30/09/2025
"এই হাত দুটো- একজন বাবার হাত;একজন কৃষকের হাত। এই হাতে এখনো মাটির গন্ধ, পরিশ্রমের চিহ্ন, ত্যাগের ছাপ। কিন্তু এই হাতই আমাদের স্বপ্ন গড়েছে"
আমার বাবা শুধু ধান-গম ফলাননি, তিনি আমাদের স্বপ্ন বুনেছেন। আমাদের বড় করেছেন সীমাহীন কষ্টের মাঝে, আমাদের শেখিয়েছেন সৎ পথে চলতে, কঠোর পরিশ্রম করতে। আজ আমরা দুই ভাই—একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, আর আমি বাংলাদেশ পুলিশের একজন (ASP)
বাবার হাসিটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তাঁর চোখে গর্বের এই আলোই আমাদের জন্য সবচেয়ে বড় সম্মান।
সারদার তপ্ত দুপুরে এরকম একটা ছবিই ফ্রেমবন্দী করতে চেয়েছিলাম, সেটা না হলেও বাড়িতে এসে মায়ের ছায়াতলে করতে পেরেছি ❤️
সব বাবার ত্যাগের মর্যাদা হোক চিরন্তন। ❤️
ASP Sohel Rana র ওয়াল থেকে... ছবিতে আরো যিনি আছেন তিনি শ্রদ্ধেয় Shah Alam ভাই, তিনিও ঢাবিতে সি ইউনিটে প্রথম হয়েছিলেন আর বর্তমানে একাউন্টটিং ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়েই কর্মরত আছেন।
এমন বাবা-ছেলের ছবি গর্ব করার মতই... 👏👏