14/07/2025
ছাত্রজীবনে অবশ্যই লাখপতি হওয়া যায়। নিজের ইনকামেই হওয়া সম্ভব। আমি নিজেই হয়েছিলাম। আমি যেহেতু পেরেছি তোমরাও পারবে। ছাত্রজীবনে লাখপতি হওয়া কঠিন হলেও অসম্ভব নয় — যদি সঠিক কৌশলে সময়, মেধা ও পরিশ্রম কাজে লাগানো যায়। নিচে কিছু কার্যকর কৌশল দেওয়া হলো যা একজন ছাত্রকে ধীরে ধীরে লাখপতি হতে সাহায্য করতে পারে:
🔑 ডিজিটাল স্কিল শেখা ও কাজে লাগানো:
বর্তমানে সবচেয়ে দ্রুত উপার্জনের উপায় হলো অনলাইন স্কিল ডেভেলপ করা। যেমন:গ্রাফিক ডিজাইন (Canva, Photoshop), ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট (HTML, CSS, WordPress), ডিজিটাল মার্কেটিং (Facebook ads, SEO, Content marketing), ভিডিও এডিটিং (CapCut, Adobe Premiere Pro),ফ্রিল্যান্সিং (Upwork, Fiverr, Freelancer.com)
💸 ফ্রিল্যান্সিং বা রিমোট পার্ট-টাইম কাজ:
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ছোট কাজ দিয়ে শুরু করো যেমন: লোগো বানানো। গ্রাফিক্স ডিজাইন করা। কন্টেন্ট লেখা। ডেটা এন্ট্রি।সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা। প্রথমদিকে ইনকাম কম হলেও ধীরে ধীরে রেট বাড়বে।
🛍️ অনলাইন ব্যবসা শুরু করো:
ছোট পুঁজি বা বিনা পুঁজিতেই শুরু করা যায়। Facebook/Instagram পেজ খুলে পণ্য বিক্রি (জুতা, ঘড়ি, হিজাব, টি-শার্ট,হুডি,খাতা,চাবির রিং,বই)। এগুলো স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের নামেও বানাতে পারো। থার্ড পার্টি ডেলিভারি ব্যবহার করে (RedX, Pathao)। চাইলে ড্রপশিপিং বা প্রিন্ট অন ডিমান্ড মডেলেও ব্যবসা শুরু করা যায়।
📚স্টুডেন্ট পড়াও: অনলাইন বা অফলাইনে স্টুডেন্ট পড়াতে পারো। বাসায় গিয়ে, কোচিং বা নিজের বাসায় বসে অনলাইনে। এ থেকে নিজেও উপকৃত হবে এবং প্রচুর টাকা ইনকামের সুযোগ আছে।
🎥 কন্টেন্ট ক্রিয়েশন (YouTube / Facebook)
আজকাল অনেকেই কনটেন্ট বানিয়ে লাখ লাখ টাকা আয় করতেছে। নিজের স্কিল বা অভিজ্ঞতা শেয়ার করে ভিডিও বানাও। ধৈর্য ধরে কাজ করলে ইনকাম আসবেই। ইতিবাচক কনটেন্ট বানাও যা মানুষের কাজে লাগবে। মানুষ উপকৃত হবে। তুমি পড়াশোনা করে তা ভিডিও করে, ইমেজ বানিয়ে দিতে পারো। ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশনে কিন্তু লেখা, ছবি,ভিডি,স্টোরি সবকিছুতে টাকা দিচ্ছে। ইউটিউব মনেটাইজেশন (AdSense),স্পন্সরশিপ, আফিলিয়েট মার্কেটিং এমন বহু উপায় আছে কনটেন্ট ক্রিয়েশনে আয় করার।
🤝 নেটওয়ার্ক তৈরি ও শেখার সাথে যুক্ত থাকা:
সফল মানুষদের সঙ্গে যুক্ত হও। অনলাইন ফোরাম, ফেসবুক গ্রুপ, কর্মশালায় অংশগ্রহণ করো। নিজের স্কিলের প্রমাণস্বরূপ একটি পোর্টফোলিও তৈরি করো। যেখান থেকে যত পারো শিখে নাও।
📘 আয় বুঝে সঞ্চয় ও বিনিয়োগ শুরু করো:
শুধু টাকা ইনকাম করলেই হবে না। সেই টাকা বিনিয়োগ করতে হবে। ইনকামের অন্তত ৩০% সঞ্চয় করো। আরো বেশি পারলে তো ভালো। সঞ্চিত টাকা দিয়ে ছোট পরিসরে ব্যবসায় বিনিয়োগ করো। এলাকায় গরুর খামার করতে পারো। গরু কিনে বর্গা দিতে পারো। জমি বন্ধক রেখে বর্গা দিতে পারো বা নিজেরা করতে পারো। বাড়িতে হাস,মুরগি,কবুতর পালতে পারো। প্রয়োজনে ফিক্সড ডিপোজিট, মোবাইল ব্যাংকিং সেভিংস অ্যাকাউন্ট বা ক্ষুদ্র বিনিয়োগ করো।
🚫 কী কী এড়িয়ে চলা উচিত?
✍️শুধু সার্টিফিকেটের পেছনে সময় নষ্ট।
✍️সময় অপচয় করা (গেম, অপ্রয়োজনীয় স্ক্রলিং,চ্যাটিং,ডেটিং)।
✍️সহজে টাকা আয়ের ফাঁদে পা দেওয়া।
✅ছাত্রজীবনে লাখপতি হওয়া মানে শুধু টাকা কামানো নয়, বরং এমন দক্ষতা অর্জন করা — যা দীর্ঘমেয়াদে আয়ের পথ খুলে দেয়। ১-২ বছরে ধারাবাহিকভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।