07/08/2025
সতর্কতা :
১২ টায় ছেলের স্কুল ছুটি হয়েছে,আমি এক বছরের ছোট মেয়েকে কোলে নিয়ে স্কুলে যেয়ে ছেলে নিয়ে বাসায় আসলাম।হাতমুখ ধুয়ে ছেলেকে খাওয়াইলাম। এই মুহুর্তে দরজায় নক করলো,,,,পুরো বিল্ডিংয়ে কেউ ছিলো না,পাশের ফ্ল্যাটের ভাবি বাবার বাড়ি,নিচতলার ভাবি ছেলের পরীক্ষা স্কুলে চলে গিয়েছে,আরেকটা আন্টি আছে উনারাও বাসায় নাই,, কোথায় যেনো গিয়েছিল ,তবে আমার পাশের ফ্ল্যালের ভাবির জামাই সকালে চলে এসেছিলো বাসায়।
দরজায় নক করার পর আমি স্বাভাবিকভাবে জিগ্যেস করি "কে?" আমি না জিগ্যেস করে দরজা খুলি না,,অপরপাশ থেকে রেসপন্স নাই দুইবার দরজা নক করলো,,,আমি বার বার জিগ্যেস করার পর খুব ধীরে কি জানি বলল,,আমি বললাম জোরে বলেন শুনিনা,কে আপনি তাও ফিস ফিস করে কিছু বলছে,আমি বললাম পাশের ফ্ল্যাটে নক দেন,( যেহেতু পাশপর ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে),,যখন দেখলো আমি দরজা খুলছি না তখন একটু জোরে বললো, দরজা না খুললে সমস্যা নাই,আপনি আমাদের এই কাগজটা নিয়ে পড়েন,,,
এটা বলেই দরজার ফাঁকা দিয়ে একটা কাগজ দিলে,, আমি হাত দিয়ে ধরার সাথে সাথে আমার হাতে কারেন্ট শক দিয়েছে এমন করে ঝিনঝিন করে উঠলো,,আর আমার হাত অবস হয়ে আসছিলো,, সাথে সাথে আমার সন্দেহ হয় আমি কাগজটা সাইড বক্সের ড্রয়ারের ভিতরে দিয়ে ড্রয়ার লাগিয়ে,,রুমের দরজা বন্ধ করে অন্য রুমে চলে যাই।তখনও আমার হাতেট আঙুলে ব্যালেন্স নেই,,হাত টা ভারি লাগছিলো, আর ঝিনঝিন করছিলো,,শরীরে কাপনি এসে গেছে,,, লোকটা ৩/৪ বার দরজায় নক করছিলো কিন্তু কোন কথা বলছে না,,,সাথে সাথে হাসবেন্ডকে ফোন দিয়ে বললাম আসতে,কিছুক্ষণ পর লোকটা আর নক করেনি,,,,পাশের বাসার ভাইকে ফোন দিলাম,সে আসলো তাকে বললাম,,তার দরজায় নক করেনি একবারও,,সে নিচে গিয়ে দেখলো,নিচের ফ্ল্যাটের আংকেল আন্টি বাসায় এসেছে,,তাদের জিগ্যেস করার পর বললো একটা লোক আসছিলো,মাহফিলের টাকা নিতে,,চলে গেছে।ঐ বাসায় আংকেল দরজা খুলেছে,উনার ছেলে আছে বড় হয়তো উনাদের দেখেছে।
এখন আমার কথা হলো লোকটা আমার কাছে টাকা চাইলো না কেনো??? আমাকে বলতে পারতো তারা টাকার জন্য এসেছে,,প্রথমে ফিসফিস করে কি জানি বলার পরই আমার ডাউট হচ্ছিল,,
আমার হাতটা অনেকক্ষণ ঠান্ডা হয়ে ছিলো, দুইটা হাতের মধ্যে একটা হাত ফর্সা আরেকটা কালো হয়ে গিয়েছিলো।
আমি ভিতু টাইপের মেয়ে নয়,,আর হ্যালোসিয়েশন হওয়ার সম্ভাবনা জিরো আমার কাছে।
আমি এখনো টোকেন টা টাচ্ করার মুহুর্তটা ভুলতে পারছি না,,হাসবেন্ড আসার পর টোকেন টা দেখলাম,,তখন ধরার পর কোনকিছু হলো না,স্বাভাবিক,,, তাহলে সে সময় এমন লেগেছিলো কেনো??? টোকেনটা জিনজিন করছিলো ধরার পর,,,আর ভারি লাগছিলো,,
আমি জানিনা কি হতে চলছিলো আর কিছু না হউক,,তবে এটা স্বাভাবিক ছিলো না, আমি ক্লিয়ার।
আমি বাসায় একা থাকি দুইটা বাচ্চা নিয়ে,,শুধু একবারই বের হই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য,, বাসার নিচে গ্যারেজ আছে,,,সব মানুষ আমাকে দেখে একটা বাচ্চা নিয়ে আসা যাওয়া করি।
আল্লাহ ভালো জানে কি হয়েছিলো,,ব্যাপারটা স্বাভাবিক হলে, আমি কাগজটা পেয়ে নিচে দিয়ে টাকা দিয়ে দিতাম,,দরজা না খোলেই,,,লোকটা আমার কাছে একবারও টাকার কথা বললো না,,অন্য সময় এমন অনেক মানুষ আসে সাহায্য নিতে,দরজা না খোলেই আমি টাকা দিয়ে দেই,,না দিলেও বাইরে থেকে চলে যেতে বলি,,,,কিন্তু এই ঘটনা আমাকে হয়রান করে দিলো।
যারা বাচ্চা নিয়ে একা থাকেন অবশ্যই এসব বিষয়ে সতর্ক থাকবেন।বাইরে গেলে মানুষ ফলো করে,,বিল্ডিং খালি এরা ধারনা করতে পারে।
বাকিটা আল্লাহ ভালো জানেন।