21/07/2025
ভদ্রলোকেরা অনেক সময় অপমান সহ্য করে নিজেদের মানসম্মান রক্ষার জন্য। এর মানে এই না যে তারা অন্যায় মেনে নিয়েছে না, বরংএই কারনে যা, they choose their battles carefully. আপনি সবার কাছে explain করতে পারবেন না, কারন আপনার যুক্তি সবাই বুঝবে না, সবার understanding level এক হবে না এটাই স্বাভাবিক।আপনার বাড়ির helping hand খালার সাথে আপনি Paris Fashion Week আলোচনা করতে পারবেন না (সম্মান সহকারে বলছি)। আসলে সব জায়গায় জেতার প্রয়োজন নাই, সব battle গুরুত্বপূর্ণ নয়।
যখন কেউ আপনার নাম নিয়ে কিছু বলবে, যা আপনার সম্মান হননের কারণ হয়ে দাঁড়ায়, তখন অবশ্যই প্রয়োজনমতো বিষয়টি স্পষ্ট করে দেয়া উচিত। কিন্তু সেটা মানে এই নয় যে ছোটখাটো সব বিষয় নিয়ে কথা বলে নিজেকে মূল্যহীন করে ফেলবেন। মানুষ কথা বলবেই, ভদ্রলোকরা সবার সাথে তর্ক করে না।
নিজের সম্মান রক্ষায় বুদ্ধিমত্তার বিকল্প নেই। আপনি হয়তো ভেতরে অনেক যন্ত্রণা অনুভব করছেন, কিন্তু সেটা প্রকাশের জায়গা বেছে নিতে হয়। সব সময় ভোকাল হওয়া মানেই আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন, স্পষ্টভাষী এমন মনে করার কোন কারন নাই। বরং মাঝে মাঝে চুপ থাকা, পরিস্থিতি সামাল দেওয়া এবং প্রয়োজনীয় সময়ে সঠিক ভাষায় প্রতিক্রিয়া দেওয়া হলো আসল smartenss.
সবার সাথে সব বিষয়ে তর্ক করা বোকামির পরিচয়; বুদ্ধিমান মানুষ শুধু প্রয়োজনমতোই কথায় জবাব দেয়।আর জবাব দেবার আগে বিবেচনা করে, অপরদিকের মানুষে সেটা বোঝার উপযুক্ত কিনা। তাই সব জায়গায় কথা বলে নিজেকে সস্তা বানাবেন না। Save your energy for something big, something worthy.