13/09/2025
🎀স্বপ্ন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়🎀
স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তারা পুরো পোস্টটি মনযোগ সহকারে পড়ো.....
♦️♦️তোমার এইচএসসি রেজাল্ট ভালো হলে কি সুযোগ অথবা অসুবিধা এবং খারাপ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটুকু সুবিধা বা অসুবিধা হয় ?
🔴ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক থেকে আবেদনে ন্যূনতম যোগ্যতা ৭.৫
🔴এবং ঢাবিতে এসএসসি ও এইচএসসি রেজাল্ট কে ২ দ্বারা গুণ করে ২০ নাম্বারের মধ্যে প্রাপ্ত নাম্বার বের করা হয়৷
🔴অর্থাৎ সবচেয়ে কম জিপিএ নিয়ে ঢাবিতে মানবিক থেকে যে পরীক্ষা দিবে তারও রেজাল্ট এর উপর ১৫ নাম্বার থাকবে ।
🔴এবং যার দুইটা A+ অর্থাৎ এস এস সি ও এসএসসি দুইটাতে জিপিএ ৫ পেয়েছে রেজাল্টের উপর তার প্রাপ্ত নাম্বার থাকবে ২০ এ ২০ ।
🔴অর্থাৎ নূন্যতম বা সবচেয়ে কম জিপিএ নিয়ে পরীক্ষা দেওয়া একটা শিক্ষার্থীর সাথে সর্বোচ্চ জিপিএ নেওয়া পরীক্ষা দেওয়া একটা শিক্ষার্থীর নাম্বারের পার্থক্য মাত্র পাঁচ ।
🔴পাঁচ নাম্বার মনে হতে পারে তোমার কাছে অনেক বেশি নাম্বার ।
♦আসো দেখি খুব সহজে কিভাবে এই পাঁচ নাম্বার রিকভার করা যায় ।
🔴যে স্টুডেন্টের জিপিএ কম সে যদি ,উচ্চ জিপিএধারী শিক্ষার্থীর চাইতে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান একটি করে এমসিকিউ বেশি কারেক্ট করে এবং রিটেনে বাংলা ও ইংরেজিতে এক নাম্বার করে বেশি পায় তাহলেই খুব সহজে ৫ নাম্বার রিকভার করে ফেলা যায় ।
🔴এখন এই পাঁচ নাম্বার রিকভার করার জন্য অন্য যে কারো চাইতে আপনাকে বেশি পড়তে হবে। অর্থাৎ অন্যরা যদি ৬ ঘন্টা পড়ে আপনাকে ৭ ঘন্টা পড়তে হবে৷ অন্যরা ৭ ঘন্টা পড়লে আপনাকে ৮ ঘন্টা পড়তে হবে৷
🔴যাদের জিপিএ কম এবং সত্যিকার অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে কোন কিছু বাদ দেয়া যাবে না অর্থাৎ অনেকেই অনেক কঠিন আইটেম বা বাদ দিয়ে দেয়। কারণ চান্স পাওয়ার জন্য ১০০ তে ১০০ পেতে হয় না। কিন্তু আপনি যেহেতু পরীক্ষা শুরুর আগেই ৫ নাম্বার পিছিয়ে আছেন তাই আপনাকে সকল আইটেমের উপরেই প্রস্তুতি নিতে হবে ।
শুভকামনা রইলো প্রিয় ঢাবি যোদ্ধা 🥰