11/06/2023
একটি ছবি কিন্তু রয়েছে অনেক বার্তা! অনেক কথা। একজনের মাথায় ছাতা ধরার জন্য আরেকজনকে টাকা দিয়ে নিয়োগ করেছে রাষ্ট্র। সম্পদের কী সাবলীল অপচয়! আবার যিনি ছাতা ধরেছেন তাঁর শরীর ছাতার বাইরে বৃষ্টিতে। প্রাগৈতিহাসিক দাসদের ন্যায় প্রভুদের রক্ষায় নিয়োজিত, যদিও দুজনেই কাগজে কলমে একটি স্বাধীন দেশের নাগরিক। অথচ পাশেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী দেশের একজন রাষ্ট্রদূত নিজের ছাতা নিজেই ধরেছেন। যে দেশ বিভিন্নভাবে আমাদের সাহায্য-সহায়তা প্রদান করে। এই এক ছবিতেই একটি দেশের এগিয়ে যাওয়ার ও আরেকটি দেশের পিছিয়ে থাকার হাজারটা গল্প লেখা আছে। রয়েছে মানসিকতা ও রুচির না বলা অনেক কথা!
(কপি পেস্ট)