Our Chapainawabganj

Our Chapainawabganj I love my birthplace. It's a wonderful place.This place is full of greenery.
এত ঐতিহ্য আর কোথাও নেই।

ভদ্রলোক পোলো খেলার সময় একটা মৌমাছি গিলে ফেলেন। সেটার পর থেকে অস্বস্তি কাজ করতে থাকে এবং তার কার্ডিয়াক এরেস্ট হয়। হাসপ...
14/06/2025

ভদ্রলোক পোলো খেলার সময় একটা মৌমাছি গিলে ফেলেন। সেটার পর থেকে অস্বস্তি কাজ করতে থাকে এবং তার কার্ডিয়াক এরেস্ট হয়। হাসপাতালে যাবার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

একটি বিমান বিধ্বস্ত হলো। খুবই দুঃখজনক ঘটনা। উড্ডয়নরত অবস্থাতেই আগুন লেগে যায় এবং আছড়ে পড়ে একটি মেডিকেল কলেজ ছাত্রাবা...
12/06/2025

একটি বিমান বিধ্বস্ত হলো। খুবই দুঃখজনক ঘটনা। উড্ডয়নরত অবস্থাতেই আগুন লেগে যায় এবং আছড়ে পড়ে একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসের দেয়াল ভেদ করে। আগুন নেভাতেও বেশ কয়েকঘণ্টা সময় লেগে যায়।
এরই মধ্যে শুনতে পেলাম একজন নাকি জীবিত আছে! হেঁটে বের হয়েছে! কী অবিশ্বাস্য ঘটনা!

09/06/2025

আসুন, আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ, করোনা বা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

হামরা পুরি কহিলেও এট্যার আসল নাম পুরি লয়। আসল নাম হৈলো পুলি বা পুলি পিঠা। ছবিতে ভাজা পুলি। পুলি ম্যালা ধরনের হয়। ঝাল, ...
26/12/2023

হামরা পুরি কহিলেও এট্যার আসল নাম পুরি লয়। আসল নাম হৈলো পুলি বা পুলি পিঠা। ছবিতে ভাজা পুলি।
পুলি ম্যালা ধরনের হয়। ঝাল, মিষ্টি। দুধে ডুবাইলে দুধ পুলি। হামরা অবশ্য দুধ পিঠ্যা কহি। ত্যালে ভাজলে ভাজা পুলি।
পুরি ফেরাবা আল্হাদা।গোল গোল লুচির মতন। ভিতরে ডাইল থাকে। গোশ দিয়্যাও করা যায়। আলুর সানা দিলেও চলে।
আর হাঁর্ঘে পুরি, মানে পুলি পিঠার পুর হিসাবে কী দ্যায়? খিরস্যা বেশি চলে। আর কাহি দিয়্যাও করে।
কাহিরট্যা ফের ভাজে,আর ভাপেও সিঝায়। কাহি ফের সভাই চিনভে না I'm sure.
ভাপা পুলির হাঁর্ঘে নাম ভাপা পিঠ্যা। কিন্তু শহরে দেখছি ধুপিকে ভাপা পিঠা বলে।
এত ঝামেলা লাগছে এসব ভেবে। সিদ্ধান্ত নিয়েছি শীতকালে শুধু কেক খাব।

21/12/2023

পোসালুর সিজিন চলছে। এত মাইক বাজছে চাইরিকড়ে কহিব্যার মতন লয়!
হরেক কিসিমের গান চালাইছে। একটু আগেই লুঙ্গি ড্যান্স শুননু।এব্যার জুড়্যাছে কমোলায় নেত্তো করে থোমকিয়া থোমকিয়া।
আমি শিওর, পিকনিক পার্টি আজকে রাতের ঘুম হারাম করে ছাড়বে সবার।

পিঠার যতো নাম আমাদের! তেল পিঠা/তেলের পিঠা বলা হয় যে খাবারটিকে, তার আরো অনেকগুলো নাম আছে। যেমন- সান্দিস পিঠা, আন্তোসা পি...
20/12/2023

পিঠার যতো নাম আমাদের! তেল পিঠা/তেলের পিঠা বলা হয় যে খাবারটিকে, তার আরো অনেকগুলো নাম আছে। যেমন- সান্দিস পিঠা, আন্তোসা পিঠা, পোয়া পিঠা ইত্যাদি।
তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা যে নাম দিয়েছি এটার; এমন অদ্ভুত নাম অন্য কোনো এলাকার মানুষ জানে না।
"আন্ধাসা" নামটা খুবই ইউনিক। আমি এর অর্থ খুঁজে পাইনি কোথাও। হিন্দিতে আন্ধা অর্থ অন্ধ।"আন্ধাসা" মানে "অন্ধের মতো" হতে পারে। তবে খাবারের নাম কেন এমন হলো তা আমার বোধগম্য নয়।

07/12/2023

বাংলা বারো মাসের নাম:
বৈশাখ-বৈস্যাগ
জৈষ্ঠ-জৈস্টি
আষাঢ়-আসাড়
শ্রাবণ-সাউন
ভাদ্র-ভাদ্দোর/ভাদোর
আশ্বিন-আস্সিন/আসিন
কার্তিক- কাত্তি
অগ্রহায়ন-আঘুন
পৌষ-পুস
মাঘ-মাগ
ফাল্গুন- ফাগুন
চৈত্র- চৈত
আমরা ভাষা আবিষ্কার করতে জানি।

30/11/2023

জাড় কেমন পৈড়্যাছে জ্বী নানা নানির‍্যা? খেজুরের তারি(রস) খাইতে জি করছে। ম্যালাদিন খাইনি। পঁহাত ভোরে,মানে ঝুজকি থাকতে উইঠ্যা ঠার কিনকিন্যা তারি খাওয়ার মজাই আল্হাদা।

11/11/2023

এক লোকের নাম ছিল গিয়াস। প্রচলিত একটা কথা আছে, স্বামীর নাম বললে নাকি পাপ হয়। এজন্য ভদ্রলোকের বৌ কখনও গ্লাস/গেলাস/গিলাস শব্দটি মুখে আনত না। 🥛গ্লাসকে বলত খাড়ো বাটি।
মহিলা কত পুণ্যের কাজই না করেছে সারাজীবন!

07/11/2023

শব্দার্থ শিখি:
🍐=পানি কধু। লাউ কহিলে বাড়ির সভাই তাড়বে,মারতে বাকি থুইবে হামাকে।
ঢাকার সব্জি আলারা কহে; 'পাইন্না লাও'। মানে যে লাউ পাইন্স্যা। টেস নাই একটুও।
পাইন্না লাউ কহার একটা কারণ আছে অবশ্য।
🎃=সুফরি কধু। এট্যার নাম ফের অরা দিয়্যাছে মিষ্টি লাউ।
তার মানে লাউ দু ধরনের। পাইন্না লাউ আর মিষ্টি লাউ।

29/10/2023

শব্দার্থ শিখি:
🐵= বান্দর
🐒=হুলমান
🦧/🦍=বন মানুষ
🐶=বিলাই
🦬=ভুঁইষ
🐘=হাত্থি
🐁=এন্দুর
🦃=চিন্যা মুগরী
🐓= মুগরা
🐣=মুগরীর ছা
🐥=বতকের ছা

26/10/2023

🕶》গিল্যাস》গেলাস》সানগিল্যাস》সানগেলাস》কালাচশমা》সানগ্লাস》 রোদচশমা।
যার যেটা সহজ মনে হয় আর কি!

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Chapainawabganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Chapainawabganj:

Share