Azizul Shikder

Azizul Shikder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azizul Shikder, Digital creator, Fulbaria.

বর্তমানে প্রচালিত একটি শব্দ হলো বেকারত্ব"।বেকারত্ব একটি মারাত্মক সামাজিক সমস্যা। বেকারত্বের অভিশাপে জর্জরিত দেশের লক্ষ ল...
06/10/2022

বর্তমানে প্রচালিত একটি শব্দ হলো বেকারত্ব"।
বেকারত্ব একটি মারাত্মক সামাজিক সমস্যা। বেকারত্বের অভিশাপে জর্জরিত দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মক্ষমতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ না পেয়ে মেধা ও সামর্থ্যের অপচয় ঘটছে।
নেই যার কর্ম সে-ই বেকার।
পৃথিবীর মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি। আর বাংলাদেশের বেকারত্ব বাড়ার মূল কারন জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ যুবক ও যুবতী উচ্চিশিক্ষা নিয়ে চাকরীর বাজারে নামে। কিন্তু আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাই না। আর এজন্য
বেকারত্বের সংখ্যা বেড়াই চলেছে।😔😔
আর বেকাতত্বের সংখ্যা বাড়ার আর একটা মূল কারণ হলো নিজের যথার্থ সফট স্কিল না থাকার কারণে। কারণ এখনকার চাকরি বাজারে সফট স্কিল এর গুরুত্ব সবচেয়ে বেশি।
তাই এখন থেকে চলুন নিজেদের সফট স্কিল এর উপর গুরুত্ব দেই। এবং বেকারমুক্ত বাংলাদেশ গড়ি।

আসসালামু আলাই‌কুম, আশা করি সবাই ভাল আছেন, আজ আমরা জানবো গুগল ফ্যামিলির সঠিক ব্যবহার।সাধারণত গুগলকে আমরা অনুসন্ধান(সার্চ)...
06/10/2022

আসসালামু আলাই‌কুম, আশা করি সবাই ভাল আছেন, আজ আমরা জানবো গুগল ফ্যামিলির সঠিক ব্যবহার।
সাধারণত গুগলকে আমরা অনুসন্ধান(সার্চ) এর কাজেই ব্যবহার করে থাকি। তবে এই গুগলের নিজস্ব কিছু বৈশিষ্ট্যও আছে যেগুলো আমাদের যেকোনো প্রয়োজনে অতীব গূরুত্বপূর্ণ। এদেরকে একত্রে গুগল ফ্যামিলি বলা হয়।
💁‍চলুন এই বিষয়ে একটু বিষদভাবে জেনে নেওয়া যাক।
গুগলের সবচেয়ে প্রয়োজনীয় টুলস গুলো হলো-
👇👇👇
1.Google Translate
2.Google Contacts
3.Google Calendar
4.G-mail
5.Google Drive.
6.Google Forms
এই জিনিসগুলো যেমন দৈনন্দিন কাজে ব্যবহার্য তেমনি ফ্রিল্যান্সিং-এ এর বিকল্প নেই। 🥰😍🙂
😶কিভাবে?🤔
আসুন জেনে নেওয়া যাক-
👇👇👇
✔আমরা বায়ারদের সাথে যখন কনভারসেশন করব তখন তাদের ভাষা আমার অথবা আমার ভাষা তাদের না-ই জানা থাকতে পারে। এজন্য কি থেমে যাবো?-না। এজন্য একমাত্র ভরসা “Google Translate “ আমাদের কথা তাদেরকে অথবা তাদের কথা আমাদের Google Translate -এর মাধ্যমে ট্রান্সলেট করে কথোপকথন করা যাবে।
✔আমরা প্রয়োজনীয় কন্ট্যাক্টস হারিয়ে ফেলতে পারি যেকোনো কারনে। তবে গুগল এমনটি নয়-সে স্মার্ট। Google Contacts এ সেভ করলে তা যেকোনো সময় খুজে পাওয়া যাবে।
✔ক্যালেন্ডারের ডেট ওয়াইজ শিডিউল তৈরি করতে Google Calendar ব্যবহার করা যেতে পারে।
✔G-mail- এর কাজ আসলে আমার বুঝানোর কিছু নেই। এটার প্রয়োজনীয়তা আমরা সবাই জানি। এই একাউন্ট একমাত্র গুগল ছাড়া ওপেন করা সম্ভব নয়।
✔Google Drive- হলো গুগল ফ্যামিলির অন্যতম গূরুত্বপূর্ণ টুল। এখানে আমাদের যাবতীয় সব ইনফরমেশন আমরা জমা করতে পারি যেটা অটোসেভ হয়ে থাকে। ফলে যেকোনো অবস্থায় আবার এগুলো হাতেও পেয়ে যেতে পারি।
✔Google Forms- এর মাধ্যমে কোন বায়ার কি কাজ দিয়েছিলো এবং বায়ার ডিটেইলস আমরা সংরক্ষণ করতে পারি।বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্যই মূলত Google Forms ব্যবহার করা হয়।
😊😊😊

 আমি যখন   ঢুকেছিলাম🥰 তখন..অনেকে অনেক কিছু বলেছিল but i dont care..🙄So..তুমি যদি কখনো এইটার বেপারে   হয়ে থাক..তাহলে কিছু...
21/06/2022


আমি যখন ঢুকেছিলাম🥰 তখন..অনেকে অনেক কিছু বলেছিল but i dont care..🙄
So..তুমি যদি কখনো এইটার বেপারে হয়ে থাক..তাহলে কিছু একটা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পার..🙂
ফ্রিল্যান্সিং এর বেপারে কেও কিছু জানতে চাইলে অবশ্যই ইনবক্সে নক দিতে পার..ইনশাআল্লাহ যতটা পারি help করার চেষ্টা করব।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়.?? আপনারা যারা গেম, ফেসবুক, মেসেন্জার, ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু...
16/06/2022

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়.??
আপনারা যারা গেম, ফেসবুক, মেসেন্জার, ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক, ইউটিউবকে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে, যেহেতু এটা মূলত স্বাধীন পেশা এবং এইখানেও স্পন্সর নেয়ার মাধ্যমে ক্লাইন্টের কাজ করা হয় তাই একেও ফ্রিল্যান্সিং বলা যায় 🙂
আর আপনারা শুধু অযুহাত আছে অনেক...
, আমার কি কম্পিউটার আছে.?
আমি কি ইংলিশ পারি.?
আমার নেট ভালো পায় না, আমি যে গ্রামে থাকি,আমি কি পারবো.?
চেষ্টা করলে সব কাজেই সহজ হয়। আপনিও পারবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আজ থেকেই কোন কিছু শুরু করে দেন। আপনিও ভালো কিছু করতে পারবেন 🤟🏻
শুরু করুন... শুরু করাটাই খুব গুরুত্বপূর্ণ
কারণ আমরা যখন একবার পথে নামি...পথই পথ দেখায়

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়.?? আপনারা যারা গেম, ফেসবুক, মেসেন্জার, ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছ...
15/06/2022

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়.??

আপনারা যারা গেম, ফেসবুক, মেসেন্জার, ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক, ইউটিউবকে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে, যেহেতু এটা মূলত স্বাধীন পেশা এবং এইখানেও স্পন্সর নেয়ার মাধ্যমে ক্লাইন্টের কাজ করা হয় তাই একেও ফ্রিল্যান্সিং বলা যায় 🙂

আর আপনারা শুধু অযুহাত আছে অনেক...
, আমার কি কম্পিউটার আছে.?
আমি কি ইংলিশ পারি.?
আমার নেট ভালো পায় না, আমি যে গ্রামে থাকি,আমি কি পারবো.?
চেষ্টা করলে সব কাজেই সহজ হয়। আপনিও পারবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আজ থেকেই কোন কিছু শুরু করে দেন। আপনিও ভালো কিছু করতে পারবেন 🤟🏻
শুরু করুন... শুরু করাটাই খুব গুরুত্বপূর্ণ
কারণ আমরা যখন একবার পথে নামি...পথই পথ দেখায়🥰

খুবই কর্মঠ!কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়। দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য এক ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, ...
27/05/2022

খুবই কর্মঠ!
কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়। দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য এক ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, সবাই যাতে ভালভাবে ঘুমাতে পারে সেজন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা রয়েছে ও পরিবেশ বানিয়ে দেয়।

কেন?

তারা কি বোঝে না যে ৭ দিনে ৭ দিন কিংবা ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মীকে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে?

এই প্রশ্নটি বাংলাদেশি একজন চাইনিজকে করেছিল, জবাবে উত্তর দিয়েছিলেন ৭ দিনে ৭ দিন বা ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটিয়ে তুমি শুধু গাধা পালবে। কোয়ালিটি পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে, যার ব্রেন কে তুমি যত বৈচিত্র্য দিতে পারবে, প্রয়োজন মত বেস্ট দিতে পারবে, ক্রিয়েটিভ আউটপুট পাবে;

তোমার কোম্পানির কাজ যদি গাধার কাজ হয়, মানে ক্রিয়েটিভ বা বুদ্ধিমত্তার দরকার নাই শুধু মাল বহন করতে পারলেই হল, তাহলে ৭ দিনে পারলে ৭ দিনই কাজ করাও। যখন আর মাল বহন করতে পারবেনা তখন একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে নাও।

কিন্তু যদি ক্রিয়েটিভ কাজের প্রয়োজন হয়, বেস্ট আউটপুটের প্রয়োজন হয় তবে তাকে সাপ্তাহিক ছুটি, দুপুরে ঘুম বা রেস্টের একটু সময় ও পেইড ভ্যাকেশন ইত্যাদি দিতে হবে।

27/05/2022
ফ্রিল্যান্সিং কি ? কিভাবে শিখবো, কাজ করবো ও কিভাবেএর মাধ্যমে আয় করবো ?ফ্রিল্যান্সিং কি : –সহজ ভাষায় বোঝাতে গেলে বলা যায় ...
25/05/2022

ফ্রিল্যান্সিং কি ? কিভাবে শিখবো, কাজ করবো ও কিভাবেএর মাধ্যমে আয় করবো ?
ফ্রিল্যান্সিং কি : –
সহজ ভাষায় বোঝাতে গেলে বলা যায় কোনো কম্পানির বা ব্যক্তির অধীনে না থেকে নিজের সময় সুবিধে মতন মুক্তভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। যেমন ধরুন আপনি কোনো কম্পানিতে চাকরি করেন না কিন্তু ওই নির্দিষ্ট কম্পানির কোনো নির্দিষ্ট প্রজেক্টে কাজ করবার জন্য আপনি ফ্রিল্যান্সার হিসেবে Apply করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ে সেই কাজটি করে কম্পানিকে দিতে হবে।
ফ্রিল্যান্সিং কেন করবেন –
বর্তমান বিশ্বে বেকারত্ব এক অন্যতম সমস্যা। তাই পড়াশোনা বা চাকরির চেষ্টার পাশাপাশি ঘরে বসে পার্ট টাইমে সৎভাবে উপার্জনের জন্য ফ্রিল্যান্সিং অত্যন্ত ভালো একটি উপায়।
আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে সেই বিষয়ে চাকরিতে যোগদানের পূর্বে আপনি সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করে থাকলে তা যেমন আপনাকে কাজের কনফিডেন্স দেবে তার পাশাপাশি চাকরি পেতে এক্সপিরিয়েন্স হিসেবেও কাজ করবে।
যদি আপনি ইতিমধ্যে কোনো কাজের সাথে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রেও অতিরিক্ত আয়ের উৎস হিসেবে ফ্রিল্যান্সিং কে বেছে নিতেই পারেন।
ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করতে হয় –
ফ্রিল্যান্সিং এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে, সেটা নির্ভর করবে কম্পানি বা ব্যক্তির প্রয়োজন এবং আপনার স্কিলের ওপর। বর্তমানে সবথেকে চাহিদায় থাকা ফ্রিল্যান্সিং এর কাজগুলি হলো :
➣ ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
➣ গ্রাফিক ডিজাইনিং (Graphics Designing)
➣ ওয়েবসাইট ডেভলপমেন্ট (Web Development)
➣ App ডেভলপমেন্ট (Mobile App Development)
➣ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
➣ কন্টেন্ট রাইটিং (Content Writing)
➣ ভিডিও এডিটিং (Video Editing)
উপরে উল্লেখ করা কাজগুলি ছাড়াও অনেক ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ রয়েছে।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো –
ফ্রিল্যান্সিং এ পারদর্শী হওয়ার জন্য আপনার নির্দিষ্ট কিছু স্কিল থাকা চাই, কাজ ভালো হলে তবেই কম্পানি গুলো আপনাকে কাজ দেবে। বেশিরভাগ ফ্রিল্যান্সিং এর কাজ অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে, তাই আপনাকে সেই সমস্ত স্কিলে পারদর্শী হতে হবে যেগুলির মার্কেট ডিমান্ড রয়েছে।
যদি আপনার এই স্কিলগুলি না জানা থাকে সেক্ষেত্রেও চিন্তার কিছু নেই, আপনি খুব অল্প সময়েই এগুলি শিখে নিয়ে কাজ শুরু করতে পারবেন।
#ফ্রিল্যান্সিং_কি

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azizul Shikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share