Ayesha Aayan vlog

Ayesha Aayan vlog Hi,this is Ayesha, a video creator.please follow me to get my videos and support me with your Love. As a simple, i like to meet people and live with joy.

I never like to spread negativity,and negative peoples are
enemies of the society. and also against the progress of life. So stay positive, journey with positive people.

বরবটি ভাজি! ডিম ছাড়া, ডিম উপরে ছেড়ে, ডিম নেড়েচেড়ে মিশ্রিত করে! জানতে চাই আপনারা কিভাবে খান 😃
27/06/2025

বরবটি ভাজি!
ডিম ছাড়া, ডিম উপরে ছেড়ে, ডিম নেড়েচেড়ে মিশ্রিত করে! জানতে চাই আপনারা কিভাবে খান 😃

দক্ষ  ও অদক্ষ  শব্দগুলো মায়ের পাশে একটু বেশীই বেমানান!
26/06/2025

দক্ষ ও অদক্ষ শব্দগুলো মায়ের পাশে একটু বেশীই বেমানান!

বাকিরা কেবলই দর্শক,রোহিঙ্গা, অসহায়!
15/06/2025

বাকিরা কেবলই দর্শক,রোহিঙ্গা, অসহায়!

দুঃখের দিন শুরুরে মনা.....সুখের হইলো শেষ!আমি চিন্তার দিন অবশেষ!আহা! কান্দিস নারে বিন্দিয়া, কি আর হইবো কান্দিয়া! আহ্ আহ্
12/06/2025

দুঃখের দিন শুরুরে মনা.....সুখের হইলো শেষ!
আমি চিন্তার দিন অবশেষ!আহা! কান্দিস নারে বিন্দিয়া, কি আর হইবো কান্দিয়া! আহ্ আহ্

বয়স যখন ৫৮ থেকে ৬৫ - থামুন!সব কিছু আপনাকে ছাড়ার আগে আপনি ছাড়ুন! অবসর নিন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন।বয়স যখন ৬৫...
11/06/2025

বয়স যখন ৫৮ থেকে ৬৫ - থামুন!
সব কিছু আপনাকে ছাড়ার আগে আপনি ছাড়ুন! অবসর নিন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন।

বয়স যখন ৬৫ থেকে ৭২ বছর--
কি করবেন?
সব কিছু আগলে রাখার চেষ্টা করবেন না। আগে এই ছিলাম ওই ছিলাম বাদ দিয়ে সব কিছুকে বর্তমানের চোখে দেখে , নিজেকে পেছনে নিয়ে আসুন। এগিয়ে যাক প্রজন্ম!
কেউ আপনাকে চাইবে না, খোঁজ নিবে না।
যদি নেয় তবে তাদের ব্যস্ততার মাঝে একটু থেমে যাওয়ার সময় আপনার প্রতি উঁকি
মেরে দেখা আর কি! কারো সময় হবে না আপনার জন্য! মানিয়ে নিন একাকীত্বের সাথে।

বয়স যখন ৭২ থেকে ৭৭ বছর-
আশা, হতাশা, ঘৃনা, রাগ সব পরিত্যাগ করুন।
অনন্ত পথে একলা হাটার প্রস্তুতি নিন।
কেউ আপনার নয়, ছিল না। অন্যের চোখে সব দেখা বন্ধ করুন। আমার আমার করবেন না।

বয়স যখন ৭৭ বছর---
দুনিয়া আপনাকে ঠকাবে। আপনি প্রস্তুতি নিন
ঠকতে ঠকতে দুনিয়া ছাড়ার!
আপনি একদিন নেই!আপনার থেকে পাওয়া সকল সুবিধার সুবিধাবাদীরা পেছনে বলবে
#মানুষটা বড়ই বোকা ছিল!
হ্যাঁ এই বয়সে এসে বুঝবেন আসলেই এত বোকা হবার প্রয়োজন ছিল না। জীবনটা নিজের মতো করে উপভোগ করা উচিত ছিল!

Eid Mubarak
06/06/2025

Eid Mubarak

ভর্তা পৃথিবীর সবচেয়ে মজার খাবার আমার কাছে! ধন্যবাদ  ভাবী!
02/06/2025

ভর্তা পৃথিবীর সবচেয়ে মজার খাবার আমার কাছে! ধন্যবাদ ভাবী!

29/05/2025

আপনার একটা হাসি দিয়ে কথা বলাও একটি সাদাকাহ , , , , , , ,

হাতে মাখানো গুড়ো মাছের চর্চ্চরি.....কি লোভনীয়!হাতে মাখানো ছবি ও ভিডিও Next.....
25/05/2025

হাতে মাখানো গুড়ো মাছের চর্চ্চরি.....
কি লোভনীয়!
হাতে মাখানো ছবি ও ভিডিও Next.....

এই গুড়া মাছ সরি মলাঢেলা মাছ আমার জীবনটা তেনা তেনা করেও পিছু ছাড়ে না! আপনাদের কি অবস্হা?
22/05/2025

এই গুড়া মাছ সরি মলাঢেলা মাছ আমার জীবনটা তেনা তেনা করেও পিছু ছাড়ে না! আপনাদের কি অবস্হা?

পলাশ সাহার মা ছেলের চিন্তায় হানিমুন পর্যন্ত চলে গেল ছেলের সাথে!কিন্তুু ছেলের সাথে দুঃসাহসিক অভিযানে কেন গেল না?অভিযানেতো...
21/05/2025

পলাশ সাহার মা ছেলের চিন্তায় হানিমুন পর্যন্ত চলে গেল ছেলের সাথে!
কিন্তুু ছেলের সাথে দুঃসাহসিক অভিযানে কেন গেল না?
অভিযানেতো কিছু হয়ে যেতে পারত! কেন ছেলেকে ঝুকিপূর্ণ পেশায় কাজ করতে দিল?
ওনার মায়া তখন কোথায় থাকতো? শুধু ছেলের বউয়ের সাথে দেখলেই চিন্তা হতো ছোট বাচ্চাটার জন্য তাইনা? বাড়ীর পাশে মুদি দোকান দিয়ে বসিয়ে দিল না কেন? পলাশ সাহার মেজ বউদির সাথে এত দহর্রম মহর্রম কেন ছিলো? বউদির সাথে মায়ের সামনে হাসি ঠাট্রা, নাচুনি কুদুনি দিতে পারলেও, মায়ের সামনে বউয়ের সাথে কথা বলতেও এত ভয় দ্বিধা কেন ছিলো? মাথা নীচু করে বসে মোবাইলে মেসেজে কথা বলতে হলো কেন?
পলাশ সাহা একজন এএসপি ছিলেন। রাস্ট্রের
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দায়িত্ব তার ওপর ছিলো।ব্রিফিং ও বেশ করতেন গণমাধ্যমকে। এমন একজন ব্যক্তিত্ববান মানুষকে মেজ বউদি কি করে তার নিজ স্ত্রী কে ডিভোর্স দিতে পরামর্শ দেয়? সাহস পায় কোত্থেকে? একই বাড়ীর ছেলের বউ হয়ে আরেক বউয়ের সংসার কি করে ভাঙ্গার মনোবাসনা জাগে? বিয়ের আসরে পলাশের সাথে মেজবউদির যেই কেমিস্ট্রি জনগন দেখলো তাতো ঐ আয়োজনে আর কোন নারীর সাথে দেখা গেল না! পলাশ সাহার
মা মেজ বউয়ের সাথে এত খুল্লম খুল্লম হতে পারলেও ছোট বউয়ের সাথে কেন পারলো না?
এ সবের উত্তর ছিলো একমাত্র পলাশ সাহার কাছে? একমাত্র পলাশ সাহার কারনে সুস্মিতা
আজ কলংকিত! লাভবান তার মা ও মেজ বউদিরা! পলাশ সাহার জীবনাচারই হয়তো তার মৃত্যুর কারন! পরিবারের ছোট ছেলেরা বিয়ের আগে তার পূর্ববর্তী বড় ভাইদের সাংসারিক জীবনে এতটাই নিমগ্ন থাকে,জড়িত থাকে, দায়িত্বে থাকে যে ( মা ই ছোট ছেলেকে এভাবে গড়ে তোলে) সে তার নিজস্ব জীবন নিয়ে একা কিছু ভাবতে পারে না! সবাইকে নিয়ে ভাবতে হয়। আর যারা তার উপর নির্ভরশীল ছিলো, তাকে নিয়ে এতটাই আনন্দ করতো, ভাবতো যে, হয়তো তাদের নিজ স্বামীদের নিয়েও করতো কিনা সন্দেহ আছে! তারা কি চাইবে পলাশ সাহার নিজের একটা পৃথিবী হোক? যেখানে শুধু সুস্মিতার ভালোবাসা থাকবে! মোটেও না। তাইতো নিজেদের স্বামীদের হাত করে, নিজ নিজ আবাস আলাদা করে, দূর থেকে ভালো সেজে শাশুড়ীর মনে সদ্য বিবাহিত ছোট ছেলের সাথে থাকার বিষ ঢেলে নিজেদের বাঁচায়! পাছে শাশুড়ী নিজেদের বাগানে ঢুকে না পড়ে! সর্বনাশ!
পলাশ সাহার জীবনাচার, অবহেলার, অতিভক্তি ও ভুলকে ভুল বলতে না পারার ব্যর্থতাই দায়ী তার মৃত্যুর জন্য। কি করে মুখ দেখাবে সমাজে, অফিসে যদি সুস্মিতা আত্নহত্যা করে এবং সব সত্য সবাই জেনে যায়!
তাই পরিবারকে বাঁচাতেই তার এই পদক্ষেপ!
কিন্তুু পলাশ সাহা জানতেন না যে, তার চলে যাওয়ার পরও তার মা, ভাই ভাবীদের লীলা শেষ হবে না। সুস্মিতাকে আক্রমণ শেষ হবেনা।
বিয়ে করা বউয়ের স্বামীর ওপর কতটা অধিকার তা পলাশ জানতেন! জানতেন মাও!
কিন্তু বড় দুছেলের নিজ নিজ স্ত্রী নিয়ে সটকে থাকা, মাকে সময় ও সৎপরামর্শ না দিতে পারার গ্যাপটা কোন পথ রাখেনি পলাশ সাহার মায়ের জন্য! পলাশের টাকার ওপর লোভ ছিলো সবার। মনেতো হয় মেজ ছেলের বিয়েতে পলাশই খরচপাতি করেছে বেশ! অর্থাৎ সোনার ডিম পাড়া হাসকে কেউ কি অন্যের হতে দিয়ে হাতছাড়া করে? উড়ে এসে জুড়ে বসা সুস্মিতা
তার স্বামীর জীবনে এসবের আধিক্য দেখেই
হয়তো শাশুড়ী থেকে আলাদা হতে চাইতো! কারন, শাশুড়ীর মাধ্যমেই অন্যরা সুস্মিতার হাড়ির খবর রাখতেন ও গুটির চাল চালতেন!
বেশ স্পষ্ট এসব অলাইনের সব ভিডিও তে।
মায়ের প্রতি অতিভক্তি বা অন্ধভক্তিই পলাশ সাহার অকালে চলে যাওয়ার কারন। একজন মা সেও মানুষ রক্তে মাংসে। তিনি কাছের মানুষ। তিনি ভুল করবেন এটা মেনে নিয়ে তাকে বোঝাতে ব্যার্থ পলাশ সাহা নিঃশ্চয়ই সুস্মিতার চলে যাওয়া মেনে নিতে পারতেন না। আর বেঁচে থাকলে মা ও পরিবারের কেউই তার সুখটা চাইতো না, চাইতো টাকা টাকা টাকা......কতৃত্ব ও অধিকারবোধ। কেউই পলাশের মনের কথা বুঝতো না। আর তাই, নে খা তোরা! জম্মের মতো অপরাধবোধ মনে নিয়ে খা। জন্মদাত্রী মাই বুঝলো না আর তোদের কাছে, সুস্মিতার কাছে কি আশা!! নীরবে চলে যাওয়াই শ্রেয়!

Address

Fulbaria

Telephone

+8801912255175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha Aayan vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayesha Aayan vlog:

Share