09/06/2025
চ্যাট জিপিটি এবং জেমিনি দুটি ই AI সফটওয়্যার। দুটি বৃহৎ ভাষা মডেল নিয়ে কাজ করে।তবে চ্যাট জিপিটি এবং জেমিনি এর মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান।
জেমিনি : জেমিনি শুধু মানুষের ভাষা বা লেখাই বুঝেনা , জেমিনি একটি ছবি দেখে তার বৃত্তান্ত বর্ণনা দিতে পারে। এমনকি কোনো মানুষ তার কল্পনায় আঁকা ছবি বাস্তবের রূপ দিতে জেমিনি সাহায্য নিতে পারে। ধরেন, আপনি একটি ছবি কল্পনা করছেন, এখন জেমিনি সফটওয়ারে আপনার কল্পনার কথাগুলো লিখে দিলেই হবে, জেমিনি আপনার কল্পনা অনুযায়ী সেই ছবিটি আউটপুট দিবে। জেমিনি এ আই এর আরেকটি আকর্ষণীয় বিষয় হল আপনি আপনার নিজের বা অন্য কারো ছবি আপলোড করে আপনার পছন্দমত এডিটিং ( পোশাক পরিবর্তন, বড় চুল, দাড়ি ইত্যাদি যাবতীয়) করতে পারবেন।এছাড়াও যেমনিতে আছে লাইভ অডিও টু অডিও, যেখানে আপনি আপনার যেকোনো কৌতুহল জেমিনি এআই এর সাথে কথোপকথনের মাধ্যমে জেনে নিতে পারবেন খুব সহজেই। জেমিনি গুগলের আবিষ্কৃত একটি এআই সফটওয়্যার।
চ্যাট জিপিটি : চ্যাট জিপিটি ও একটি এ আই সফটওয়্যার। ওপেন এ আই নামে একটি গবেষণা সংস্থা এটি আবিষ্কার করে। চ্যাট জিপিটি দিয়ে অনেক কাজ করা যায়। যেমন বিভিন্ন বিষয়ে লেখা তৈরি করতে পারেন, প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে, নানা ভাষায় অনুবাদ করতে পারে, এমনকি গল্প, কবিতা, প্রোগ্রামিং কোডও লিখতে সাহায্য করে। এছাড়াও আরও অনেক কিছুতেই এটাকে ব্যবহার করা যায়।