18/07/2024
সমাজ রক্ষার্থে বা সম্পর্কের খাতিরে, কিছু অমানুষের বাচ্চাদের মন ভরে কিছু কথা বলতে গিয়েও.. বলতে পারি নাহ 🙂
মানে পা চাটা স্বভাব এমন পর্যায় গেছে যে..জ্ঞান,বুদ্ধি, বিবেক সব-ই যেনো বানের জলে ভেসে গেছে। 🙂
হয়তো সেই অমানুষ গুলোর জন্ম-টাও কোন এক বানের জলেই হইছিলো, নতুবা দেশের এমন এই পরিস্থিতিতে, নির্বোধ এর মতো কথা কিভাবে বলে????
প্রশ্নবিদ্ধ করলে হাজার ভাবে করতে পারি, তবে ছোট থেকেই অভ্যাস..আমি আবার মুর্খের সাথে তর্ক করি নাহ 😊
কোটার পক্ষে যে এত্ত কথা বলছেন! আদোয় কি জানেন
এই কোটা আন্দোলন কেনো হচ্ছে?? কেনোই বা ছাত্র-রা এত্ত উত্তেজিত হচ্ছে?? কতো শত মায়ের কোল খালি হচ্ছে, এগুলা চোখে বাঝে নাহ?
আপনার মা-বোন,ভাই এর মধ্যে যদি থাকতো,,,তাও কি পারতেন এভাবে পা চাটতে?...পা চাটতে চাটতে এমন অবস্থা হইছে যে
হিতাহিতজ্ঞান টাও কাজ করতেছে নাহ।
অইযে বললাম, মুর্খের সাথে তর্ক করি নাহ
তাই আর কিছু বলাও হয় নাহ। তবে এরকম আবাল লোকজন আমার সাথে সম্পৃক্ত এটা ভেবেও ঘৃণা করে 💔