Mohammad Mamun Hossain

Mohammad Mamun Hossain "পৃথিবী সুন্দর"
সবাই মিলে গড়ে তুলি সুন্দর এই পৃথিবী❤️ "Crazy for Learning"
(12)

💀 বিদায় PowerPoint: প্রেজেন্টেশন জগতে AI যুগের সূচনা 💀যে কাজটি PowerPoint-এ ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে করতে হতো, এখন AI...
25/04/2025

💀 বিদায় PowerPoint: প্রেজেন্টেশন জগতে AI যুগের সূচনা 💀

যে কাজটি PowerPoint-এ ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে করতে হতো, এখন AI টুলস দিয়ে মাত্র কয়েক মিনিটেই হয়ে যাচ্ছে — তাও আরও নিখুঁতভাবে!
AI এবং পারফেক্ট প্রেজেন্টেশনের মধ্যে থাকা ব্যবধানটা খুব দ্রুতই মুছে যাচ্ছে।

PowerPoint তার স্বর্ণযুগ পার করেছে। এখন সময় AI প্রেজেন্টেশন রেভোলিউশনের।

এই AI টুলগুলো বর্তমানে প্রেজেন্টেশন তৈরির সেরা মাধ্যম:

🔹 Gamma.app – স্মার্ট লে-আউট এবং অটো-জেনারেটেড ভিজ্যুয়ালসহ দৃষ্টিনন্দন প্রেজেন্টেশন তৈরি করে।

🔹 Beautiful.ai – ডিজাইন-ফোকাসড প্ল্যাটফর্ম, যেখানে ইন্টেলিজেন্ট টেমপ্লেটস স্বয়ংক্রিয়ভাবে স্পেসিং, টাইপোগ্রাফি ও ভিজ্যুয়াল এলিমেন্ট ঠিক করে।

🔹 Tome.app – সহজ প্রম্পট থেকেই সম্পূর্ণ কাহিনীভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করে, যেখানে কন্টেন্ট ও ভিজ্যুয়ালের চমৎকার মেলবন্ধন ঘটে।

🔹 Manus (manus.im) – একটি মাল্টিটাস্কিং AI এজেন্ট, যেটি কনভারসেশনের মাধ্যমে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করে, পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস পর্যন্ত অসংখ্য কাজ সামলে নিতে পারে। প্রেজেন্টেশন তার একটিমাত্র দিক মাত্র।

09/04/2025

বাংলাদেশে চলমান বিনিয়োগ সম্মেলনে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত "বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির" চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনাটা দেখলাম! টপ নচ পারফরম্যান্স!

মেধাকে মূল্যায়ন করা হলে অটোমেটিকলি দেশটা এগিয়ে যাবে। আশিক চৌধুরীর পারফরম্যান্স তার একটি জলন্ত উদাহরণ।
The Diamond..

ফ্রি ই-বুক ডাউনলোড করার ১৪টি সাইট:1. PDFBooksWorld2. B-ok cc3. BookBoon4. Library Genesis5. Pdfdrive6. Open Library7. Di...
27/12/2024

ফ্রি ই-বুক ডাউনলোড করার ১৪টি সাইট:
1. PDFBooksWorld
2. B-ok cc
3. BookBoon
4. Library Genesis
5. Pdfdrive
6. Open Library
7. DigiLibraries
8. Project Gutenberg
9. FeedBooks
10. FreeTechBooks
11. Internet Archive
12. O’Reilly Books
13. GetFreeEBooks
14. AnyBook

জনপ্রিয় ই-বুক ওয়েবসাইটসমূহ:

1. Project Gutenberg
ওয়েবসাইট: www.gutenberg.org
ফিচার: পাবলিক ডোমেইনে থাকা ৬০,০০০+ ইবুক বিনামূল্যে পাওয়া যায়।

2. Open Library
ওয়েবসাইট: openlibrary.org
ফিচার: বিভিন্ন ধরণের বই পড়ার ও ডাউনলোড করার সুযোগ।

3. Google Books (Free Section)
ওয়েবসাইট: books.google.com
ফিচার: অনেক বইয়ের ফ্রি সংস্করণ ডাউনলোড করার সুযোগ।

4. ManyBooks
ওয়েবসাইট: manybooks.net
ফিচার: বিভিন্ন ফরম্যাটে ৫০,০০০+ ফ্রি ইবুক।

5. Free-eBooks.net
ওয়েবসাইট: www.free-ebooks.net
ফিচার: সদস্য হয়ে ফ্রি ইবুক ডাউনলোডের সুবিধা।

6. Internet Archive
ওয়েবসাইট: archive.org
ফিচার: বই, অডিওবুক এবং অন্যান্য ডকুমেন্ট বিনামূল্যে পাওয়া যায়।

7. Smashwords (Free Section)
ওয়েবসাইট: www.smashwords.com
ফিচার: ইন্ডি লেখকদের ফ্রি ইবুক পাওয়া যায়।

8. Librivox (Audiobooks)
ওয়েবসাইট: librivox.org
ফিচার: পাবলিক ডোমেইনে থাকা বইয়ের ফ্রি অডিও সংস্করণ।

ভারতীয় ও স্থানীয় ওয়েবসাইট
1. NCERT Books (শিক্ষার্থীদের জন্য)
ওয়েবসাইট: ncert.nic.in
বৈশিষ্ট্য: স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি টেক্সটবুক ডাউনলোড।

2. Kopykitab
ওয়েবসাইট: www.kopykitab.com
বৈশিষ্ট্য: শিক্ষামূলক এবং একাডেমিক বই।

3. Amazon Kindle (Free Section)
ওয়েবসাইট: www.amazon.in
বৈশিষ্ট্য: ফ্রি ইবুকের সেকশন থেকে বই ডাউনলোড।

4. DLI (Digital Library of India)
ওয়েবসাইট: www.dli.ernet.in
বৈশিষ্ট্য: ভারতীয় পুরোনো বইয়ের বিশাল সংগ্রহ।

5. Saylor Academy
ওয়েবসাইট: www.saylor.org
বৈশিষ্ট্য: একাডেমিক ও ওপেন কোর্স বই।

বাংলা বইয়ের জন্য বিশেষ সাইট

1. Boighar
ওয়েবসাইট: www.boighar.in

2. Ananda Publishers
ওয়েবসাইট: www.anandapub.in

3. Bangla Books PDF
ওয়েবসাইট: banglabookshelf.com

মোবাইল অ্যাপস থেকে ফ্রি বই
Kindle App (Amazon)
Google Play Books (Free Section)
Wattpad
Goodreads (Free eBook Section)

Info Collected

Project Gutenberg is a library of free eBooks.

06/12/2024

মানুষের যত্ন আর প্রায়োরিটি পাওয়া ও একটা রিজিক!💚

26/09/2024

আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি; আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল ক্বাবারি, লা ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন, হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণশক্তিতে, হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে; আপনি ছাড়া কোনো ইলাহ নেই।

উপকারিতা : আবদুর রহমান ইবনে আবি বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, হে বাবা, আমি আপনাকে প্রতিদিন সকাল-সন্ধ্যায় তিনবার উল্লিখিত দোয়া পাঠ করতে শুনি। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি।

আর আমি তাঁর সুন্নত অনুসরণ করতে ভালোবাসি। (সুনানে আবি দাউদ, হাদিস : ৫০৯০)

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Mamun Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share