সফল হওয়ার গল্প

সফল হওয়ার গল্প সবার ভালোবাসা পেতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে। ।।

ওই যে ডাবল রডের ভেতরে একটা মানুষ দেখা যায়, তার নাম—‘প্রবাসী পুরুষ’।পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের জীবনটা উৎসর...
26/02/2025

ওই যে ডাবল রডের ভেতরে একটা মানুষ দেখা যায়, তার নাম—‘প্রবাসী পুরুষ’।

পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের জীবনটা উৎসর্গ করে দেয়। অথচ, পরিবারের কাছে তার পরিচয় শুধু একটিই—টাকার মেশিন। অনুভূতি, কষ্ট, ক্লান্তি—সব যেন মূল্যহীন।

মাশাআল্লাহ।। 💜💜
17/02/2025

মাশাআল্লাহ।। 💜💜

জীবনের শেষ বয়সে এসে মনে হবে,,,,,,,জীবনের শেষ বয়সে এসে মনে হবেএক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।রাত জেগে ম...
15/02/2025

জীবনের শেষ বয়সে এসে মনে হবে,,,,,,,
জীবনের শেষ বয়সে এসে মনে হবে
এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।

রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।

কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিলো। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিলো।

শেষ সময়ে মনে হবে,
ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।

শেষ সময়ে মনে হবে,
মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিলো সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

অথচ এত কিছু ভেবেও আমরা
নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।
#ইসলামেরকথা #ইসলামেরপথ #ইসলামেরআলো

11/02/2025

🕋🕋🕋🕋
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান,
সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
🤲💭 🕋*** 🖤🥀

11/02/2025

°°°﷽𝑨𝒍𝒉𝒂𝒎𝒅𝒖𝒍𝒊𝒍𝒍𝒂𝒉﷽
আলহামদুলিল্লাহ! আমরা কতই না ভাগ্যবান, ইসলাম আমাদের ধর্ম
এবং ইতিহাসে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা।
╩══••✠•❀•✠••══╩

সকলের পছন্দের পিকচার 💜💜 #মক্কা  #মদিনা  #মসজিদে  #ইসলামেরকথা  #ইসলামেরআলো  #ইসলামেরপথ
10/02/2025

সকলের পছন্দের পিকচার 💜💜
#মক্কা #মদিনা #মসজিদে #ইসলামেরকথা #ইসলামেরআলো #ইসলামেরপথ

24/01/2025

সফলতা এক একটি গন্তব্য নয়, বরং এটি একটি যাত্রাপথ। সফলতার কথা বলতে গেলে আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যায়। সফলতা ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে, কিন্তু এটি অর্জনের জন্য কিছু সাধারণ নীতি এবং মনোভাব রয়েছে যা সবাই অনুসরণ করতে পারেন।🌻🌻

সফলতার মূলমন্ত্র::

১. স্বপ্ন দেখা: বড় স্বপ্ন দেখতে শিখুন। সফলতার প্রথম ধাপ হল একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করা।💗💗

২. পরিশ্রম: কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সাফল্যের পেছনে সারা রাত কাজ করার গল্প প্রায় সবার জীবনেই থাকে।❤️❤️

৩. ধৈর্য: ধৈর্য ধরতে জানতে হবে। সময় সবার জন্য সমান সুযোগ নিয়ে আসে।💪💪

৪. ইতিবাচক মনোভাব: নিজের উপর বিশ্বাস রাখুন এবং অন্যদের উৎসাহ দিন।👌👌

৫. শেখার ইচ্ছা: জীবনে প্রতিনিয়ত শিখতে হবে। ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন।🌹🌹

৬. সময় ব্যবস্থাপনা: সময়ের সঠিক ব্যবহার সাফল্যের প্রধান চাবিকাঠি।

সময় দিয়ে সম্পূর্ণ লেখাটা পড়ার জন্য ধন্যবাদ 💓💓💓

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when সফল হওয়ার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share