Imrul Shahed

Imrul Shahed এই পেইজে আমি চলচ্চিত্র ও টেলিভিশসহ বি?

ভাটারা থানার হত্যা মামলাটির জন্য নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন অপু বিশ্বাস। তার আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন ছিলেন...
14/07/2025

ভাটারা থানার হত্যা মামলাটির জন্য নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন অপু বিশ্বাস। তার আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন ছিলেন। বর্তমান জামিন তারই ধারাবাহিকতা বলা যায়। তবে জামিন পেয়েছেন শর্তসাপেক্ষে। জামিন পাওয়ার পর গণমাধ্যমকে বলেছেন, তিনি একজন অভিনেত্রী। অভিনয় করাটাই তার কাজ। তবে তিনি রাজনীতি বুঝেন না এবং রাজনীতি করেনও না। অপু বিশ্বাস যা বলেছেন তা সঠিক কিনা সেটা তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে তাকে স্বৈর সরকারেরর সুবিধাভোগী একজন বলা যায়। তিনি অভিনয় ছাড়া প্রেযোজনায় কখনো যুক্ত ছিলেন না। তাহলে কোন অভিজ্ঞতা নিয়ে অনুদানের ছবি পেয়েছিলেন তিনি। মিন্টু রোড থেকে গণভবন পর্যন্ত যাদের যাতায়াত ছিল তাদের মধ্যে কারো কারো সঙ্গী অপু বিশ্বাসও ছিল বলে শোনা যায়। প্রশ্ন এখানে নয়। কারণ দেশের স্বাধীন নাগরিক হিসেবে তার প্রশাসনিক এলাকায় যাতায়াতের অধিকার আছে। কিন্তু তারকা তথা অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কথা উঠে তখনই যখন তারা নিজের অঙ্গন ছেড়ে সংশ্লিষ্টতাহীন এলাকায় ঘুরে বেড়ান - সেটা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা রাজনৈতিক কারণেই হোক। অপু বিশ্বাস রাজনীতি করতেই পারেন। হলিউড তারকা রোনাল্ড রিগ্যান একাধিক মেয়াদে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এখানেতো দোষের কিছু নেই। কিন্তু রাজনীতির ধারায় ঘুরপাক খেয়ে রাজনীতি বোঝেন না বলাটা কি ঠিক?

পূজা চেরীর মন খারাপ। একদিকে হাতে কাজ কম, অন্যদিকে অসমাপ্ত ছবির কাজও সমাপ্ত হচ্ছে না। জাজ মাল্টিমিডিয়ার ছত্রচ্ছায়ায় গ্ল্য...
12/07/2025

পূজা চেরীর মন খারাপ। একদিকে হাতে কাজ কম, অন্যদিকে অসমাপ্ত ছবির কাজও সমাপ্ত হচ্ছে না। জাজ মাল্টিমিডিয়ার ছত্রচ্ছায়ায় গ্ল্যামার জগতে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজার মাসুদ রানা ছবির কাজ শেষ হয়েও হয় না। এই নিয়ে মন খারাপ। গলুই ছবি থেকে শাকিবকে জড়িয়ে গুঞ্জন সৃষ্টি হওয়ার পর তিনি বলতে গেলে দর্শক আগ্রহ থেকে ছিটকে পড়েছেন। সর্বশেষ ছবি টগর তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে আছে। আদর আজাদের সঙ্গে এই ছবিটি ঈদে মুক্তি পেয়েও নজিরবিহীন ফ্লপ করেছে। নির্মাতারা হন্যে হয়ে নায়িকা খোঁজেন। কিন্তু কেউ পূজার কথা স্মরণ করেন না। কেন? মেয়েটি দেখতে সুন্দর। আচরণ ভালো। অভিনয়েও কোনো ত্রুটি-বিচ্যুতি নেই। তারপরও পূজার কথা আলোচনায় আসে না কেন? এর কারণ হতে পারে ছবি না চলা ও ইমেইজ সংকট। মাসুদ রানা ছবিতে পূজা অভিনয় করছেন সোহানা চরিত্রে। ক্যারিয়ারের বর্তমান বিপর্যস্ত সময়ে এই চরিত্রটিও হতে পারে তার জন্য ত্রাতা

পরিবর্তমান সময়ের কাছে সব কিছুই ওলোট-পালোট হয়ে যাচ্ছে। যেমন ঈদের ছবি নিয়ে আর একক আধিপত্য থাকবে না শাকিব খানের। এর কারণ হল...
10/07/2025

পরিবর্তমান সময়ের কাছে সব কিছুই ওলোট-পালোট হয়ে যাচ্ছে। যেমন ঈদের ছবি নিয়ে আর একক আধিপত্য থাকবে না শাকিব খানের। এর কারণ হলো শাকিব খান আগামী ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দিয়ে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিটির কাজ শুরু হবে আগামী অক্টোবর মাসে। ছবিটির অন্যান্য শিল্পী কারা হবেন, সেটা জানান দেওয়া হয়নি এখনো। প্রশ্ন হচ্ছে, শাকিব খানকে পুঁজি করে ঘোষণা দেওয়া ঈদুল আযহার ছবিটির বিপরীতে আফরান নিশোর দম নামে একটি ছবির নামও ঘোষণা দেওয়া হয়েছে। এর মানে আগামী ঈদে শাকিব খান এবং আফরান নিশোকে ঈদের ছবিতে পাওয়া যাচ্ছে। আফরান নিশোর পাশে থাকবেন চঞ্চল চৌধুরীও। আফরান নিশোর অতীত হিট ছবির তালিকায় রয়েছে সুড়ঙ্গ ও দাগ। চঞ্চল চৌধুরী অভিনীত উৎসব ছবিটি এখনো সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। যাহোক আগামী ঈদে শাকিব খান ও আফরান নিশো মুখোমুখি হচ্ছেন। তারপরের সময়ে হয়তো আরো তীব্র প্রতিযোগিতার মুখে পড়বেন শাকিব খান। বয়সেরও একটা বিষয়তো আছেই। দর্শক কত দেখবে শাকিব খানের এ্যাকশন। প্রশ্ন হচ্ছে, এ্যাকশন দেখালেও ছবিতে গল্প থাকতে হবে এবং সে গল্প দর্শককে বুঝতে হবে। দরদ ছবির মতো গল্প হলে শাকিব খানকে কেউ দেখতে যাবে বলে মনে হয় না। জটিলতা কাংখিত সাফল্যের অন্তরায়।

অভিনীত চরিত্রের নীতি-নৈতিকতা যে কখনো কখনো শিল্পীর সত্তাকে প্রভাবিত করে তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে উঠতে যাচ্ছেন অভিনেত্রী জয়...
08/07/2025

অভিনীত চরিত্রের নীতি-নৈতিকতা যে কখনো কখনো শিল্পীর সত্তাকে প্রভাবিত করে তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে উঠতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত ‘ডিয়ার মা’ ছবিটির চরিত্র তাকে বেশ প্রভাবিত করেছে বলে মনে হচ্ছে। ছবিটিতে তিনি সন্তান দত্তক নেন এবং সন্তানের সঙ্গে তার রসায়নও নাকি চমৎকার। অনেকটা সেই আদলেই তিনি ব্যক্তিগত জীবনেও মা হওয়ার তাগিদ অনুভব করছেন। তিনি সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে মা হতে চান। গণমাধ্যমে তার এই আকাংখার কথা ফলাও করে প্রচারিত হয়েছে। নারীর পরিপূর্ণতা আসে মা হওয়ার মধ্য দিয়ে। যে নারীর সন্তান হয়নি বা নেই তিনি নারীত্বের অপূর্ণতা নিয়েই জীবন যাপন করেন। ডিয়ার মা তার সেই চৈতন্য ফিরিয়ে দিয়েছে বলে মনে করা যেতে পারে। তবে দত্তক সন্তানের মা হওয়া এবং নিজে মা হওয়ার মধ্যে একটা তফাৎতো থেকেই যায়। প্রশ্ন আসে নিজ রক্তের উত্তরাধিকার বিষয়ে। জয়া অবশ্য এ বিষয়ে স্পষ্টভাবেই বলেছেন, তিনি সন্তান ধারণ করে নয়, দত্তক নেওয়ার মাধ্যমেই মা হতে চান। তার মা হওয়ার এই ইচ্ছাকে আমরা স্বাগত জানাই।

08/07/2025

ভালোবাসার মুখোশের আড়ালে নায়িকা দোলা

স্ক্যান্ডেলের কারণে জনপ্রিয়তা হারিয়ে এখন দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন খ্যাতিমান টিভি অভিনেত্রী তানজিন তিশা। টিভির নির্মাতা ম...
07/07/2025

স্ক্যান্ডেলের কারণে জনপ্রিয়তা হারিয়ে এখন দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন খ্যাতিমান টিভি অভিনেত্রী তানজিন তিশা। টিভির নির্মাতা মহল থেকে তাকে নিয়ে এমনটাই বলা হয়। তবে একটা প্রবাদও আছে - পাছে লোকে কিছু বলে। যাহোক ব্যক্তিগত বিষয় বাদ দেওয়া হলে দর্শক হিসেবে বলা যায়, তানজিন তিশা একজন সু-অভিনেত্রী। সম্প্রতি প্রবাসী ঠিকানা টিভি চ্যানেলে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, আগামী পাঁচ বছর পর তিনি বিয়ে করে মা হবেন। আরেকটি বিষয় বলেছেন, তার একটি পুরস্কার একজন সহকর্মী ছিনতাই করেই নিয়ে গেছেন। এর মানে যোগ্যতার জন্য বিবেচিত প্রাপ্য থেকে তিনি বঞ্চিত হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তার বোনের বাচ্চাদের তার বলে সমালোচনা করেছেন গণমাধ্যকর্মীরা ইত্যাদি। সাক্ষাৎকারে তিনি আরো বিষয়ে কথা বলেছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মা হওয়ার বিষয়টিকে নিয়ে বিভিন্ন মুখরোচক আলোচনা হচ্ছে। এতে তানজিন তিশা বেশ ক্ষিপ্ত। তবে একটি বিষয়ে তিনি রেগে কথা বলেছেন। তিনি বলেছেন, কেউ যদি তার সন্তান আছে বলে প্রমাণ করতে পারেন তাহলে তিশা তাকে ২০ হাজার ডলার পুরস্কার দেবেন। অনুসন্ধানীদের কেউ কি তিশার এই অফারটি গ্রহণ করতে প্রস্তুত আছেন?

তিনি চিত্রনায়িকা পপি। পুরো নাম সাদিকা পারভিন পপি। হঠাৎ করেই তার কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া গেল। বুঝা যাচ্ছিল না আই...
05/07/2025

তিনি চিত্রনায়িকা পপি। পুরো নাম সাদিকা পারভিন পপি। হঠাৎ করেই তার কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া গেল। বুঝা যাচ্ছিল না আইডিটি আসলে কি পপির নাকি নকল। কারণ তিনি অনেকদিন থেকেই গ্ল্যামার জগত থেকে ডুব দিয়েছেন। এছাড়া আর যারা এই আইডির সঙ্গে যুক্ত, তাদের কেউ কেউ মেসেঞ্জারে ফোন দিয়ে আইডিটা যাচাই করে নিতে চেয়েছেন। কিন্তু মেসেঞ্জারে তারা কেউ তাকে পাননি অর্থাৎ মেসেঞ্জার কল রিসিভ করেনি আইডিটি। যাহোক, অনেক ভেবে চিন্তে রিকোয়েস্টটা গ্রহণ করলাম। তার কিছুক্ষণ পরই মেসেঞ্জারে এলেন পপি। জানতে চাইলেন, কেমন আছি। বললাম ভালো আছি। টুকটাক কথা বলার পর তার খবরাখবরও জানতে চাইলাম। সবার আগে জানতে চাইলাম তার বাবু কেমন আছে। পপি বললেন, বেশ ভালো আছে। এরপর চলচ্চিত্র থেকে পুরোপুরিভাবে বিদায় নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না- বিদায় নেননি। তবে কিছু নিজস্ব ঝামেলার কথা বললেন। বললেন, সব ঝামেলা কাটিয়ে তারপর আবার কাজে ফিরবেন। অর্থাৎ পপি চলচ্চিত্রাভিনয় থেকে সাময়িকভাবে বিরত থাকলেও মূল পেশাকে পাশ কাটিয়ে যাবেন না। কথা তো এভাবে হলো। কিন্তু আমি এখনো দ্বিধায় আছি, আইডিটা আসলে পপির কিনা। কারণ পপির সঙ্গে যেভাবে আমার কথা হয় এবং যে সম্বোধনে পপি আমার সঙ্গে কথা বলেন, তার কোনো আমেজ পাওয়া যায়নি। সেটা কি এমন হতে পারে, দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আন্তরিকতাহীনতা। উল্লেখ করার বিষয় হলো, আমার ছবির মাধ্যমে পপি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

২০২৪-২৫ অর্থবছরের জন্য গঠিত অনুদান কমিটির সুপারিশ যদি কাজে না লাগে তাহলে কমিটি গঠনের প্রয়োজন কি ছিল। কেন দিনের পর তাদের ...
05/07/2025

২০২৪-২৫ অর্থবছরের জন্য গঠিত অনুদান কমিটির সুপারিশ যদি কাজে না লাগে তাহলে কমিটি গঠনের প্রয়োজন কি ছিল। কেন দিনের পর তাদের চিত্রনাট্য পড়ার জন্য সময় অপচয় করতে হলো এবং রাষ্ট্র তথা জনগণের টাকা কেন তাদেরকে দেওয়া হলো। অনুদান প্রাপকদের নাম প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথাবার্তাই ঘুরপাক খাচ্ছে। প্রথম প্রতিবাদটা উঠেছে কমিটির ভেতর থেকেই। এ ব্যাপারে কমিটির সদস্য অভিনেত্রী জাকিয়া বারী মম বলেছেন, অনুদানের জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলো বাছাই ও চূড়ান্তকরণে তার কোনো দায় নেই। অনুদান কমিটির সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক ড. আবুল বাশার মো. জিয়াউল হক (তিতাস জিয়া), চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ, অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু অনুদান কমিটি থেকে মম পদত্যাগ করেছেন। শুধু মম নন, পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। কাগজে পদত্যাগের কারণ ব্যক্তিগত থাকলেও পরে প্রতিক্রিয়া জানিয়ে মম বলেছেন, যে সিনেমাগুলো অনুদান পাচ্ছে, কমিটির সদস্য হিসেবে সেখানে তার কোনো অংশীদারত্ব নেই। এর মানে অনুদান কমিটি থেকে যেসব ছবির সুপারিশ করা হয়েছে, সেগুলো অনুদান পায়নি। সরকার যদি এ ব্যাপারে ওয়াকেফহাল না হয়ে থাকে তাহলে তা দ্রুত তদন্তের মাধ্যমে ঘোষিত অনুদান বাতিল করা উচিত বলে অনেকে মনে করেন।

বড়দের কাছ থেকে শোনা কথা - নারী মাত্রেই প্রতিভাবান। তারা ধারে যেমন কাটে তেমনি ভারেও কাটে। একজন নারী যদি কোনো পুরুষের দিকে...
04/07/2025

বড়দের কাছ থেকে শোনা কথা - নারী মাত্রেই প্রতিভাবান। তারা ধারে যেমন কাটে তেমনি ভারেও কাটে। একজন নারী যদি কোনো পুরুষের দিকে তাকিয়ে মুচকি হাসে তাহলে মনে করা হয় ওই নারী তার প্রেমে পড়ে গেছেন। এ বিষয়টা সমাজের অন্যান্য স্তরের চাইতে গ্ল্যামার জগতে বেশি ঘটে থাকে এবং গ্ল্যামার জগতেরটা প্রকৃত প্রেমের চাইতে বেশি ঘটে পরকীয়ার। গায়িকা দিলশাদ নাহার কনার ঘটনাটিকে কেন্দ্র করে পরকীয়ার এ বিষয়টাই সকলের সামনে এসেছে। কনার কথা থেকে জানা গেছে, সাত বছর ছুটিয়ে প্রেম করার পর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখারকে বিয়ে করেন তিনি। ছয় বছর সংসার করার পর কনা বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এরপরই শুরু হয় নানা জল্পনা-কল্পনা এবং অনুসন্ধান। কনা হঠাৎ কেন বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন? গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, কনা মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামে একজন গিরাস্টের প্রেমে পড়েছেন। তিনি গত ছয়মাস থেকে কনার স্টেজ পারফরম্যান্সের সময় গিটার বাজান। শুভ্ররও সংসার আছে এবং সন্তান আছে। শুভ্র নাকি এর আগে আরো কয়েকজনের প্রেমে পড়েছেন। কোথাও সফল হতে পারেননি। কেবল কনার ক্ষেত্রেই সেটা সফল হয়েছে। এটাই হলো পরকীয়ার চরিত্র। অন্য একটি সাজানো গোছানো সংসারে আঘাত করা। এই ঘটনায় কনা বা শুভ্রকে গ্ল্যামার জগতের বাসিন্দা বলতে অনেকেই লজ্জিত হবেন। তবে নারী মাত্রেই প্রতিভাবান কথাটি মনে হয় এভাবেই নীরবে কাজ করে যায়।

শাকিব খান আগামী ঈদুল ফিতরও বুকিং দিয়ে ফেলেছেন। তিনি যেসব প্রযোজক ও পরিচালকের ছবি করে অভ্যস্ত, বুকিং দেওয়া ছবিটির পরিচালক...
03/07/2025

শাকিব খান আগামী ঈদুল ফিতরও বুকিং দিয়ে ফেলেছেন। তিনি যেসব প্রযোজক ও পরিচালকের ছবি করে অভ্যস্ত, বুকিং দেওয়া ছবিটির পরিচালক তাদের কেউ নন। নাম না দেওয়া এ ছবিটি পরিচালনা করবেন আবুল হায়াত মাহমুদ নামে একজন। তিনি নাকি আড়াই শতাধিক নাটক ও ওটিটি প্লাটফর্মের একাধিক কন্টেন্টসহ টিভিসি-ডকুফিল্ম নির্মাণ করেছেন। ছবিটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা নামে একজন নারী। শাকিব খানের অন্তরাত্মা ও বরবাদ ছবির প্রযোজকরাও নারী। শাকিব খানের বাজার বিবেচনায় রেখে প্রদর্শকরা হয়তো এখনই ছবিটি নিজের সিনেমা হলে পাওয়ার জন্য ছুটতে শুরু করবেন। অন্য ছবির প্রযোজক, যারা আগামী ঈদে ছবি মুক্তি দেওয়ার জন্য আশা করছিলেন তারা আকাশের দিকে তাকিয়ে তারা গুণতে থাকবেন। এই ছবিটিও হবে অ্যাকশন। শাকিব খানের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবিটির গল্প ও চিত্রনাট্য তৈরি হচ্ছে। শাকিব খানের অ্যাকশন ছবিগুলো ভালো ব্যবসা করছে। সেই ব্যবসায় সংগৃহীত অর্থ দেখানো হচ্ছে ‘গ্রস’ বিক্রির। সেখান থেকে প্রযোজক কত টাকা পাচ্ছেন সেটা বলা হয় না। এই অভিনেতার বরবাদ যে ব্যবসা করেছে তাণ্ডব সেটা করেনি। তারপরও ছবিটি ব্যবসা সফল। কিন্তু শোনা যাচ্ছে, রায়হান রাফির পরের ছবিতে শাকিব থাকছেন না। শাকিবও নতুন প্রযোজক ও পরিচালকের দিকে ছুটছেন। এই সমীকরণ থেকে শাকিব খান আগামী ঈদুল আযহা কেন খালি রাখছেন সেটা বুঝা যাচ্ছে না।

ময়না ছবির চুম্বন দৃশ্যটি নিয়ে বেশ বেকায়দায় আছেন অভিনেত্রী রাজ রিপা। বিতর্ক তার পিছু ছাড়ছে না। এই ছবিটিতে তিনি নাম ভূমিকা...
01/07/2025

ময়না ছবির চুম্বন দৃশ্যটি নিয়ে বেশ বেকায়দায় আছেন অভিনেত্রী রাজ রিপা। বিতর্ক তার পিছু ছাড়ছে না। এই ছবিটিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালকের চাহিদা অনুসারে ময়নাকে দেখা যায় বিছানায়, অন্তরঙ্গ দৃশ্যে। তখনই তার চুম্বন দৃশ্যটি চিত্রায়িত হয়। তাকে বলা হয়েছে বিদেশি উৎসবে ছবিটি প্রদর্শিত হবে। সুতরাং দৃশ্যটি লাগবেই। রাজ রিপা পরিচালকের চাহিদা পূরণ করেছেন। তিনি নানা যুক্তিতে সাহসী দৃশ্যগুলোর অপরিহার্যতা প্রমাণ করার চেষ্টা করছেন এখন। কিন্তু তাতে কি গণমাধ্যমকর্মীদের অগ্রযাত্রা থেমে গেছে? রোমান্টিক ঘরানার এই ছবিটিতে রয়েছেন চারজন নায়ক। রাজ রিপা বলেছেন, যে লিপকিসটি ছিল, পরিচালক বলেছে আমার এই গল্পের জন্য এটা মাস্ট বি লাগবে। এখন তো করার কিছু নেই, চাইলেও ‘না’ করতে পারছি না, রাগ দেখিয়েও শুটিং থেকে আসতে পারছি না। এরপর ভাবলাম, ঠিক আছে, ট্রাই করি, ক্যারেক্টারের সঙ্গে যায় কি না। প্রশ্ন হচ্ছে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে বলে রিপা অনেকটা রেহাই পেয়ে গেছেন। কিন্তু বতর্ক থেকে তিনি মুক্তি পাননি। একদিক থেকে রাজ রিপার নায়ক ভাগ্য বেশ ভালোই বলতে হবে। তার এক ছবিতে নায়ক চারজন, আরেক ছবিতে ছয়জন। আগামীতে হয়তো আরো বাড়বে।

স্বৈর সরকারের দোসর হিসেবে পরিচিত আর দশজনের মতোই দেশ ছেড়েছেন অভিনেত্রী মাহিয়া মাহিও। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্...
01/07/2025

স্বৈর সরকারের দোসর হিসেবে পরিচিত আর দশজনের মতোই দেশ ছেড়েছেন অভিনেত্রী মাহিয়া মাহিও। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। তবে সন্তানকে দেশে রেখে গেছেন। সে কথাও জানান দিয়েছেন তিনি নিজেই। একাধিক বিয়ে করে ব্যর্থ মাহিয়া মাহি আর কি ফিরবেন? তিনি বলেছেন, যেহেতু সন্তানকে রেখে গেছি সেহেতু তিনি অবশ্যই ফিরে আসবেন। কিন্তু কবে ফিরবেন সেটা বলেননি। হয়তো নায়িকা কেয়া বা জনার মতো কোনো মার্কিন প্রবাসীকে বিয়ে করে সেখানে থিতু হয়ে পরে সন্তানকে নিয়ে যাবেন। তবে দেশ ছাড়ার আগে তিনি ছিলেন ছবিশূন্য। গাজীপুরে একটি দোকান দিয়েছিলেন। সেখানেও টিকতে পারেননি। তার দেশ ছাড়ার পর হঠাৎ গুজব রটে তিনি মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর তার নজরে আসতেই নিজের ফেসবুকে জবাব দেন ‘আমি আছি, মরিনাই রে ভাই’। ভালেবাসার রঙ দিয়ে শুরু হওয়া মাহির ক্যারিয়ার থামে রাজকুমার ছবিতে এসে। এতে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Imrul Shahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imrul Shahed:

Share

Imrul Shahed, film producer, screenplay writer and journalist

এই পাতায় আমি চলচ্চিত্র, টেলিভিশনসহ বিনোদন জগতের সকল সংবাদ এবং নানা বৃত্তান্ত তুলে ধরব