
16/02/2024
*রমাদান তো সেই মাস!
*যে মাসে কুরআন নাযিল হয়েছে, যা মানুষের জন্য পথপ্রদর্শক এবং হিদায়েতের সুস্পষ্ট নিদর্শন, ফুরকান (সত্য-মিথ্যার পার্থক্যকারী)।
সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোযা রাখে। আর যে অসুস্থ হয় অথবা সফরে থাকে সে অন্য সময়ে কাযা করে নেবে।
আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না।যাতে তোমরা রোযার সংখ্যা পূর্ণ করতে পার। আর আল্লাহ তা‘আলা তোমাদেরকে যে হিদায়াত দান করেছেন, যাতে তাঁর বড়ত্ব বর্ণনা করতে পার এবং যাতে তাঁর শুকরিয়া আদায় করতে পার।
বইটি পড়লে রমাদানের জানা-অজানা বিষয়গুলো পাঠকের সামনে ফুটে উঠবে, এবং অজানা বিষয় পাঠকগণ জানতে পারবেন।
বই : প্রশ্নোত্তরে রমাদান
লেখক : ডা. জাকির নায়েক
অর্ডার করতে ম্যাসেজ করুন -অথবা কল করুন - 01613-528885