02/01/2024
ভিডিও প্রকাশ করে ওরা চেয়েছিল ভয় দেখাতে এবং ভীতি ছাড়াতে।
কিন্তু হিতে বিপরীত হলো!! ভিডিওটি এখন উম্মাহর জন্য সাহস এবং গৌরবের প্রতীক হয়ে দাঁড়ালো ✨
হা.মাসের এই মু.জাহি.দ ভাই হাফেজ ব্রিগেডের সদস্য। তিনি ছিলেন একটি মসজিদের ইমাম। হ্যা, এমন যুবকের ঈমান তো এমনই হবে। সারা দুনিয়ায় এই ভিডিওটি ঈমানের জোয়ার তৈরি করেছে।
ঘটনা হলো, ইসরাইলি ড্রোন এই ভাইটিকে শহীদ করার ভিডিও ধারণ করে ছেড়েছে মু.জাহি.দদের আত্মবিশ্বাসে চির ধরাতে। কিন্তু কী ভুলটি না করল, ভিডিওটি উল্টো হয়ে উঠল এই যুগে সাহাবিয়ানা ঈমানের জলন্ত উপমা।
অপারেশনকালে মু.জা.হিদ ভাইটি ছুটছিলেন রাইফেল হাতে। তাকে আঘাত করে ইহুদিবাদী বুলেট। মৃত্যুর কোলে ঢোলে পড়ার আগে তিনি প্রাণপণ চেষ্টায় উঠে বসার চেষ্টা করছেন। পড়ে গিয়েও হেঁচড়ে শরীরকে ওঠাবার চেষ্টা করছেন। যখন বুঝতে পারছেন- মালিকের পরম সান্নিধ্যে যাওয়ার সময় একেবারে নাকের ডগায়, তখন শাহাদাত অঙ্গুলি উঁচিতে শাহাদাহ বাক্য পাঠ করছেন। তারপর বারবার চেষ্টা করেও যখন পারছিলেন না আরেকটু শক্তি সঞ্চয় করতে, তখন শেষ চেষ্টায় সর্বোচ্চ শক্তি দিয়ে বসে চলে গেলেন সিজদায়! সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে। আর শাহাদাহ হলো সর্বোচ্চ সম্মানের মৃত্যু।
সিজদাহ ও শাহাদাহ- একসাথে অর্জন সর্বোচ্চ দুই সাফল্য! কী ঈর্ষণীয় সুবহানাল্লাহ!
উম্মাহর বীর শ*হিদ আবু ত্বমিয়া রহিমাহুল্লাহ ✨