
17/06/2025
😥 হে প্রিয় বোন 😥
🔥 ১০ মিনিটের আবেগ মাগো
৫ মিনিটের সুখ,
কে তুমি মা, দেখতে দিলানা
এ-ই সুন্দর পৃথিবীর মুখ ,
জোর করে আসিনি তো
তোমার শরিরে আমি ।
পৃথিবীতে সন্তান নাকি
মায়ের কাছে দামী ।
তবে কেনো সুখের ভুলে আমায় পেটে নিলা,
সুখের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা ।
একদিন ঠিকই আসবে তুমি আমার কাছে মাগো ,
কি বলবে খোদার কাছে ঠিক করে রাখো ।
আমি তো মা বেঁচে গেছি,
বেঁচে গেছে মান ।
নয়তো মোরে, বলতো লোকে অবৈধ সন্তান ।
একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে ,
কলঙ্কের ভয়ে আবার আমায় ছিড়ে ফেলে দিলে ।
তোমার মাও করতো যদি তোমার সাথে এমন ,
বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন!!
🔴
゚ Tarik bin ahsan