Daily News 24h

Daily News 24h Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily News 24h, Newspaper, Fulbaria.

The best way to soak in the general truth of this world is to read newspaper.

এই পৃথিবীর সাধারণ সত্যে ডুবে থাকার সর্বোত্তম উপায় হল সংবাদপত্র পড়া।

নিয়মিত ২৪ ঘণ্টার খবর জানতে
Daily News 24h পেইজটি ফলো করে রাখুন।

আমরা মুসলমানরা ধর্মটাকে মনে ধারণ করি, বর্ষাকে বললেন রেসিপ্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১২:৪১ পিএমঢাকাই চলচ্চিত্র...
27/03/2025

আমরা মুসলমানরা ধর্মটাকে মনে ধারণ করি, বর্ষাকে বললেন রেসি

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১২:৪১ পিএম

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা বর্ষা। ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত। ধর্মীয় আচার-রীতিও পালন করেন নিয়মিত। সদ্যই ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়েছিলেন, আর সেখান থেকে ফিরেই বড় সিদ্ধান্ত নায়িকার।

সম্প্রতি চিত্রনায়ক অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বর্ষা। সেখানে এসেই জানালেন অভিনয় ছেড়ে দেবেন তিনি। তার কথায়, হাতের কাজগুলো শেষ হলেই আর কোনো নতুন কাজ করবেন না তিনি।

এদিকে, অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে সমালোচনার শিকার হচ্ছেন বর্ষা। এরইমধ্যে কয়েকজন অভিনেত্রী পাল্টা জবাব দিয়েছেন। এবার বর্ষাকে নিয়ে মুখ খুললেন নায়িকা রেসি।

নিজের ফেসবুকে রেসি লেখেন, আমার এই ছোট্ট জীবনে সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া, নাচের প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার’সহ গোল্ড মেডেল পাওয়া এবং ৫০টা সিনেমায় অভিনয় করে হয়ত সেরকম কোনো স্বীকৃতি পাই নাই; কিন্তু আমার সন্তানরা যখন স্কুল থেকে এসে বলে মাম্মা আমাদের টিচাররা আমাদের বন্ধুরা আমাদেরকে অনেক প্রশংসা করে কারণ, আমাদের মা একজন অভিনেত্রী এবং আমাদের মাকে ইচ্ছা করলে গুগুল, ইউটিউব ও উইকিপিডিয়াতে দেখা যায়। আমার সন্তানরা আমাকে নিয়ে অনেক গর্বিত ফিল করে যে, আমি তাদের মা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

বর্ষা প্রসঙ্গ টেনে বলেন, ম্যাডাম আপনি তো এমন কোনো অসামাজিক কাজ করেন নাই যে ছেলে-মেয়েরা বড় হয়ে কি বলবে সে জন্য আপনার লজ্জিত হতে হবে। তাহলে আমি বলব অভিনয়কে ভালোবেসে নয়, গাড়ি বাড়ি সম্পত্তির জন্যই আপনি অভিনয়কে পুঁজি হিসেবে নিয়েছিলেন। আপনার বক্তব্যমতে তাহলে অভিনয় জগতের সমস্ত বড় বড় শিল্পীদের যাদের সন্তান আছে তাদেরও লজ্জা পাওয়া উচিত? তাহলে এতগুলো বছর কেন কাজ করেছেন? আপনার অভিনয় ছেড়ে দেওয়ার অন্য কোনো কারণ দেখাতে পারতেন। এমনিতেই সাধারণ জনগণ আমাদেরকে কটু কথা বলতে ছাড়ে না। আপনি আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন।

সবশেষে লেখেন, আমরা যারা মুসলমান তারা সবাই নিজের ধর্মকে মনের ভিতর ধারণ করি। আমাদের যেখান থেকে অর্জন যত পরিচিতি সেই জায়গাটাকে আমরা কোনোদিন অস্বীকার করতে পারব না। নিজের কাজকে, পেশাকে সৎ নিয়তে করা উচিত।

দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়া, সবশেষ যা জানা গেলপ্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০২:৩৪ পিএমদুর্ঘটনার কবলে পড়েছিল বলিউড অ...
27/03/2025

দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়া, সবশেষ যা জানা গেল

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০২:৩৪ পিএম

দুর্ঘটনার কবলে পড়েছিল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ি। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ে ব্যস্ততম রাস্তায় অভিনেত্রীর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস।

‎এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এক ভিডিওতে দেখা গেছে, একটি লাল বাস অভিনেত্রীর গাড়ির পেছনে ধাক্কা মারে। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপারাজ্জিরা চিনতে পারেন গাড়িটি।

‎ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কোনরকম আঘাত পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

‎এদিকে বলিউডের সুপারস্টার নায়িকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, খবর ছড়াতেই ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এবং অভিনেত্রীর দেহরক্ষীরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। এরপর ঐশ্বরিয়ার গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়।

এদিকে বাস চালকের বিরুদ্ধে কোনরকম আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। দুর্ঘটনার পর বচ্চন পরিবার কিংবা অভিনেত্রীও কোনো মন্তব্য করেননি।

বিনোদন১০ টা ১১ মিনিট, ২৬ মার্চ ২০২৫বর্ষাকে ধুয়ে দিলেন পরীমণিসম্প্রতি একটি সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকাই সিনেমার চিত্রনা...
26/03/2025

বিনোদন
১০ টা ১১ মিনিট, ২৬ মার্চ ২০২৫

বর্ষাকে ধুয়ে দিলেন পরীমণি

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সেখানে তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দেন এবং কারণ হিসেবে বলেন, সন্তানেরা বড় হলে তার মা নায়িকা এটাতে তারা কী ভাববে। এরপর শুরু হয় সমালোচনার ঝড়। শোবিজের অনেক তারকা তার কথার জবাব দিয়েছেন। এবার পরীমণি বর্ষার কথার ব্যাখ্যা নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন যদিও পরী তার নাম সরাসরি উল্লেখ করেননি।

সেদিন বর্ষা বলেন, তার সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নায়িকার এমন বক্তব্যে প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে ঢাকাই সিনেমার অভিনেত্রীরা বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছেন না।

বর্ষার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পরীমণি। বুধবার (২৬ মার্চ) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিলের স্ত্রীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন পরী।

যদিও স্ট্যাটাসে কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী। তবে বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে জবাব দিয়েছেন তিনি।

পরী তার স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন, জ্বি ছোট্ট আপা, একদম ঠিক! সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোন ব্যাপারই নেই। কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে।

বর্ষা জানিয়েছেন, তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষে করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। সেই প্রসঙ্গ টেনে এনে পরীমণি লেখেন, ‘আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন! যদি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন।’

বর্ষাকে কটাক্ষ করে পরী লেখেন, ‘এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন, আপনার বাচ্চাদের কারো দশ বছর হয়ে যাবে কারো সাত বছর হয়ে যাবে। কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা! কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন।

একের পর এক প্রশ্ন ছুঁড়ে তিনি লেখেন, ‘আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে, কোনদিন আপনি একজন নায়িকা ছিলেন? কোন একদিন নাচাগানা করেছেন? কোন একদিন নাভি দেখেছিলেন পর্দায়? কোন একদিন আপনার হাটুর কাপড় উড়ে গিয়েছিল কোন এক ফ্রেমে? কোন একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক‍্যামেরার অ্যাকশনে? যা দেখে শিস বাজিয়েছিলো সিনেমা হলের রিক্সাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে। তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন।’

বর্ষা সেই সংবাদ সম্মেলনে নিজের স্বামী অনন্ত জলিলের প্রশংসা করেছিলেন। যেখানে স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয়, তাহলে সেখানে ঘুরে কারো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছেই ফিরে আসবেন।


অনন্তের স্ত্রীর সেই মন্তব্যেও আপত্তি জানিয়েছেন পরী। চাঁচাছোলা ভাষায় তিনি বললেন, আপনি যে বলেছেন মেয়েদের বাজার! এএএএইইই...মেয়েদের বাজার কি? কি বোঝাতে চাইলেন কচি আপা? এটা আম, মুলা, আলু, কচু? তাহলে আপনি কি? আর বাজার হলে কি সমস্যা? যদি সেই বাজারের খরিদ্দার নাই বা ছিলো কোনোদিন? তারা ছিল বলেই বাজার হয়েছে। মেয়েদেরকে বাজাইরা কে বা কারা বানিয়েছে আপনার জানতে মন চায় নাই কখনো, কোনোদিন?

‘শোনেন, এরকম একটা বয়সের পরে আমি কেন,আমরা কেন, পৃথিবীর সমস্ত মেয়েরাই (প্রিন্সেস ডায়না হলেও) তার পার্টনারকে এরকম বাজারে ছেড়ে দিতে পারে। কারণ ওই মহিলা জানেন, জীবনের কোন বয়সে তার জামাইকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়।’

পরীমণির এই স্ট্যাটাস নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ নায়িকার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করছেন।

হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বের হয়ে অ্যাম্বুলেন্সে তামিমপ্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৫ মার্চ ২০২৫ অবস্থার কিছুটা উন্নতি হওয়ায়...
25/03/2025

হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বের হয়ে অ্যাম্বুলেন্সে তামিম

প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৫ মার্চ ২০২৫

অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসছেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেপিজে হাসপাতাল ছেড়েছেন তামিম।
সাভারের হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বের করে আনা হয় তামিমকে। এরপর তিনি অ্যাম্বুলেন্সে ওঠেন।
প্রটোকল দিয়ে তামিমের অ্যাম্বুলেন্স আসছে ঢাকার এভারকেয়ার হাসপাতালের পথে। সেখানেই পরবর্তী চিকিৎসা চলবে দেশসেরা ওপেনারের।
এর আগে কেপিজে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব বলেছিলেন, তামিম আপাতত শঙ্কামুক্ত হলেও তাকে ৭২ ঘণ্টা কোথাও স্থানান্তর না করাটাই হবে সবচেয়ে ভালো। স্থানান্তর করতে গেলে কোনো ঝুঁকি তৈরি হতে পারে।
তবে এতটা সময় অপেক্ষা করতে মন সায় দেয়নি তামিমের পরিবারের। তারা সিদ্ধান্ত নেন, সন্ধ্যার পরপরই তামিমকে নিয়ে আসা হবে ঢাকার এভারকেয়ার হাসপাতালে।

নতুন সিনেমায় মৌ খান  বিনোদন প্রতিবেদক, Daily News 24h   ২১ মার্চ ২০২৫,ঢাকাই সিনেমার চলতি প্রজন্মের সম্ভাবনাময়ী নায়িকা মৌ...
25/03/2025

নতুন সিনেমায় মৌ খান

বিনোদন প্রতিবেদক, Daily News 24h
২১ মার্চ ২০২৫,

ঢাকাই সিনেমার চলতি প্রজন্মের সম্ভাবনাময়ী নায়িকা মৌ খান। এরই মধ্যে সিনেমা, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। সম্প্রতি শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। নাম ‘চাইল্ড অব দ্য স্টেশন’।
ময়না আজমেরী’র উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। গত মঙ্গলবার থেকে রাজধানীর তেজগাঁও সিনেমাটির শুটিং শুরু হয়েছে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এতে মৌয়ের সহশিল্পী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা।
নতুন সিনেমাটি নিয়ে মৌ খান বলেন, ‘বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’
লাস্যময়ী এই নায়িকা আরও বলেন, ‘নতুন বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে। তবে এখন থেকে গল্প ও চরিত্র একটু বুঝেশুনে সিনেমার কাজের সিদ্ধান্ত নিতে চাই। এ বছর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। গল্পনির্ভর সিনেমা করতে চাই। তাই সময় নিয়ে সিনেমা হাতে নিচ্ছি।’
এরই মধ্যে ছোট পর্দার নাটকে নাম লেখিয়েছেন মৌ খান। প্রথমবারের মতো অভিনয় করেছেন ‘শুদ্ধ মানুষ’ নামের একটি একক নাটকে। সম্প্রতি বিটিভিতে নাটকটি প্রচার হয়েছে। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও নিয়মিত হতে চান এই নায়িকা।
মৌ বলেন, ‘আমার কাছে পর্দা বিষয় না। আমি সব মাধ্যমে কাজ করতে আগ্রহী। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সব প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করতে চাই।’
মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’। সিনেমাগুলো ধারাবাহিক ভাবে মুক্তি পাবে বলে জানিয়েছেন মৌ।

চুমুকাণ্ডে ট্রলের মুখে রাজ-শুভশ্রী বিনোদন  প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএমটালিউডের জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী ...
25/03/2025

চুমুকাণ্ডে ট্রলের মুখে রাজ-শুভশ্রী

বিনোদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

টালিউডের জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। সবসময়ই তাদের প্রেম এবং সম্পর্কের গভীরতার জন্য খবরে থাকেন। একদিকে যখন টালিপাড়ায় বিচ্ছেদ আর ডিভোর্সের গুঞ্জন শোনা যায়, তখন এই জুটি তাদের ভালোবাসা দিয়ে নজর গড়ে তুলেছে।
গত ২১ ফেব্রুয়ারি রাজের জন্মদিনের উদযাপন ছিল আরও একবার তাদের ভালোবাসার উজ্জ্বল প্রমাণ। জন্মদিনের পার্টিতে স্বামীকে খোলামেলা ভালোবাসার প্রকাশে চুম্বন করলেন এই নায়িকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
পার্টিতে তাদের ম্যাচিং আউটফিটে দেখা গিয়েছে, যা নজর কেড়েছে অনুরাগীদের। শুভশ্রীর পোস্ট করা দুটি ছবির মধ্যে একটি ছিল রোমান্টিক চুম্বনের মুহূর্ত।
যদিও এই প্রকাশ্যে ভালোবাসা অনেকে প্রশংসা করেছেন, আবার অনেকেই সমালোচনা করতেও ছাড়েননি। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘কিস করলেই সম্পর্ক ভালো এটা প্রমাণ করতে চান?’ আবার কেউ লিখেছেন, ‘ছিঃ ছিঃ, আর কতদূর যাবেন?’
তবে এই ধরনের ট্রল নিয়ে একটুও ভাবিত নন রাজ-শুভশ্রী। তারা বরাবরই তাদের সম্পর্কের প্রতি দুঃসাহসিক এবং খোলামেলা মনোভাব বজায় রেখেছেন।
একটি পুরনো সাক্ষাৎকারে রাজ স্পষ্ট করে বলেছিলেন, ‘কে কী বলল, সেটা ভেবে তো আর বউকে চুমু খাওয়া বন্ধ করতে পারি না।’
জন্মদিন উপলক্ষে শুভশ্রী রাজের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা তুমি।

বিনোদনপ্রকাশ: ২৫ মার্চ, ২০২৫ বর্ষার মন্তব্যের সঙ্গে একমত নন দীপা খন্দকার দুই সন্তানের মা হবার পর থেকে অভিনয় অনেকটাই কমিয়...
25/03/2025

বিনোদন
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫
বর্ষার মন্তব্যের সঙ্গে একমত নন দীপা খন্দকার

দুই সন্তানের মা হবার পর থেকে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সিনেমা ছাড়ার ঘোষণা দেন।
অভিনেত্রী মনে করেন, তার সন্তানেরা এখন বড় হচ্ছে। বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে, এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এর পর বর্ষার সেই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। এবার তার সেই বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী দীপা খন্দকার। এই অভিনেত্রী নিজেও একজন মা।
তার সন্তানেরাও বড় হচ্ছে। একজন মা হিসেবে বর্ষার মন্তব্যের সঙ্গে একমত নন এই অভিনেত্রী।
বর্ষার অভিনয় ছাড়ার কারণ লেখা একটি কার্ড ভক্তদের সঙ্গে ফেসবুকে শেয়ার করেছেন দীপা খন্দকার। সেটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই বয়সে আপনার সন্তান যদি আপনাকে চলচ্চিত্রের তারকা হিসেবে দেখেন, এটা হবে গর্বের মুহূর্ত।

দীপার সেই স্ট্যাটাসে মন্তব্য করেন অভিনেতা জীতু আহসান। তিনি সেখানে লিখেছেন, ‘তার মানে সিনেমার নায়িকা হওয়া খারাপ? ১৪-১৫ বছর বয়সে ছেলে মাকে সিনেমার নায়িকা হিসেবে দেখলে খারাপ; তাহলে তিনি (বর্ষা) যে এখন নায়িকা, সেটা খারাপ না।’
জীতুর মন্তব্যের উত্তর দিয়ে দীপা লিখেছেন, ‘আমি লেখায় মিন করেছি, সন্তান যদি ওই বয়সে মাকে নায়িকা হিসেবে দেখে, তাহলে সেটা হবে গর্ব করার মতো মুহূর্ত। আর আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত অভিনয় করতে চাই। সুতরাং আমার তার কথার সঙ্গে একমত হওয়ার প্রশ্নই আসে না।

পরের মন্তব্যে জীতু আহসানের লেখায় ক্ষোভ প্রকাশ পায়। তিনি লিখেছেন, ‘আমার খারাপ লাগছে ওই মহিলার (বর্ষা) কথা শুনে। কেউ তাদের চিনত না। মিডিয়াতে এসে মানুষ চেনার পরে এখন সেই মিডিয়াই খারাপ।’ জীতুর কথার সঙ্গে একমত হন দীপা খন্দকার।
কিছু দিন আগে স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা।
এই অভিনেত্রীর ভাষ্যে, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো ছবি করব না।’
সিনেমা ছাড়ার কারণ প্রসঙ্গে সে সময় বর্ষা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭ বছর। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫
25/03/2025

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫

Address

Fulbaria

Telephone

+8801784535757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily News 24h posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily News 24h:

Share

Category