Zed Stories

Zed Stories আসসালামুয়ালাইকুম, দৈনন্দিন কিছু গল্পের দুনিয়ায় স্বাগতম!

11/01/2024

Police Check? || Dhaka | NightRide | Food TakeAway | FreeMotion

আসসালামুয়ালাইকুম।

রাতের বিচিত্রময় ব্যস্ত নগরী এই ঢাকা। প্রতিদিনের ন্যায় কর্মব্যস্ততা শেষে বাড়ি ফেরার পথে থাকে কোন না কোন গল্প, যা আপনাদের সাথে শেয়ারের উদ্দেশ্যে ভিডিও রেকর্ড করা।

রেগুলার কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেল ঘুরে আসুন।

ভাল লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাপোর্ট করবেন। নতুন ভিডিওর অপেক্ষায় ধন্যবাদ আপনাদের সবাইকে।

Youtube link: https://youtu.be/mIcxBpPjwNE

05/04/2023

বঙ্গবাজারে ভদ্রলোকের তিনটা দোকান ছিল। তিনটা দোকানই পুড়ে ছাই। কোটি টাকার মালামাল কিছুই আর নেই। মানুষটা অজ্ঞান হয়ে যাওয়ার কথা। বৃদ্ধ মানুষ, স্ট্রোক করার কথা। অথচ তিনি শান্ত গলায় বললেন, ঢাকা শহরে আমি যখন প্রথম আসি, পকেটে কেবল ৮০টাকা ছিল। আল্লাহ সেই ৮০ টাকা থেকেই এত কিছু দিয়েছিলেন। এগুলো আমার আল্লাহর মাল। তিনি দিয়েছিলেন, তিনিই নিয়ে গিয়েছেন। আমি আল্লাহর ফায়সালাতে রাজি…

সংগৃহীত

04/04/2023

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য সবাই দোয়া করবেন।🙏

25/03/2023

আশা করি মহান আল্লাহ্ এ বছরের রোজার মধ্যে দিয়ে আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন, আমীন।

আরবিতে রোজার নিয়ত:

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলায় আরবি নিয়ত : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম। ❤️

13/03/2023

Do something for Humanity | Share Happiness 💝



🤎

10/03/2023

রাতে ঢাকার রাস্তায় এক পাগলের সাথে ঝগড়া!

For a better View: https://youtu.be/o2rDTaIpu3Y



08/03/2023

আরো খাবেন সুলতান ডাইনের কাচ্চি??

টাকা দিয়া কি কুত্তার গোস্ত খাচ্ছিলাম এতো দিন 🤔হাইয়ে মানুষ,তাদের মনমানসিকতা এত নিচু,তারা টাকার জন্য মানুষের সাথে এত বড় বেইমানি করতে পারলো। তাদের বিবেক বলে কিছু নেই নাকি। তারা যে মানুষ সে কথা বলতে এখন নিজেরই লজ্জা লাগে।

মরে গেলে সব পরে থাকবে। সামান্য কয়দিনের জন্য এত খারাপ কাজ করতে আপনাদের লজ্জা লাগে না। আপনারা কি মরবেন না? এর হিসেব কি দিতে হবে না?
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

আসুন আমরা সবাই হালাল পথে ইনকাম করি। সত পথে চলি।

হে আল্লাহু আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।।।

07/03/2023

রাগান্বিত দুই সিএনজি চালক | নিরাপদ সড়ক চাই

For a better view: https://youtu.be/vxOGerZM-QM



03/03/2023

বাইকের সর্বোচ্চ গতি ৩০কি.মি/ঘন্টা হলে কি সড়কে সবাই নিরাপদ হবে? যত দোষ সব শুধু বাইকারদের, কিন্তু কেন? 😐

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zed Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zed Stories:

Share

Category