21/07/2025
এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। আজ মাইলস্টোন স্কুল এন্ড কলেজ উত্তরাতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জীবন একটি মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। কে জানত আজই হবে তাদের জীবনের শেষ দিন। এত হাসি, এত স্বপ্ন এভাবে থেমে যাবে? আমরা সবাই দুনিয়ার পথিক মাত্র। আমাদের প্রত্যাবর্তনের টিকিট আল্লাহর কাছে আগেই লেখা হয়ে গেছে। আল্লাহ যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন। জান্নাত দান করেন 🤲। তাদের পরিবারদের ধৈর্য্য দান করেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন 🤲🤲।