
14/07/2025
ভাটারা থানার হত্যা মামলাটির জন্য নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন অপু বিশ্বাস। তার আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন ছিলেন। বর্তমান জামিন তারই ধারাবাহিকতা বলা যায়। তবে জামিন পেয়েছেন শর্তসাপেক্ষে। জামিন পাওয়ার পর গণমাধ্যমকে বলেছেন, তিনি একজন অভিনেত্রী। অভিনয় করাটাই তার কাজ। তবে তিনি রাজনীতি বুঝেন না এবং রাজনীতি করেনও না। অপু বিশ্বাস যা বলেছেন তা সঠিক কিনা সেটা তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে তাকে স্বৈর সরকারেরর সুবিধাভোগী একজন বলা যায়। তিনি অভিনয় ছাড়া প্রেযোজনায় কখনো যুক্ত ছিলেন না। তাহলে কোন অভিজ্ঞতা নিয়ে অনুদানের ছবি পেয়েছিলেন তিনি। মিন্টু রোড থেকে গণভবন পর্যন্ত যাদের যাতায়াত ছিল তাদের মধ্যে কারো কারো সঙ্গী অপু বিশ্বাসও ছিল বলে শোনা যায়। প্রশ্ন এখানে নয়। কারণ দেশের স্বাধীন নাগরিক হিসেবে তার প্রশাসনিক এলাকায় যাতায়াতের অধিকার আছে। কিন্তু তারকা তথা অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কথা উঠে তখনই যখন তারা নিজের অঙ্গন ছেড়ে সংশ্লিষ্টতাহীন এলাকায় ঘুরে বেড়ান - সেটা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা রাজনৈতিক কারণেই হোক। অপু বিশ্বাস রাজনীতি করতেই পারেন। হলিউড তারকা রোনাল্ড রিগ্যান একাধিক মেয়াদে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এখানেতো দোষের কিছু নেই। কিন্তু রাজনীতির ধারায় ঘুরপাক খেয়ে রাজনীতি বোঝেন না বলাটা কি ঠিক?