দাওয়াহ - Dawah

দাওয়াহ - Dawah যে 🕋আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। (সূরা তালাক)

অথচ ফারাবি, সাইমন, এটিএম আজহারদের জামিন হয় না...কার ইশারায় চলছে ইন্টারিম?
30/04/2025

অথচ ফারাবি, সাইমন, এটিএম আজহারদের জামিন হয় না...

কার ইশারায় চলছে ইন্টারিম?

কত জঘন্য ,,,,,, নারী বিষয়ক সংস্কার কমিশন,,, একটু ভেবে দেখেছেন কখনো 🤔🤔
30/04/2025

কত জঘন্য ,,,,,, নারী বিষয়ক সংস্কার কমিশন,,, একটু ভেবে দেখেছেন কখনো 🤔🤔

আহ্ ফিলিস্তিন🥹
07/02/2024

আহ্ ফিলিস্তিন🥹

গা*জ্জা*র 'আবু হামজা সাকার হাসসুনা' (Abu Hamza Saqr Hassouna) এর কথা মনে আছে? ওই যে, মাস দুয়েক আগে তাঁর ফুটফুটে রাজকন্য...
27/01/2024

গা*জ্জা*র 'আবু হামজা সাকার হাসসুনা' (Abu Hamza Saqr Hassouna) এর কথা মনে আছে? ওই যে, মাস দুয়েক আগে তাঁর ফুটফুটে রাজকন্যাকে জান্নাতের উদ্দেশ্যে বিদায় জানিয়েছিলেন! অবশেষে তিনিও জান্নাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন!

আল্লাহ তাআলা বাপ-বেটিকে জান্নাতে একত্র করুন!

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ এক...
05/01/2024

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ একজন নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে কাউকে দিয়ে কাজটা করিয়েছিলো? কোনো দলের হয়ে, কয়টা টাকার জন্য, কোনো একটা স্বার্থ হাসিলের জন্য কিংবা এমনিই।

বাড়ি ফিরছিলো ওরা। যেমন করে মাঝে মাঝেই ট্রেনে করে বাড়ি ফিরি আমরা সবাই। ব্যাগ ভর্তি কাপড় চোপড়, বুকের ওপর প্রিয় বাচ্চাটা, পাশের সিটে জীবনসঙ্গী। বাসা থেকে মা ফোন দিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলো, "কদ্দূর আসছো?", ওরা উত্তর দিয়েছিলো, "এইতো কমলাপুর, একটু পরেই ট্রেন থেকে নামবো। ভাত খাবো এসে।"

মা ভাত নিয়ে অপেক্ষা করে আছে। ওরা পুড়ে কয়লা হয়ে গেছে।

ট্রেনের জানালা দিয়ে যে মানুষটার পোড়া মৃতদেহটা ঝুলে আছে, ওটাই বাংলাদেশ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ ছিলো। মাঝে মাঝে ভুলে যাই। মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া হয়।

আমরা আবার ভুলে যাবো, কাল বা পরশু নতুন ইস্যু এলেই ভুলে যাবো। শুধু ভুলতে পারবে না সেই মানুষটা, যে ভাত নিয়ে বসে রইলো, কিন্তু সেই ভাত খাওয়ার মানুষটা ট্রেনের জানালায় পোড়া লাশ হয়ে ঝুলে রইলো।"

-এখানে আমাদের গৌরবময় বাবরি মসজিদ ছিল।যা আমরা রক্ষা করতে পারি নি।😥যার ফল স্বরূপ এখন এটা রাম মন্দির।😭 আবার এই জায়গায়'ই মসজ...
19/12/2023

-এখানে আমাদের গৌরবময় বাবরি মসজিদ ছিল।
যা আমরা রক্ষা করতে পারি নি।😥
যার ফল স্বরূপ এখন এটা রাম মন্দির।😭

আবার এই জায়গায়'ই মসজিদ হবে- ইনশাআল্লাহ

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."এরা বিকেলে মাঠ ছেড়ে পড়...
31/10/2023

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল । আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical !! 👏

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার । সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো । জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে । কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল । কোথাও মা-দ-ক এবং কি-শো-র গ্যাং তৈরী হলো ।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন !' 🙂

30/10/2023

ইরান শুধু হুশিয়ারি দিয়েই যাচ্ছে,আর এরদোয়ান কঠিন কঠিন বক্তব্য দিয়ে রক্ত গরম করে চলেছে।অপরদিকে সৌদি আরব চুপচাপ নর্তকী নাচিয়ে মজা করছে,দুবাই খাঁচার ভিতরে মানুষ ঢুকিয়ে মারামারি দেখে আনন্দ করছে,ছিটি মারছে।

যখন গা!যায় হাজারো শি'শু,হাজারো মা-বোন গ-ণ"হ*ত্যার শিকার হচ্ছে,ঠিক তখন মুসলিম শাসকদের অবস্থান এমনই।

09/10/2023

বাংলাদেশ পৃথিবীর একমাত্র রাষ্ট্র, যে শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে সব রকম প্রত্যক্ষ ও পরোক্ষ বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। বাংলাদেশের পাসপোর্টে লেখা—"এই পাসপোর্ট দিয়ে ইসরায়েল ছাড়া সব দেশ ভ্রমণ করা যাবে।" বর্তমানে বাক্যটি মনসূখ হলেও তার হুকুম বহাল আছে। অর্থাৎ ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়, তাতে ঢোকার চেষ্টা দণ্ডনীয়। বছর কয়েক আগে সালেহ চৌধুরী নামে এক সাংবাদিক ইসরায়েলে ঢোকার চেষ্টার দায়ে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।

অবাক ব্যাপার এই যে, মুক্তিযুদ্ধের সময় ইসরায়েল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্পষ্ট ও জোরালো সমর্থন ঘোষণা করেছিল। এমনকি দেশটি ছিল বাংলাদেশকে স্বীকৃতিদাতা প্রথম দেশ। যুদ্ধ শুরুর ৩৩ দিনের মাথায়, ২৮শে এপ্রিল ১৯৭১-এ, ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতির প্রস্তাব দেয়। কিন্তু পূর্ববাংলার তখনকার অস্থায়ী সরকার তা প্রত্যাখ্যান করে। স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ৪ঠা ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার তৎক্ষণাৎ লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করে। আজও বাংলাদেশ আগের মতোই সমান ইসরায়েলবিরোধী।

বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও সমাজতান্ত্রিক দলগুলোর মধ্যে চিন্তার কোনো মিল নেই। কিন্তু এই একটি বিষয়ে অর্থাৎ ইসরায়েলবিরোধিতায় কারো দ্বিমত নেই।

Address

Fulbaria

Telephone

+96879221897

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়াহ - Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দাওয়াহ - Dawah:

Share

Category