Admission Update News

Admission Update News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Admission Update News, News & Media Website, Fulbaria.

14/08/2025
সাড়ে ৮ বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে সাত কলেজের সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ ঢাবিরসরকারি সাত কলেজের সকল প্রশাসনিক, একাডেমিক ও আর্থ...
14/08/2025

সাড়ে ৮ বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে সাত কলেজের সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ ঢাবির

সরকারি সাত কলেজের সকল প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের সকল তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনা বাবদ ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে সকল দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাত কলেজের সঙ্গে ঢাবির সম্পর্ক ছিন্ন হলো।

14/08/2025

DCU remind 😊

১৭ আগস্ট ২০২৫ এডমিট কার্ড ওয়েবসাইটে প্রকাশিত হবে।

২০ আগস্ট ২০২৫ সিট প্ল্যান ওয়েবসাইটে প্রকাশিত হবে।

12/08/2025

এখন হতে আমাদের আবেদন কার্যক্রম শেষ......

ঢাকা কলেজের ছাত্র হিসেবে ৭ কলেজের ফর্ম তুলতে সাহায্য করতে পারায় খুবই গর্বিত । আমাদের থেকে যারা Help পেয়ে উপকৃত হয়েছেন তাদের নিয়ে একটি ভিডিও আসছে । জেনে অবাক হবেন আমাদের ফলোয়ার শতাধিক না হলেও আমাদের সাহায্য শতাধিক পেরিয়ে হাজারে চলে গেছে ।
আমার এই পেইজ আগামীতে ৭ কলেজকে প্রাধান্য দিয়ে অন্য সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সহায়তা করবে । সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এডমিন যোগ করা হবে ।

আপনাদের সাহায্য করতে পেরে খুব ভাল লাগল। যারা সাহায্য পেয়ে আমাদের পেইজে ফলো দিয়েছেন ধন্যবাদ।

12/08/2025

আজকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদনের শেষ দিন

আগামী 17 তারিখ হতে Web Site এ Log in করলেই Admit কার্ড ডাউনলোড করা যাবে 😊

ভর্তি বিষয়ে যে কোন তথ্য পেতে Admission Update News কে follow করে পাশে থাকবেন 🤗🤗

11/08/2025

আমি ভুলে রিফাইন্ড করে ফেলছি কিন্তু পরীক্ষা দিতে চাই ?

রুম নাম্বার :২১৪, কেন্দ্রীয় ভর্তি অফিস, প্রশাসনিক ভবন, ঢাবি

এইখানে গেলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ 🥰

11/08/2025

সরকারি ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র জমাদানের সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ঘরে বসে আবেদন করতে আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে Admission Upadate news পেইজে ইনবক্স করুন।

09/08/2025

পাবলিক ভার্সিটিতে পড়ার সবচেয়ে বড় মজা কি জানো?

- তোমাকে কোন প্রাইভেট পড়তে হবে না৷
ইভেন কোন স্যার/ম্যাডাম রা ও প্রাইভেট পড়ান না।

যা পড়ানোর ক্লাসেই পড়িয়ে দেওয়া হয় এবং সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন হয়৷

তার চেয়েও বড় মজা কি জানো?
১০০ নাম্বারের পরীক্ষায় শুধু নিয়মিত ক্লাস করে পাবে এটেন্ডেন্স ৫/১০ নাম্বার।

ক্লাস টেস্টের মতো দুইটা পরীক্ষায় থাকবে ১৫+১৫ = ৩০ নাম্বার।

আর শেষে ফাইনাল হয় ৪০/৬০/৮০/৯০ নাম্বারের। অর্থাৎ আপনি পাস করবেন নাকি ফার্স্ট ক্লাস পাবেন নাকি কি পাবেন সেটা মূলত আপনার চেষ্টার উপরেই এক প্রকার নিশ্চিত হয়ে যায়।

কারণ মূল পরীক্ষায় খাতায় কোন নাম থাকে না৷ প্রিয়-অপ্রিয় সব স্টুডেন্ট ই এভারেজ একটা নাম্বার পায়৷

অন্যদিকে ন্যাশনালে পড়লে তোমার হয়তো থাকা-খাওয়ার খরচ লাগে না৷ কিন্তু ইংরেজি, অর্থনীতি, একাউন্টিং সহ সাইন্সের ডিপার্টমেন্টে পড়লে ৪ বছরে কমপক্ষে ২৫/৩০ হাজার টাকার প্রাইভেট পড়তে হয় নইলে টু পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

অন্যদিকে এ গ্রেড না বাংলাদেশের বি গ্রেড প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেও লক্ষ টাকা+ খরচ হয়।

পাবলিক ভার্সিটিতে পড়াশোনা কঠিন ও মানসম্পন্ন তবে টেকনিকালি হ্যান্ডেল করতে পারলে সহজ৷ কিন্তু এখানে বেশ কিছু প্যারা সহ্য করতে হবে। হলে থাকলে হয়তো নেতারা জ্বালাবে, তবে এখন সেটি নাই, ক্লাসে টিচাররা এসাইনমেন্ট - প্রেজেন্টেশন দিয়ে জ্বালাবে। কিন্তু এগুলো সহ্য করতে পারলে বা মানতে পারলে ৪ বছর পর একটা ভালো রেজাল্ট সহ সার্টিফিকেট নিয়ে বের হতে পারবে...

সংগৃহীত ও পরিমার্জিত

08/08/2025

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের মেয়াদ ২ দিন বাড়বে বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী প্রশাসক কে এম ইলিয়াস স্যার। অর্থাৎ ১২ই আগষ্ট পর্যন্ত চলবে। পত্রিকায় বিজ্ঞপ্তি যাবে। একজন শিক্ষার্থীও যাতে আবেদন থেকে বঞ্চিত না হয় সেজন্য হটলাইন নাম্বার চালু করেছে।

- 01914494888
- 01711372459

আবেদন করতে গিয়ে ন্যূনতম কোনো সমস্যা ফেইস করলে উল্লেখিত নম্বর দুটিতে যোগাযোগ করুন।

তিনটি ডকুমেন্টস পাঠানোর মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।

১. ইন্টারমিডিয়েট রোল
২. শিক্ষা বোর্ড
৩. পাসিং ইয়ার

তথ্যগুলো সবাই নিজেদের মতো আবেদন প্রার্থীদের নিকট পৌঁছে দিন।

07/08/2025

- ২৪-২৫ সেশনের ভর্তি আবেদনের সময় তথ্য পাওয়া যায়নি এমন ইন্টারফেস দেখালে Complain.problem লিখলে সমাধান হয়ে যাবে। বাকি সব সমাধান করা হয়েছে.

- শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক সংকট নিরসনের প্রতিশ্রুতিতে বাঙলা কলেজের ফিন্যান্স এবং মার্কেটিং বিভাগে ৭০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমোদন হয়েছে ।

Jara abedon potro hote taka ferot chan tara apply for refund e click kore taka ferot nite parben
06/08/2025

Jara abedon potro hote taka ferot chan tara apply for refund e click kore taka ferot nite parben

06/08/2025

আগামী ২৬ আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি না হলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো—

১. ২৬ আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ/আইন জারি করতে হবে এবং অধ্যাদেশ প্রণয়নে একটি ডেডিকেটেড সরকারি কমিটি গঠন করতে হবে।

২. অধ্যাদেশ জারির পর ভিসি, প্রক্টরসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন করে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে হবে।

৩. বর্তমানে সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অফিসিয়ালি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির অধীনে স্থানান্তর করতে হবে এবং তাদের নতুন পরিচয় নিশ্চিত করতে হবে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Admission Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share