
18/04/2025
মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে খোলা চিঠিঃ
স্যার,
আপনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন প্রায় ৮ মাসের মত হতে চললো। এ সময়ের মধ্যে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে।
- প্রশাসনিক কাজে জবাবদিহিতা নিশ্চিতে আপনার এবং উপ-উপাচার্য মহোদয়ের উদ্যোগগুলো প্রশংসিত হয়েছে
- ক্লাশ এবং পরীক্ষা কার্যক্রমে গতি এসেছে
- আপনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাজেট পাশের জন্য কাজ করেছেন
- মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার মান বৃদ্ধির জন্য কাজ শুরু করেছেন
- মেধাবী শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু করেছেন যা সত্যিই ইতিবাচক
- পরিবহণ সমস্যা নিশ্চিতে কাজ করবেন বলেছেন এবং কিছু ক্ষেত্রে কাজ হয়েছে আমরা দেখেছি
- বিশ্ববিদ্যালয় হল ও ক্যান্টিনগুলোতে আপনার প্রশাসন বিশেষ করে উপ-উপাচার্য মহোদয় বিশেষ লক্ষ্য রাখছেন যেটা আমাদের স্বস্তি দিয়েছে
- বেশ কিছু বিদেশী বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটাও আমাদের অনুপ্রাণিত করেছে উচ্চশিক্ষায় আরো মনোযোগী হতে
- সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণার পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। এটা সবচেয়ে বড় আশার কথা
তবে এত সব ভালো উদ্যোগের মধ্যেও আমাদের কিছু পুরোনো দাবীর বাস্তবায়ন এখনও হয়নি। যেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমাদের অগ্রজ ব্যাচগুলো দাবী, আন্দোলন চালিয়ে আসছিলো। আমরাও সেগুলোর সুরাহা ও বাস্তবায়ন দেখতে না পেয়ে হতাশ হয়েছি। এ বিষয়ে কিছু গঠনমূলক সমালোচনা করছি, দয়া করে ভেবে দেখবেনঃ
১। একাডেমিক ভবন- ৩ সহ অন্য অনেক অবকাঠামোগত উন্নয়নের জন্য ৩৪২ কোটি টাকার কাজ অনুমোদন হয়েছে শুনছি বেশ অনেকদিন ধরে। কিন্তু এখনও কোন কাজ শুরু হতে দেখিনি। আমলাতান্ত্রিক ও প্রশাসনিক জটিলতার শিকার হয়ে আমরা আর কতদিন অপেক্ষা করবো স্যার?
২। আমরা বারবার অনলাইন ও অফলাইনে একটি আধুনিক ও মানসম্মত ক্যাফেটেরিয়া নির্মাণের কথা বলেছি। ২০ বছর পার হতে চললো অথচ আমাদের কোন ক্যাফেটেরিয়া নাই। নিজেদের কথা বাদ দিলাম, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কেউ আসলেও তো যখন শুনে আমাদের কোন ক্যাফেটেরিয়া নেই তখন কতটা লজ্জা পেতে হয় সেটা নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারেন স্যার।
৩। বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে ওয়েবসাইট আপগ্রেডেশন+ আপডেট জরুরী। এ কাজটা কি খুব কঠিন? কিছু উন্নয়ন হলেও এখনও ওয়েবসাইট গুলোতে বিভাগ ভিত্তিক, বিষয় ভিত্তিক বিষদ তথ্য নাই। আপনার বিশ্ববিদ্যালয়েই অনেক শিক্ষার্থী আছে যারা এ কাজে তুখোড়। খোঁজ নিয়ে তাদের দায়িত্ব দিলে ২ মাসের মধ্যে তাকলাগানো ওয়েবসাইট বানিয়ে দিবে, প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলছি স্যার।
৪। আমাদের কোন মুক্তমঞ্চ নেই, শহীদ মিনার নেই। নেই কোন জিম, বা খেলাধুলার জন্য কোন মিনি স্টেডিয়াম।
আমরা জানিনা স্যার ঠিক কত টাকা লাগে এগুলো বাস্তবায়ন করতে?
৫। বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্যমমন্ডিত করতে
আপনি উদ্যোগ নেয়ার কথা বলেছেন। কমিটি করে দিয়েছেন।
তবে ফলাফল কিন্তু প্রশ্নের উদ্রেক করে স্যার। সব ভবন, ফটক গুলোতে পোস্টারে সয়লাব। যে কোন ভবনের গেটে ঢুকতেই চোখে পড়ে ময়লা। হলে মশা, মাছি, টয়লেট ভাঙ্গাচুরা, জানালার কাঁচভাঙ্গা, নোংরা পানি জমে থাকে আশেপাশে।
সামনে আসছে বর্ষা। আমাদের ড্রেনেজ ব্যবস্থা খারাপ হবার কারণে অল্প বৃষ্টি হলে কিন্তু পানি জমে যায়, জানেন তো স্যার?
আর একটা বিষয় আমাকে খুবই অবাক করে- পোস্টার নিষিদ্ধকরণ কি খুব কঠিন কাজ স্যার?
৬। বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছেন। তবে আমরা প্রায়ই দেখি বিভিন্ন রাজনৈতিক দলের হিংস্র হায়েনারা প্রধান ফটক ও তার আশেপাশে রাজনৈতিক কর্মকাণ্ড চালায়। আমাদের ভয় হয় কখন, কোনদিন তারা আবার বিশ্ববিদ্যালয়ে ঢুকে যায়! আপনি দয়া করে এ ব্যাপারে কঠোর থাকবেন স্যার। নোবিপ্রবি শাখা রাজনৈতিক দলের কর্মী, নেতা হিসেবে যেসব বিশ্ববিদ্যালয় ছাত্ররা রাজনীতি করতে চায় তাদের কাছে নমনীয় হবেন না স্যার। তাহলে প্রগতির পথে যে যাত্রা বিশ্ববিদ্যালয় শুরু করেছে সে যাত্রা থমকে যাবে এবং আমাদের সব আশা, সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে।
৭। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখানে কোন ছাত্র-সংসদ নেই, নেই কোন টিএসসি। আমরা হরহামেশা এই সমিতি সেই সমিতি, ক্লাব, ভবনসহ কতকিছু দেখি কিন্তু একটি ছাত্রসংসদ গঠনের কোন উদ্যোগ দেখি না। এ বিষয়ে আপনার পৃষ্ঠপোষকতা কামনা করছি।
আমাদের দাবীগুলো কি যৌক্তিক মনে হয় স্যার? হলে ভেবে দেখবেন। আপনার ব্যক্তিত্ব ও ছাত্রবান্ধব মনোভাবের কারণেই হয়তো আমাদের চাওয়াটা অনেক বেশী। ভুলে যাবেন না নিশ্চয়ই যে ১৫ বছরের স্বৈরশাসনের সময়ে নিয়োগ পাওয়া একের পর এক দোসর ও দালালের বিদায়ের পর আপনার মতো কাউকে পেয়েছি আমরা।
আর প্রত্যাশা বেশী কারণ আমাদের না পাওয়ার ইতিহাসও অনেক পুরোনো। আমাদের আর হতাশ করবেন না স্যার।
আপনার ও আপনার টীমের প্রতি শুভকামনা
ছবিঃ Mohammad Parvez
#নোবিপ্রবি #নোয়াখালীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়
#নোবিপ্রবিউপাচার্য
#নোবিপ্রবিউপউপাচার্য