04/09/2024
❝জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে,, স্লান হয়ে গেছে কতশত কাকডাকা ভোর। আবছা স্মৃতির মতো,,জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়।সময়ের সরল সংখ্যা কমে আসছে ধীরে ধীরে।সব পাখি নীড়ে ফেরে।।সব নদী ফিরে যায় মোহনায়।
তবু কিছু মানুষ,,, ভ্রান্তির মায়াজাল ভেদ করে,,,ফিরে আসতে চায় না।।মোহ আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না আদিগন্ত অনন্তের পথে।।তবু ফিরতে হবে,,,,বেলা ফুরাবার আগে,,ঠিক ঠিক চিনে নিতে হবে পথ।।❞