
08/08/2024
নতুন প্রধানমন্ত্রী ও আমাদের করণীয়:
আমরা যেহেতু একটা নতুন বাংলাদেশ চাচ্ছি তাই আমাদের অবশ্যই কিছু দিক খেয়াল রাখতে হবে...
প্রথম বিষয় হইল ড. মোহাম্মদ ইউনুস স্যার আমাদের সর্বমহলের সম্মান এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে এই দেশের প্রধান হতে যাচ্ছেন, সুতরাং ক্ষমতা গ্রহণের পর তাকে তার কাজটি করতে দেওয়া এবং তার সম্মানের জায়গা টা অটুট রাখা আমাদের সবার দায়িত্ব। চারিদিক থেকে অনেক অনেক প্রোপাগান্ডা শুরু হবে তার বিরুদ্ধে, তার কাজে অনেক বাধা আসবে কিন্তু আমাদের সজাগ থাকতে হবে।
কয়েক বছর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট কটূক্তি করেছিল তখন কিন্তু শুধু একে পার্টির (এরদোয়ান এর রাজনৈতিক দল) লোকজন এর প্রতিবাদ করেনি বরং বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিবর্গও কড়া প্রতিবাদ করে বলেছিল "আমাদের প্রেসিডেন্ট কে নিয়ে কথা বলার সাহসিকতা যেন ফ্রান্স আর না করে"। তারা কিন্তু চাইলে চুপ থাকতে পারত অথবা খুশি হতে পারত কিন্তু নিজ দেশের প্রেসিডেন্ট এর অপমান সহ্য করেনি।
এখানে একটা ডীপ মেসেজ আছে আমাদের জন্য, সেটা হল আমরা যে মতাদর্শেরই হই না কেন একজন রাষ্ট্রপ্রধান কে নিজের বলে মনে করা এবং অবশ্যই সেটা দেশের স্বার্থে।
ড. ইউনূস স্যার ইতোমধ্যেই তার কথার মাধ্যমে বুঝিয়েছেন তিনি আমাদের আবেগ, অনুভূতি এবং চাওয়া গুলোকে ধারণ করেন, সুতরাং এখন আমাদের পালা, তাকেও আমাদের নিজ নিজ জায়গা থেকে সমর্থন দেওয়ার যাতে উনি কোন রাজনৈতিক দলের রোষানলে না পড়েন এবং সুষ্ঠু ভাবে কাজ চালিয়ে যেতে পারেন।
বিপ্লব জিরজীবী হোক 🇧🇩