তুলির জগৎ

তুলির জগৎ তুলির জগৎ এ স্বাগতম!

আমার কোনো প্রচেষ্টা যদি আপনার মন ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।
(1)

বর্তমানে মানুষ গুলা আর মানুষ নাই,,‎কারো সাথে ইনভলভ না হয়ে একা বাঁচাই শ্রেয়,,,কারোরই বিশ্বাস নাই,,,যে কোনো সময় যে কেউ পরি...
17/07/2025

বর্তমানে মানুষ গুলা আর মানুষ নাই,,
‎কারো সাথে ইনভলভ না হয়ে একা বাঁচাই শ্রেয়,,,কারোরই বিশ্বাস নাই,,,যে কোনো সময় যে কেউ পরিবর্তন হয়ে যেতে পারে,,সর্বোপরি নিজেকে আগে ভালোবাসা উচিত পরিবারে সময় দেয়া উচিত,,,জীবনটা খুব সুন্দর,,, কারো জন্য সেটা শেষ করা বোকামি,,আপনি যারে ভালোবেসে মরবেন সে ই বলবে আমি কি মরতে বলছি,,,মরলে আমার কি,,,সো জীবনে যা হয় মেনে নিতে শিখুন,, আর চেষ্টা করুন কারো সাথে না জড়াতে,,,হ্যা সবাই হয়তো খারাপ না তবে কার মনে কি আছে কে কখন কিভাবে বদলে যাবে তা তো আর বলা যায় না😊

বান্ধবী MO LY ,🌸

"পরিবারের দায়িত্ব না নেওয়া অবধি জীবন উপভোগ করা যায় না।তেমনি—এই দায়িত্ব আপনায় উপভোগ করে খেয়ে ফেলে।"🍂—কাইকর।🌸
17/07/2025

"পরিবারের দায়িত্ব না নেওয়া অবধি জীবন উপভোগ করা যায় না।
তেমনি—
এই দায়িত্ব আপনায় উপভোগ করে খেয়ে ফেলে।"🍂

—কাইকর।🌸

কিছু মানুষ আমাদের জীবনে অ মরীচিকার মতো দেখা দেয়। তারপর মনে আশা জাগিয়ে অদৃশ্য হয়ে যায়।🍂
16/07/2025

কিছু মানুষ আমাদের জীবনে অ মরীচিকার মতো দেখা দেয়। তারপর মনে আশা জাগিয়ে অদৃশ্য হয়ে যায়।🍂

কল্পনায় কারও হস্তক্ষেপ করা যায় না,, তাই কল্পনা সবচেয়ে সুন্দর,,  তুমি চাইলেই কল্পনায় কোটিপতি চাইলেই কল্পনায় ফুলবাগিচার মা...
16/07/2025

কল্পনায় কারও হস্তক্ষেপ করা যায় না,, তাই কল্পনা সবচেয়ে সুন্দর,, তুমি চাইলেই কল্পনায় কোটিপতি চাইলেই কল্পনায় ফুলবাগিচার মালি।🍂

--লেখা তুলি🌸

পড়শী যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেতো দূরে সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক রে দেখিলাম তারে তবু লক্ষ যোজন ফাঁক রে আম...
16/07/2025

পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে
দেখিলাম তারে তবু লক্ষ যোজন ফাঁক রে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশীনগর
সেথা পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে🍂

আরশীনগর

আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম, একদিন পূর্ণ হবো; ভেবেছিলাম, সব পাওয়া হব...
16/07/2025

আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম, একদিন পূর্ণ হবো; ভেবেছিলাম, সব পাওয়া হবে। কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-আমি শুন্য, আমার ভেতর শুন্যতার গর্জন। যা কিছু জড়ো করেছি, সবই মায়ার প্রতিচ্ছবি, ছুঁতে গেলেই বিলীন!🍂

অস্থির হয়ো না; শুধু, প্রস্তুত হও!এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়।এ সময়ে স্থির থাকতে না পারার মানেই হল...
15/07/2025

অস্থির হয়ো না; শুধু, প্রস্তুত হও!

এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়।

এ সময়ে স্থির থাকতে না পারার মানেই হল, আগুনে ঝাঁপ দেওয়া।

তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়-আগুনকে ব্যবহার করতে শেখা।

অস্থির হয়ো না, শুধু প্রস্তুত হও।

তোমার চোখের দিকে তাকিয়ে থাকা এখন আমার নীরব অভ্যাস কখন যে তুমি এতটা নিজের হয়ে গেলে, বুঝতেও পারিনি!🍂
14/07/2025

তোমার চোখের দিকে তাকিয়ে থাকা এখন আমার নীরব অভ্যাস কখন যে তুমি এতটা নিজের হয়ে গেলে, বুঝতেও পারিনি!🍂

আসলে জীবনে কেউ কারও নয়,এই কঠিন সত্যটি যে যত জলদি বুঝবে সে তত কম কাঁদবে। 🍂
14/07/2025

আসলে জীবনে কেউ কারও নয়,
এই কঠিন সত্যটি যে যত জলদি বুঝবে সে তত কম কাঁদবে। 🍂

স্থবিরতায় কেটে যাচ্ছে দিন-কোথাও কৃষ্ণচূড়ার ছায়া কোথাও বাবলাবনের দুপুরযে এলো না তাকেই মনে পড়ে খালি-বাইরে গভীর অন্ধকার বাই...
14/07/2025

স্থবিরতায় কেটে যাচ্ছে দিন-
কোথাও কৃষ্ণচূড়ার ছায়া কোথাও বাবলাবনের দুপুর
যে এলো না তাকেই মনে পড়ে খালি-
বাইরে গভীর অন্ধকার বাইরে, অনেক দিন বাড়ি না যাওয়া তালেবে এলেমের মতো বিষাদ-

[হাসান রোবায়েত।

তোমাকে যে ভালোবেসেছিল তার মুখ ভুলে যেও না-অসুখ হলে তার পাশে বোসো-কখনো জিজ্ঞাসা কোরো-জলপট্টির চেয়ে কপালে হাত রাখলে ভালো ল...
14/07/2025

তোমাকে যে ভালোবেসেছিল তার মুখ ভুলে যেও না-অসুখ হলে তার পাশে বোসো-

কখনো জিজ্ঞাসা কোরো-জলপট্টির চেয়ে কপালে হাত রাখলে ভালো লাগবে কিনা-!

যে তোমাকে একদিন চিঠি লিখেছিল কাঁপা কাঁপা ভয়ে তার কাছে যেও-প্রশ্ন কোরো, মন খুব খারাপ হলে একটা গান তাকে আশ্রয় দেবে কিনা-তার জন্যে না হয় দুয়েক লাইন সুর করে গেয়ো-

মানুষই মানুষের পাশে যায়-

দুঃখের কথা শুনে নিমের ফুলের মতো হালকা করে দেয় সময়-🍂

কোথায় উদ্যম নাই, কোথায় আবেগ নাই, চিন্তা স্বপ্ন ভুলে গিয়ে শান্তি আমি পাব? রাতের নক্ষত্র, তুমি বলো দেখি কোন পথে যাব?🍂জীবনা...
13/07/2025

কোথায় উদ্যম নাই, কোথায় আবেগ নাই, চিন্তা স্বপ্ন ভুলে গিয়ে শান্তি আমি পাব? রাতের নক্ষত্র, তুমি বলো দেখি কোন পথে যাব?🍂

জীবনানন্দ🌸

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when তুলির জগৎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুলির জগৎ:

Share