে দেখানোর চেষ্টা করেছি।

ওয়েবসাইট ২: https://seat.onrender.com

এই সাইটটি বেশি কাজে আসে সকাল ৮টার সময়, যখন হঠাৎ করে সব টিকিট উধাও হয়ে যায়!
আপনি দেখতে পারবেন কোন স্টেশন থেকে কোন কোন টিকিট ছাড়ছে, কোন সিটগুলো বুকিংয়ে গেছে, আর কোনগুলো এখনো ফাঁকা আছে।
এক কথায়, লাইভ একটা ধারণা পাবেন টিকিটের অবস্থা সম্পর্কে।

যাহোক, আগামী ২১ তারিখ থেকে ঈদের টিকেট ছাড়া হচ্ছে। আশা করছি এই ওয়েবসাইট দুটি সাধারণ রেল যাত্রীদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। ওয়েবসাইটের কোডবেস পুরোপুরিভাবে ওপেন সোর্স। যেকেউ চাইলে কন্ট্রিবিউটও করতে পারবেন।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট বাংলাদেশের বাইরে থেকে একসেস করা না গেলেও ডেভেলপ করা এই ওয়েবসাইট দুটি বিশ্বের যেকোন প্রান্ত থেকেই একসেস করা যাবে।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ সকলের প্রতি যারা এই ওয়েবসাইট দুটি ডেভেলপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফিডব্যাক দিয়ে সহায়তা করেছেন।

Easily check segmented seat availability and fare matrix for Bangladesh Railway trains.

মানকি ট্যাম্পল বা স্বয়ম্ভূনাথ হলো কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু শহরে একটি টিলার চূড়ায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ ধর্মী...
27/01/2024

মানকি ট্যাম্পল বা স্বয়ম্ভূনাথ হলো কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু শহরে একটি টিলার চূড়ায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ ধর্মীয় কমপ্লেক্স। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ।
এটিকে মানকি ট্যাম্পল বলার কারণ আপনি গেইটে ঢুকার সাথে সাথেই উপলব্ধি করতে পারবেন। চারদিকে প্রচুর পরিমাণে বানর এই ট্যাম্পলে। সাধারণ মানুষের মতো তারাও এদিক সেদিকে ঘুরাফেরা করে পাবলিককে ভয় পায়না বললেই চলে।😃
কমপ্লেক্সটির দুটি প্রবেশ পথ রয়েছে; একটি দীর্ঘ সিঁড়ি যা সরাসরি মন্দিরের মূল প্ল্যাটফর্মের দিকে যায়, যা পাহাড়ের শীর্ষ থেকে পূর্ব দিকে এবং দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিম প্রবেশ পথে পাহাড়ের চারদিকে একটি গাড়ি রাস্তা। সিঁড়ির শীর্ষে পৌঁছানোর প্রথম দর্শনীয় বস্তুটি হচ্ছে বজ্র।

স্বয়ম্ভূনাথের বেশিরভাগ বিশিষ্টই নেওয়ার বৌদ্ধ ধর্মের বজ্রযান ঐতিহ্য থেকে এসেছে। তবে কমপ্লেক্সটি অনেক বিদ্যালয়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এটি হিন্দুদেরও শ্রদ্ধার স্থান। মন্দিরের উত্তর-পশ্চিম অংশে পবিত্র বানরের দল বসবাস করে। এগুলি পবিত্র কারণ জ্ঞান ও শিক্ষার বোধিসত্ত্ব মঞ্জুশ্রী এই পাহাড়কে উত্থাপন করছিলেন যেখানে মূল স্তম্ভটি দাঁড়িয়ে আছে। তাঁর মাথার চুল ছোট করার কথা ছিল তবে তিনি চুল বড় করলেন এবং মাথায় উকুন হতে লাগল। বলা হয় যে মাথার উকুনগুলি এই বানরগুলিতে রূপান্তরিত হয়েছিল। যা পুরাণিক কথাবার্তা বলা চলে।
স্বয়ম্ভূনাথ নেপালের প্রাচীনতম ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি।
তবে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এই স্থানটি পরিদর্শন করেছিলেন এবং পাহাড়ের উপরে একটি মন্দির তৈরি করেছিলেন যা পরে ধ্বংস হয়ে যায়।

যদিও সাইটটি বৌদ্ধ হিসাবে বিবেচিত হয়, তবে স্থানটি বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মের কাছেই সম্মানিত। কাঠমান্ডুর শক্তিশালী রাজা প্রতাপ মল্লা, যিনি ১৭তম শতাব্দীতে পূর্ব সিঁড়িটি নির্মাণ করেছিলেন, তিনি সহ অসংখ্য হিন্দু রাজা অনুসারীরা মন্দিরে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
এখান থেকে আপনি পুরো কাঠমুন্ডু শহর দেখতে পাবেন। এখানে আরেকটি বিশেষ জিনিস আমার চোখে পড়েছিল। পশ্চিম সিড়ি দিয়ে উঠেই একটি গোল পুকুর টাইপ আছে এখানে দেখবেন সবাই পয়সা ছুঁড়ে একটি গর্তে ঢুকানোর ট্রাই করছে। বেশ কিছুক্ষণ দাড়িয়ে দেখার পরে জিজ্ঞেস করলাম কি করছে এরা। তারা বললো ভাগ্য পরীক্ষা করছে। গর্তে পয়সা ঢুকাতে পারলে মনে মনে যা চায় তা নাকি পূরণ হয়। যদিও অন্ধ বিশ্বাস । ভাগ্য পরীক্ষার জন্য না এমনি আমিও ট্রাই করেছিলাম ২০ টা পয়সার একটাও ঢুকাতে পারিনি। পূর্ব সিড়ি দিয়ে নামার সময় বেশ কিছু রেস্টুরেন্ট আছে। এখানে তিব্বতি খাবার লাপিং পাওয়া যায়। খুবই মজার এই খাবার ট্রাই করতে পারেন। আর বানরের সাথে সেলফি তো আছেই।

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️ ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, ...
29/12/2023

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

29/12/2023

This year has tested me on so many levels. Tested patience, strength, and whatnot. I suffered, cried, fell, and failed but in the end here lam, I didn't bow down and all set to hustle again!!

#2023

22/12/2023

Don't keep any expectation from anyone in life!! Thank you to the time and people for letting me learn people are really temporary!! Your afford, emotion doesn't matter at all. No one care about anyone in this world. No one recognise your afford when it comes to their priority. How hard you try you can't change them. Even your situation is also your concern. People will make fun of them too. They will never try to understand how hardly you are trying in your life. What you are going through. So cruel people are!! Never thought how you felt how you will feel!! Maybe you can't hold yourself they will still hurt you knowing that.
What a world we came!! 💔

16/11/2023

Most deadliest airport in the world, Jomsom Airport, Mustang, Nepal.🛩️

বান্দরবান বাস টার্মিনাল টানেল।💚
13/11/2023

বান্দরবান বাস টার্মিনাল টানেল।💚

চট্টগ্রাম- কক্সবাজার ট্রেনের ভাড়া ও সময়সূচি # চট্টগ্রাম থেকে কক্সবাজার ভাড়া* শোভন ১৮০৳*শোভন চেয়ার ২২০৳*স্নিগ্ধা (এসি ...
10/11/2023

চট্টগ্রাম- কক্সবাজার ট্রেনের ভাড়া ও সময়সূচি

# চট্টগ্রাম থেকে কক্সবাজার ভাড়া

* শোভন ১৮০৳
*শোভন চেয়ার ২২০৳
*স্নিগ্ধা (এসি চেয়ার) ৪১৪৳
*প্রথম চেয়ার/সিট ৩৩৪৳
*প্রথম বার্থ ৫০১৳
*এসি সিট ৫০১৳
*এসি বার্থ ৭৪৮৳
__________________________

১) # চট্টগ্রাম-কক্সবাজার #

চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস

২) # চট্টগ্রাম-কক্সবাজার #

চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস

৩) # চট্টগ্রাম-কক্সবাজার #

চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৪) # চট্টগ্রাম-কক্সবাজার #

চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার

৫) # কক্সবাজার-চট্টগ্রাম #

কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস

৬) # কক্সবাজার-চট্টগ্রাম #

কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস

৭) # কক্সবাজার-চট্টগ্রাম #

কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার

৮) # কক্সবাজার-চট্টগ্রাম #

কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।
___________________________

02/11/2023

Bandarban University Permanent Campus.💚

শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি অবস্থিত যা রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া শহর থেকে ১...
31/10/2023

শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি অবস্থিত যা রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালি উপজেলার অর্ন্তগত শিলাইদহ ইউনিয়নের খোরেশদপুরে ৩৩ বিঘা জমির মধ্যে আড়াই বিঘা জমির উপর তিনতলা কুঠিবাড়িটি অবস্থিত। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান। পরবর্তিতে ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারী পরিচালনা করেন। এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা,চৈতালী, ইত্যাদি, গীতাঞ্জলী কাব্যের অনুবাদ কাজও শুরু করেন।

কুঠি বাড়িতে রুম সংখ্যা আঠারো, দরজা সংখ্যা সতেরোটি, জানালার সংখ্যা ত্রিশটি। কুঠিবাড়ির তিন তলার কামরাটা ছিল কবি গুরুর লেখার ঘর। কবি এই ছাদের উপর বসে সুর্যোদয়, সূর্য্যাস্ত ও জ্যোৎস্না প্লাবিত প্রকৃতির শোভায় মুগ্ধ হতেন। এই খানে বসে কবির দু’চক্ষুকে যে সমস্ত দৃশ্য তন্ময় হতো। তা তিনি নিজেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন। এই ঘরের জানালা দিয়ে এখন শুধু পদ্মাকে দেখা যায়। আগে পদ্মা গড়াই দুটো নদীকে দেখা যেত। কবি রবীন্দ্রনাথ তখন ঘরে বসেই শুনতে পেতেন নদীর ডাক। নদী যেন কলকল ছলছল করে কবিকে ডাকতো। কবিও সুযোগ পেলেই ছুটে যেতেন পদ্মার বুকে, গড়াইয়ের বুকে। কখনো পদ্মার বুকে সাঁতরিয়ে তিনি আনন্দ উপভোগ করতেন।

১৯৫৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত আছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুঠিবাড়িটির গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। পুরো ভবনটি এখন জাদুঘর হিসেবে দর্শকদের জন্যে উম্মুক্ত। জাদুঘরের নীচ ও দ্বিতীয় তলায় ১৬টি কক্ষেই কবি রবীন্দ্রনাথ, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সের বিচিত্র ভঙ্গির রবীন্দ্রনাথের ছবি । বাল্যকাল থেকে মৃতু্শয্যার ছবি পর্যন্ত সংরক্ষিত আছে । তাছাড়াও রয়েছে শিল্পকর্ম এবং তাঁর ব্যবহার্য আসবাবপত্র দিয়ে পরিপাটি দিয়ে সাজানো।

কবি ভবনে ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে আরো আছে চঞ্চলা ও চপলা নামের দুটো স্পিডবোট, পল্টুন, ৮বেহারা পালকি, কাঠের চেয়ার, টি টেবিল, সোফাসেট, আরাম চেয়ার, পালংক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস।

30/10/2023

নেপালে প্যারাগ্লাইডিং।🪂
Paragliding at Nepal.

🌄 Experience the thrill of paragliding in the breathtaking landscapes of Pokhara, Nepal! Join me on an unforgettable adventure as I soar through the skies, taking in the majestic Annapurna range and serene Phewa Lake below.

🪂 In this video, I'll guide you through the entire paragliding experience, from gearing up to the adrenaline-pumping launch and the serene glide. Get a bird's eye view of Pokhara like never before, capturing the sheer beauty and serenity of this remarkable destination.

কুষ্টিয়া পৌরসভা!!এটি বাংলাদেশের মধ্য-দক্ষিণের শহর কুষ্টিয়ার স্থানীয় সরকার সংস্থা। কুষ্টিয়া পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠি...
22/10/2023

কুষ্টিয়া পৌরসভা!!
এটি বাংলাদেশের মধ্য-দক্ষিণের শহর কুষ্টিয়ার স্থানীয় সরকার সংস্থা। কুষ্টিয়া পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ইংরেজ আমলে প্রতিষ্ঠিত এই পৌরসভাটি বাংলাদেশের ২য় বৃহত্তম পৌরসভা।
আর আমার দেখা সবচেয়ে সুন্দর পৌরসভা ক্যাম্পাস।💚

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Masum's Territory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum's Territory:

Share