Police for People

Police for People Police is our pride..

04/09/2025

হাতে প্লাস্টার নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে রমনা ডিভিশনের ডিসি"মাসুদ আলম

পুলিশ সার্জেন্ট রনির মানবিকতায় একজন পথচারী প্রাণে বেঁচে গেলেন। গুলশান-২ (গোলচত্বর) লোকেশনে একজন পথচারী হঠাৎ অসুস্থ হইয়ে ...
04/09/2025

পুলিশ সার্জেন্ট রনির মানবিকতায় একজন পথচারী প্রাণে বেঁচে গেলেন।

গুলশান-২ (গোলচত্বর) লোকেশনে একজন পথচারী হঠাৎ অসুস্থ হইয়ে পরলে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট রনি পথচারীদের সহযোগিতায় পুলিশ বক্সে নিয়ে আসেন। সার্জেন্ট রনি পানি খাইতে দিলে পুলিশ বক্সে বসে থাকা অবস্থায় খিচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করেন এবং হাত পা মুছে দেওয়ায় জ্ঞান ফিরে তারপর সোফায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করেন। প্রাথমিক চিকিৎসা শেষে CMH এ পাঠানোর ব্যবস্থা করা হয়।।

এমন হাজারো মানবিক কাজ বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত করে থাকেন।।।

অন্তত পুলিশের ভালো কাজগুলো আমরা শেয়ার করতে পারি কি??

হাতে প্লাস্টার নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করছেন রমনা ডিসি" মাসুদ আলম বিপিএম স্যার।
04/09/2025

হাতে প্লাস্টার নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করছেন রমনা ডিসি" মাসুদ আলম বিপিএম স্যার।

আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন রমনা ...
04/09/2025

আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ভুয়া ডিবির সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, সরঞ্জামসহ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা এর আগেও ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চলা এসব অপকর্মের শেকড় অনুসন্ধানেও কাজ করছে পুলিশ। এ সময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

একজন মোটরসাইকেল চালক বনানী ফ্লাইওভার হতে ইসিবি চত্বরের দিক নামার সময় হঠাৎ অ-সুস্থতা অনুভব করে মাথা ঘুরে পড়ে যায়। তার অবস...
04/09/2025

একজন মোটরসাইকেল চালক বনানী ফ্লাইওভার হতে ইসিবি চত্বরের দিক নামার সময় হঠাৎ অ-সুস্থতা অনুভব করে মাথা ঘুরে পড়ে যায়। তার অবস্থা আশংকাজনক হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেন দায়িত্বরত পুলিশ সার্জেন্ট সুজয় বড়ুয়া। তার কাছ থেকে মোবাইল নিয়ে বাসায় মোবাইল করে পরিবারের সাথে কথা বলেন সার্জেন্ট বড়ুয়া। পরে বাসা থেকে তার নিকট আত্মীয় আসেন। তারপর সে কিছুটা সুস্থতা অনুভব করলে তার আত্মীয় এর সাথে করে একটি সিএনজি ভাড়া করে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন।

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উ/দ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ
04/09/2025

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উ/দ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

04/09/2025
স্যারের অক্লান্ত পরিশ্রমে রমনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 💖💖
03/09/2025

স্যারের অক্লান্ত পরিশ্রমে রমনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 💖💖

মাগুরা থানাধীন শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিরস্ত্র)/ মোঃ কামরুজ্জামান ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার মাগুরা সদর...
03/09/2025

মাগুরা থানাধীন শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিরস্ত্র)/ মোঃ কামরুজ্জামান ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার মাগুরা সদর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/ লিটন কর ০৪ (চার)টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করায় পুরুষ্কার প্রদান করেন জনাব মিনা মাহমুদা,বিপিএম,পিপিএম ,পুলিশ সুপার, মাগুরা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জনাব মোঃ মিরাজুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),

03/09/2025

নির্বাচন সামনে রেখে এইচএসসি পাশে সরাসরি ৪০০০ এএসআই নিয়োগ দিবে পুলিশ

শুভ জন্মদিন স্যার 💖💖
03/09/2025

শুভ জন্মদিন স্যার 💖💖

গ্রামের মাটির ঘ্রাণ থেকে শুরু করে সারা দেশের গৌরবের মঞ্চে—শরীফ খান, মৌলভীবাজারের জুড়ীর সাগরনালের সন্তান, ৪৪তম বিসিএস পরী...
03/09/2025

গ্রামের মাটির ঘ্রাণ থেকে শুরু করে সারা দেশের গৌরবের মঞ্চে—
শরীফ খান, মৌলভীবাজারের জুড়ীর সাগরনালের সন্তান, ৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশের ক্যাডারে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন।

নয়াবাজার ফাজিল মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষায় উজ্জ্বল ফলাফলের পর তিনি ভর্তি হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে।

অবশেষে কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি আর আল্লাহর অশেষ রহমতে আজ তিনি দেশের গর্ব হয়ে উঠেছেন।

সাফল্যের পর শরীফ খান কৃতজ্ঞ হৃদয়ে বলেন—
“মহান আল্লাহর অশেষ কৃপায় আজকের এ অর্জন। বাবা-মা, দাদা-দাদির দোয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আর আমার গুরু সাইফুল্লাহ ভাই—তিনি ছিলেন আমার পথপ্রদর্শক।”

শরীফের এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, পুরো এলাকার গর্ব, আর মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এক আলোকবর্তিকা।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Police for People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share