Court News BD - CNB

Court News BD - CNB Its a page where we could got a rapid News about Court of Bangladesh. It could be news of any Judge Court, Supreme Court of Bangladesh or any other Court. #

Separation of Judiciary
21/07/2025

Separation of Judiciary

MCQ Exam for Advocateship
06/04/2025

MCQ Exam for Advocateship

ENROLMENT FORM FILL UP NOTICE
25/02/2025

ENROLMENT FORM FILL UP NOTICE

আগামী সপ্তাহেই বা সামনে 02/03/2025 থেকে Bar Council Advocateship Preliminary Examination এর Form Fill up.
25/02/2025

আগামী সপ্তাহেই বা সামনে 02/03/2025 থেকে Bar Council Advocateship Preliminary Examination এর Form Fill up.

চলছে হাইকোর্ট অনুমোদন ভাইভা পরীক্ষাHigh Court Permission Viva Voce
25/02/2025

চলছে হাইকোর্ট অনুমোদন ভাইভা পরীক্ষা
High Court Permission Viva Voce

24/12/2024

বিচার বিভাগের পৃথকীকরণ।

কর্মরত অবস্থায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যা খুবই দুঃখজনক। এই হত্যাকান্ডটি বাংলাদেশে আইন বিভাগের ওজর কলঙ্কজনক অধ্যা...
27/11/2024

কর্মরত অবস্থায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যা খুবই দুঃখজনক। এই হত্যাকান্ডটি বাংলাদেশে আইন বিভাগের ওজর কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। ইসকন এর মাধ্যমে বাংলাদেশকে অস্থীতিশীল করার একটা অপচেষ্টার অংশ এটি। একটি মহলের জন্য বাংলাদেশের সামপ্রদায়িক সম্প্রীতি যেন বিঘ্ন না হয় সেদিকে খেয়াল রাখা জরুরী। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই।

20/11/2024

চলছে গোল টেবিল বৈঠক ।
ভিপি নূর সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে।

05/11/2024

আজ মেট্রোরেলে যারা সুপ্রীম কোর্টে আসতে চান তারা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে না নেমে প্রেসক্লাব স্টেশনে নামুন। ঐ স্টেশনে চলাচলের অনুপযুক্ত।

নতুন আঙ্গিকে ঢেলে সাজানো কোন শুরু হয়েছে আজ থেকে। আজ সবগুলো কোর্ট বসবে দুপুর 2.00 ঘটিকা থেকে। ইতিমধ্যে কিছু কোর্ট মোশন এব...
20/10/2024

নতুন আঙ্গিকে ঢেলে সাজানো কোন শুরু হয়েছে আজ থেকে। আজ সবগুলো কোর্ট বসবে দুপুর 2.00 ঘটিকা থেকে। ইতিমধ্যে কিছু কোর্ট মোশন এবং মেনশন স্লীপ জমা নিয়েছে। তন্মধ্যে বিজয়-18, 11, এনেক্স-15।

Rearranged Benches of High Court Division published on 17.10.24
17/10/2024

Rearranged Benches of High Court Division published on 17.10.24

পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বেপরোয়া পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা নানা ভাবে প্রচার চালাচ্ছে যে তারা নির্যাতিত। অথচ, ত...
21/09/2024

পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বেপরোয়া

পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা নানা ভাবে প্রচার চালাচ্ছে যে তারা নির্যাতিত। অথচ, তারা সমতলের বাংলাদেশীদের চাইতে অনেক অনেক বেশি সুবিধা ভোগ করার পরও বাংলাদেশের সাথে নিমক হারামী করছে।
১। উচ্চ শিক্ষা এবং সরকারি চাকরিতে উপজাতিদের জন্য আলাদা কোটা রয়েছে। এই কোটা সুবিধা গ্রহন করে এই উপজাতিরা অনেকটা বিনা প্রতিযোগিতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। তারপর এই নিমকহারাম গুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই সরকারের ও রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। শুধু তাই নয়, কোটা সুবিধা নিয়ে তারা সরকারি চাকরিতেও অনেকটা বিনা প্রতিযোগিতায় ঢুকে পড়ে। তারপরও তারা দাবি করে তাদের প্রতি রাষ্ট্র কোন সুবিধা দেয় না। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের পরও এই উপজাতি কোটা বহাল রয়েছে।
২। সকল বাংলাদেশীরা বাংলাদেশের কোন আদালতে বিচার চাইতে আসলে মামলার ধরন ভেদে সর্বোচ্চ ৫৭৫০০/- টাকা পর্যন্ত কোর্ট ফি পরিশোধ করতে হয়। কিন্তু এই পাহাড়ি উপজাতিরা কোন কোর্ট ফি দিতে হয় না। তারপরও তারা সুবিধা পায় না?
৩। বিগত সরকারের আমলে দেখেছি সরকার বিরোধীদের বিরুদ্ধে হাজার হাজার জঙ্গি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন জঙ্গি মামলা দায়ের করা হয় না। অথচ, তারাই প্রকৃত সন্ত্রাসী ও জঙ্গী কর্মকান্ড করে থাকে।
৪। পাহাড়ের উপজাতি সন্ত্রাসীরা জুমল্যান্ড নামে স্বাধীন রাষ্ট্রের ঘোষনা দিয়েছে। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোন রাষ্ট্রদ্রোহ মামলা করে নাই। বরং একের পর এক সুবিধা দিয়েই যাচ্ছে।
৫। ২০০৭ সালের আগে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী উপজাতিদের বিচার করার ক্ষমতা বিচার বিভাগের হাতে ছিল না। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার বিচার বিভাগের হাতে কিছু বিচারিক ক্ষমতা দিয়েছে। তবে এখনো উপজাতিদের কিছু কিছু বিষয়ে বিচারিক ক্ষমতা তাদের নিজেদের হেডম্যান (অনেকটা গ্রাম প্রধান টাইপ) দের হাতে। একই দেশের বাসিন্দা হলেও তাদের উপর আইন প্রয়োগ করা যায় না।
এতো কিছুর পরও তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের সিম্প্যাথি চায়।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Court News BD - CNB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Court News BD - CNB:

Share