BD News One

BD News One 24/7 সারাদিন ঘটে যাওয়া সব খবর এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ

১৪৭০  বর্গফুটের ১০০% নিউ রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে। এবং ১৫-১৬ লাখ টাকার ইন্টেরিয়র ডিজাইন করা📍 লোকেশন: বনশ্রী, ঢাকা।এম...
14/09/2025

১৪৭০ বর্গফুটের ১০০% নিউ রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে। এবং ১৫-১৬ লাখ টাকার ইন্টেরিয়র ডিজাইন করা

📍 লোকেশন: বনশ্রী, ঢাকা।
এম ব্লক
📐 ফ্ল্যাট_সাইজ:
১৪৭০ বর্গফুট।

🏡ফ্ল্যাট সংক্রান্ত বিস্তারিত:

✅ ৩ টি বিশাল বেডরুম।
✅ ৩ টি সুপ্রশস্ত বাথরুম।
✅ বিশাল ড্রয়িং ও ডাইনিং।
✅কেবিনেট করা সুবিশাল কিচেন।
✅ ৩ টি বারান্দা (আজীবনের জন্য উন্মুক্ত আছে)
✅ ২৪/২৪ মার্বেল টাইলস ।
✅ ২ টি লিফট আছে. বিদ্যুৎ, জেনারেটর,সাবস্টেশন সবি রানিং আছে।
✅ সকল ফিটিংস বিদেশি ও ফ্ল্যাট গুলো সম্পূর্ণ ডেকোরেশন করা।
✅ ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা।
✅ পার্কিং সুবিধা।
✅ গিজার সুবিধা।
✅ বাচ্চাদের বিনোদনের জন্য শিশুপার্ক।
✅ আসেপাশে রয়েছে স্বনামধন্য স্কুল, কলেজ,মাদ্রাসা,
হাসপাতাল ও হাট-বাজার।

📄 কাগজপত্র ১০০% আপডেট –ও ঝামেলা মুক্ত রেজিস্ট্রেশন।১ দিনের মধ্যে রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন।

📞 মূল্য ও বিস্তারিত জানতে এবং ফ্ল্যাটগুলো ভিজিট করে দেখতে চাইলে সরাসরি ০১৯৫৬২১৮৪৮২

📍 বিস্তারিত জানতে কল

আশার এবং স্বপ্নের হাতিরঝিল এখনো সন্ত্রাসী আর আতঙ্কের জায়গা হাতিরঝিলের আশেপাশের বাসিন্দাদের জন্য।রাত ১০টা পার হলেই অন্ধকা...
13/09/2025

আশার এবং স্বপ্নের হাতিরঝিল এখনো সন্ত্রাসী আর আতঙ্কের জায়গা হাতিরঝিলের আশেপাশের বাসিন্দাদের জন্য।
রাত ১০টা পার হলেই অন্ধকারে ঘেরা এক শশানঘাট পরিণত হয়।
মূল সড়কে অনেক জায়গায় লাইট নেই, ওয়াকওয়েতে লাইটের কথা চিন্তা করাই বোকামি।
আমার সহকর্মী বেতন পেয়ে বাড়ি ভাড়া দিতে যাচ্ছিল হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারের সামনে দিয়ে। ৩-৪ জন ভদ্ররূপী ছেলে এসে পকেটে থাকা ৫ টাকার কয়েনসহ সব নিয়ে গেল। ১২,০০০ টাকা বেতন পাওয়া সেই ছেলের।
রাতে দেখবেন বিভিন্ন জায়গায় ৪-৫ জন করে ছেলে দল বেঁধে বসে থাকে। সুস্থ-সবল পুরুষ মানুষও এ রাস্তা দিয়ে একা হাঁটার সাহস পায় না। মেয়েদের কথা বাদই দিলাম।
মগবাজারের ৯৯% অপরাধই হাতিরঝিল দিয়েই শেষ হচ্ছে। দেয়াল টপকে মুহূর্তের মধ্যে সব হাওয়া হয়ে যাচ্ছে।
এ থেকে বের হওয়ার উপায় আমি জানি না। তবে অনুরোধ রইল কেউ যেন একা এ সড়কে না আসে।
আর ঘুরতে এলে রাত ৭টার মধ্যেই বাসায় ফেরা শ্রেয়।
Collected From - Traffic Alert

গত কয়েকদিন যাবত যা হচ্ছে সেসবে আমরা বাকরুদ্ধ। আর যেদিন ভিডিওটা পোস্ট করেছি তার পরদিন থেকে ভিডিওটা এমনভাবে ভাইরাল হয়েছে য...
04/09/2025

গত কয়েকদিন যাবত যা হচ্ছে সেসবে আমরা বাকরুদ্ধ। আর যেদিন ভিডিওটা পোস্ট করেছি তার পরদিন থেকে ভিডিওটা এমনভাবে ভাইরাল হয়েছে যে এখন মানুষজন আমাদেরকেই ফেইক ভাবতেছে। যাই হোক এসব নিয়ে আমাদের মাথা ব্যাথা নাই। যে পরিমান মানুষজন ভালোবাসা আর তাদের অনুভূতি জানিয়েছেন সেটাই আমাদের অর্জন। এত ম্যাসেজ আর কমেন্টের রিপ্লাই করা সম্ভব হয়নি। আবার এত এত মানুষকে পার্সোনাল প্রোফাইলে অ্যাড করাও সম্ভব না। গত ৩ দিন যাবৎ আমি জ্বরে এমনভাবে কাবু ছিলাম যে ঠিকমতো সবার নোটিফিকেশন চেকও করতে পারিনি। এইজন্য আমরা চিন্তা করেছি আগামীকাল (মঙ্গলবার) রাত ৯ টায় বাবাকে সাথে নিয়ে একটা ছোট লাইভ করবো।
যেনো বাবার এত এত ভক্ত আর শুভাকাঙ্ক্ষীরা তার সাথে সরাসরি একটু কথা বলতে পারেন। সাথে আমরাও যে আপনাদের প্রতি কৃতজ্ঞ সেটাও জানাতে চাই।

সংগৃহিত 👈

31/08/2025

নুর কে দেখতে আসছে বিএনপির নেতাকর্মীরা

আজ ২৮ আগস্ট,
28/08/2025

আজ ২৮ আগস্ট,

রাহি, তুই তো তরুণ শক্তি, আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে মানুষের পাশে দাঁড়াস—একদিন তোর নামও সবাই গর্ব করে বলবে। জয় বাংলা...
28/08/2025

রাহি, তুই তো তরুণ শক্তি, আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে মানুষের পাশে দাঁড়াস—একদিন তোর নামও সবাই গর্ব করে বলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
স্ট্যাটাস দিলেন তারেকুজ্জামান রাজিব

27/08/2025

জনপ্রিয় ইউটিউবারদের প্রিয় নেত্রী

হাতের চা"প লেগে পোস্ট হয়ে গেছে
26/08/2025

হাতের চা"প লেগে পোস্ট হয়ে গেছে

25/08/2025

অঝোরে কাঁদলেন মিজানুর রহমান আজহারী

24/08/2025

হাউন আংকেল এর বাতিজা তৌহিদ আফ্রিদি!

22/08/2025

মসজিদের ভিতরে জবাই করে মাথা আলগা করে হত্যা করলো😭 আমরা আর মানুষ হইলাম কই আল্লাহ সবাইকে হেফাজত করুক 😭😭

আওয়ামী দালাল ও চাটুকার দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারী কমেডিয়ান সিদ্দিককে ছাত্রদলের নেতাকর্মীরা আটকের পর ভ্য...
22/08/2025

আওয়ামী দালাল ও চাটুকার দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারী কমেডিয়ান সিদ্দিককে ছাত্রদলের নেতাকর্মীরা আটকের পর ভ্যান চালক হত্যা মামলায় রিমান্ডে নেয়ার সংবাদে খুশিতে নাচছেন তার স্ত্রী মারিয়া মীম, ঘোষণা দিয়েছেন নতুন বিয়ের।

Address

Fulbaria

Telephone

+8801674699939

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD News One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share