
06/10/2022
বর্তমানে প্রচালিত একটি শব্দ হলো বেকারত্ব"।
বেকারত্ব একটি মারাত্মক সামাজিক সমস্যা। বেকারত্বের অভিশাপে জর্জরিত দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মক্ষমতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ না পেয়ে মেধা ও সামর্থ্যের অপচয় ঘটছে।
নেই যার কর্ম সে-ই বেকার।
পৃথিবীর মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি। আর বাংলাদেশের বেকারত্ব বাড়ার মূল কারন জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ যুবক ও যুবতী উচ্চিশিক্ষা নিয়ে চাকরীর বাজারে নামে। কিন্তু আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাই না। আর এজন্য
বেকারত্বের সংখ্যা বেড়াই চলেছে।😔😔
আর বেকাতত্বের সংখ্যা বাড়ার আর একটা মূল কারণ হলো নিজের যথার্থ সফট স্কিল না থাকার কারণে। কারণ এখনকার চাকরি বাজারে সফট স্কিল এর গুরুত্ব সবচেয়ে বেশি।
তাই এখন থেকে চলুন নিজেদের সফট স্কিল এর উপর গুরুত্ব দেই। এবং বেকারমুক্ত বাংলাদেশ গড়ি।