
21/08/2025
একজন মায়েই শুধু জানে একটা সন্তানকে তিলে তিলে বড় করার কতটা কষ্টের💓 কত রাতের ঘুম যে হারাম হয় দিনের শত ক্লান্তির মাঝেও সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতে হয়🥺 সব থেকে পছন্দের খাবারটা নিজে না খেয়ে সন্তানের মুখে দেয় মা💓 এজন্য তো মায়ের মর্যাদা এত বেশি। দোয়া করি পৃথিবীর সকল মায়ের স্বপ্ন যেন পূরণ করে মহান আল্লাহ🤲🤲🤲