All Eyes On Fighters

All Eyes On Fighters কথন ঋণাত্মক 🌻

22/04/2025
31/03/2025

FB blue verify available inbox for order 🤍🫂

28/02/2025

ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার! 🤍

28/10/2024

আমরা ছেলেরা সব জায়গায় বৈষম্যের শিকার! ☹

By: Bangladesh Sh*tposting

19/09/2024

এক হাজার কোটি বছর বাঁচার ইচ্ছা ছিলো তার।
বাঁচতে আর পারলো কই 😓

তোফাজ্জল উনি চো'র ছিলো না!  বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই! ভালো রেজাল্ট  নিয়ে পাথরঘাটা  কলেজে ভর্...
19/09/2024

তোফাজ্জল উনি চো'র ছিলো না!
বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন,,,,,,,,, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নি'ষ্ঠু'রতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়,,, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে এক মাসের মাথায় পৃথিবী থেকে তু'লে নিয়ে যায়!

এই অবস্থা আপনি আমি ও পা'গ'ল হয়ে যেতাম !
শো'কে ক'ষ্ট সে পা'গ'ল হয়ে বেড়ায়,,, বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক,, তাকে চিকিৎসা করায়! ম:র'ণ এসে তাকে তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পো'ড়া পা'গ'লা টা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!

পা'গ'ল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে,,,,,,, হয়তো খাবারের খোজে আসছিলো,,, আর চো'র বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মা'র:লে'ন!
© কালেক্টেড

এটি ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম The Last Supper (শেষ নৈশভোজ)। যারা ভাত খায়ালো...
19/09/2024

এটি ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম The Last Supper (শেষ নৈশভোজ)। যারা ভাত খায়ালো তারা কি মে"রে ফেলতে পারে? লোকটার মধ্যে কোন উদ্বিগ্নতা নেই কারণ সে ভাবতেও পারেনি এটাই তার শেষ খাওয়া। আমরা মানুষ হবো কবে? মেধাবীদের নিয়ে আমার ভীষণ ভয় কারণ এদের হাতেই পৃথিবী ধ্বংস হবে, হিরোশিমা নাগাসাকি, পার্লহারবার কোন মূর্খের হাতে ধ্বংস হয়নি, বিশ্বজিৎ আবরার কোন মূর্খের হাতে মরে"নি।

হায়েনা বিদায় নেয় না ফিরে আসে নানান রুপে।

©️কালেক্টেড

ঢাবি ফজলুল হক মুসলিম হলে যাকে চোর সন্দেহে গণপিটুনতে হত্যা করা হয়,  তাকে হত্যার আগে ছাত্ররা হলের ক্যান্টিনে খাবার খাওয়ায়।...
19/09/2024

ঢাবি ফজলুল হক মুসলিম হলে যাকে চোর সন্দেহে গণপিটুনতে হত্যা করা হয়, তাকে হত্যার আগে ছাত্ররা হলের ক্যান্টিনে খাবার খাওয়ায়। হলের খাবের খেয়ে সে মন্তব্য করে,
" আপনাদের হলের খাবার অনেক ভালো।"
এইটাই তার মুখে উচ্চারিত শেষ বাক্য ছিল।

বিভিন্ন সূত্রে জানা যায় যে, সেই লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল।

Qঢাকা বিশ্ববিদ্যালয়ের "মেধাবী" রা যে মানসিক ভারসাম্যহীন "তোফাজ্জল" কে পিটিয়ে, ভাত খাইয়ে, আবার পিটিয়ে মেরেই ফেললেন, এতে ত...
19/09/2024

Qঢাকা বিশ্ববিদ্যালয়ের "মেধাবী" রা যে মানসিক ভারসাম্যহীন "তোফাজ্জল" কে পিটিয়ে, ভাত খাইয়ে, আবার পিটিয়ে মেরেই ফেললেন, এতে তাদের বিচার কি হওয়া উচিত?

আবরার হত্যাকান্ড আর তোফাজ্জল হত্যাকান্ড একই পাল্লায় মাপা হবে তো? নাকি আবরারের জীবন থেকে তোফাজ্জলের জীবনের দামটা কোন অংশে কম?"

19/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের "মেধাবী" রা যে মানসিক ভারসাম্যহীন "তোফাজ্জল" কে পিটিয়ে, ভাত খাইয়ে, আবার পিটিয়ে মেরেই ফেললেন, এতে তাদের বিচার কি হওয়া উচিত?

আবরার হত্যাকান্ড আর তোফাজ্জল হত্যাকান্ড একই পাল্লায় মাপা হবে তো? নাকি আবরারের জীবন থেকে তোফাজ্জলের জীবনের দামটা কোন অংশে কম?"

19/09/2024

অথচ সে জানতোই না এটা তার জীবনের শেষ খাওয়া 😥

একটা মেয়েকে ভালবাসত তফাজ্জল, ঐ মেয়েটিকে না পেয়ে এমনিতেই সাইক্লোজিক্যাল ডিসঅর্ডার তৈরী হয় তফাজ্জলের। এর পর এক নির্মম দুর্ঘটনায় একই সাথে, মা বাবা, ভাই ও বোন মারা গেলে! তফাজ্জল এককভাবে পুরোপুরি বেঁচে থাকার সক্ষমতা হারান। প্রায় ৪ বছর ধরে ঢাবির আশেপাশের এলাকায় এদিক সেদিক ঘুরে তাঁর ভবঘুরে জীবন কাটে।আজ রাতেও হয়তোবা খাবারের সন্ধানে সে হলে ঢুকেছিলো। খাবার ছাড়া তাঁর আসলে লোভ বলতে কিছু নেই। ক্ষুধার জ্বালা তো আর কিছু বোঝেনা😰

- তফাজ্জলের প্রতিবেশীর লেখা

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Eyes On Fighters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All Eyes On Fighters:

Share