Shati

Shati Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shati, Digital creator, Fulbaria.
(5)

কোন এক সৈাদিয়ানের সাথে  সেল্পি বন্দী।
01/07/2025

কোন এক সৈাদিয়ানের সাথে সেল্পি বন্দী।

Taif.original photo.click by saudi.
01/07/2025

Taif.
original photo.
click by saudi.

01/07/2025

সৈাদিআরবে মানুষের সাথে নিজ দেশের মানুষেরা প্রতারনা করে বেশি।

01/07/2025

সৌদিআরবে আসার প্রথম দিন মহান আল্লাহ কাবা ঘর তাওয়াফ করার সুযোগ করে দিছিল।
শুকরিয়া মাওলা।

দেশে থাকতে পুকুর পাড়ের সৃতি।
01/07/2025

দেশে থাকতে পুকুর পাড়ের সৃতি।

মুরাদনগরের ঘটনা: সত্য, প্রচার ও অপপ্রচারের ব্যবচ্ছেদমুরাদনগরে যা ঘটেছে আর যা রটেছে, তার মধ্যে বিস্তর ফারাক।সম্প্রতি ফেসব...
29/06/2025

মুরাদনগরের ঘটনা: সত্য, প্রচার ও অপপ্রচারের ব্যবচ্ছেদ

মুরাদনগরে যা ঘটেছে আর যা রটেছে, তার মধ্যে বিস্তর ফারাক।

সম্প্রতি ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে, মুরাদনগরে বিএনপির এক কর্মী ২৫ বছর বয়সী এক সংখ্যালঘু নারীকে ধর্ষণ করেছে। "বিএনপি কর্মী" এই ট্যাগলাইন দেখামাত্রই লাখ লাখ শেয়ার—ঘটনার প্রকৃত সত্য যাচাই করার আগেই তা ভাইরাল। তবে প্রশ্ন হচ্ছে, যদি অভিযুক্তের নামের পাশে “বিএনপি” না থাকত—তাহলে কি ঘটনাটি ভাইরাল হতো? নাকি মেয়েটির কপাল খারাপই থাকত?

🔍 কী প্রচার হয়েছে?

ঘটনার প্রচারে বলা হচ্ছে—পূজার সময় পরিবারের অন্যরা মণ্ডপে ব্যস্ত থাকাকালীন, বিএনপির এক কর্মী জোর করে একটি সংখ্যালঘু নারীর ঘরে ঢুকে ধর্ষণ করে। চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে গণপিটুনি দেয়। এরপর নারী ধর্ষণের মামলা করেন এবং পুলিশ অভিযুক্তকে খুঁজছে।

🧩 কিন্তু আসলে কী ঘটেছে?

স্থানীয় বহু সূত্র জানাচ্ছে, কথিত “ধর্ষক” ও “ভুক্তভোগী” দুজনেই দীর্ঘদিন পরকীয়ায় জড়িত ছিলেন। পূজার সময় সুযোগ বুঝে ....................... হয়, যা পরে পরিবারের হাতে ধরা পড়ে। উভয়কেই মারধর করা হয় এবং ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়। পরদিন, পরিবারের চাপ এবং স্বামীর হুমকিতে নারীকে ধর্ষণ মামলা করতে বাধ্য করা হয়—যেখানে পূর্বে শারীরিক সম্পর্ক থাকায় “ধর্ষণের আলামত” তৈরি করতেও খুব একটা সমস্যা হয়নি।

🏷️ রাজনীতির গন্ধ—বাস্তবে কার পরিচয় কী?

প্রচার হয়েছে অভিযুক্ত ফজর আলী একজন বিএনপি কর্মী। কিন্তু স্থানীয় অন্তত ৫০ জনের সাক্ষ্য বলছে, তিনি বরং আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং ১১নং রামচন্দ্রপুর আওয়ামী লীগ নেতাদের দেহরক্ষী হিসেবেও পরিচিত।

📰 অপপ্রচার কীভাবে ছড়ালো?

ঘটনার পরপরই ‘মুরাদনগর লাইভ টিভি’ নামক একটি ফেসবুক পেজ—যার সাথে সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের মিডিয়া উইংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে—সেখানে ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে তুলে ধরে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়। এরপর সংগঠিতভাবে বট বাহিনী তা ভাইরাল করে তোলে।

🤥 বট না হয় বটই, কিন্তু “মানুষরূপী প্রভাবশালীরা”?

যেখানে একজন ব্যক্তি, যাকে অনেকে ‘পীর’ হিসেবে মানে, তিনিও কোনো প্রমাণ ছাড়াই এই অপপ্রচার নিজের টাইমলাইনে ছড়িয়ে দেন—সেটা শুধু দুঃখজনকই নয়, ভয়ঙ্করও।

🧠 অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যত আরও অন্ধকার

এক সময় আওয়ামিলীগ সরকারের আমলে যেকোনো ঘটনায় দোষ চাপানো হতো বিএনপির উপর। যারা তখন এসব অপপ্রচারে হাত লাগাত, তারাই আজ বিএনপির গন্ধ শুঁকে বেড়ায়—সুবিধামতো কখনো লীগের ছত্রছায়ায়, কখনো বিরোধিতার মুখোশে।

আর সবশেষে, সহজ-সরল জনগণ এইসব নাটকীয়তা বিশ্বাস করে প্রতারিত হয়, ব্যবহৃত হয়, এবং সত্য চাপা পড়ে যায় জোরালো অপপ্রচারের নিচে।

29/06/2025


🙏

প্রবাসী।
27/06/2025

প্রবাসী।

05/05/2025

প্রবাসী শ্রমিকদের নাগরিক অধিকার নিশ্চিত করার অন্যতম ধাপ হলো তাদের ভোটাধিকার নিশ্চিত করা। আগামী নির্বাচনেই প্রবাসী শ্রমিকদের ভোটাধিকারের স্বীকৃতি চাই।

আজ তায়েফ শহরে গেছিলা।
04/04/2025

আজ তায়েফ শহরে গেছিলা।

দিন শেষে আমরা প্রবাসীরা পরিবারের হিসাবের কোন সদস্য না।ঐ যে বলে না টাকার মেশিন ঐটাই।
01/04/2025

দিন শেষে আমরা প্রবাসীরা পরিবারের হিসাবের কোন সদস্য না।
ঐ যে বলে না টাকার মেশিন ঐটাই।

এইযে নির্জন স্থানটি দেখতে পাচ্ছেন এটা আমার বাবার কবর।গত ১১ বছর যাবৎ বাবা এ কবরস্থানে শুয়ে আছেন।আমাদের ৪ ভাই তিন বোন কে ...
31/03/2025

এইযে নির্জন স্থানটি দেখতে পাচ্ছেন এটা আমার বাবার কবর।
গত ১১ বছর যাবৎ বাবা এ কবরস্থানে শুয়ে আছেন।

আমাদের ৪ ভাই তিন বোন কে উত্তরাধিকারী হিসেবে রেখে গেছেন।
আমি খুব নরমাল পরিবারের সন্তান,নিম্ন মধ্যবিত্ত পরিবার,আমাদের ভাই বোনেরা সবাই পড়ালেখা জানি আমরা,যদিও আমি উচ্চশিক্ষিত,বাকি ভাই বোনেরা
একটু আধটু কম শিক্ষিত।
তখন ২০১৪ সাল সবে মাত্র শুরু, এর অনেক বছর আগের বাবার ভুকে পালিত গরু সন্ধায় গড়ায় বাধতে গিয়ে গরুর শিং নাড়া দিলে বাবার ভুকে লাগে ও তা মারাত্নক ভবে জখম হয়,ও পরীক্ষায় ধরা পড়ে দুইতিনটা হাড় ভেঙ্গে গেছে ভুকের ,সে সময় অনেক টাকার ঔষদ খাওয়ানো হয়,তাতে তা কমে থাকে।

২০১৩ সাালের শেষের দিকে বাবার এ ব্যথাটি মারাত্নক আকার ধারন করে ও তা বাবাকে মৃত্যর দিকে নিযে যায়,সে সময় অনেক ডাক্তার দেখানো হয় সাধ্যমত।
বেশি পরিমান বেড়ে যাওয়ায় ডাক্তার আমাদের দুই ভাইকে বলে দেয় এটার চিকিৎসা করলেও আর কাজ হবে না।
সেদিন আমরা দুইভাই খুব ভেঙ্গে পড়ি এটা ছিল বাবার মৃত্যুর আগের দিন।
বাবার ভেতরে বহু সমস্যা দেখা দেয়, বাবার শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ডাক্তারের কাছে নিচ্ছি সাথে জড়িয়ে ধরে আমরা দুইভাই বাবাকে এখান থেকে ঐ খানে ডাক্তারের কাছে কথা একটাই আর কাজ হবে হবে না।
শেষমেষ বিবাড়ীয়া মাধবপুর হবিগন্জ ঢাকায় কিছু হাসপাতাল বাদে এবার ঠিক করি ওসমানি হাসপাতালে নিব।
যা ভাবছি তাই কাজ পরেরদিন বাবাকে ওসমানিতে নেওয়া হল ডাক্তার পরিচর্যা করছে বাবার দেহ নিস্তেজ হয়ে আসছে সবাই বুঝতে বাকি রইল না আর।
এর কতক্ষণ পর বাবা মৃত্যু বরন করেন,৩১.১,২০১৪।
মা ভাই সহ সবাই বিরাট কান্নায় ভেঙ্গে পড়ে।
খবরটি বাড়িতে পৌছাল বড় ভাই এ খবরে সবাই বিরাট ভাবে আমরা ভেঙ্গে পড়ি, বাবার লাঁশ বাড়িতে আসলে সেদিন পাড়াপ্রতিবেশিরা সহ আত্নীয়রা সবাই শোঁকে শোকাহত হয়।
বাবাকে দেখে সেদিন সন্ধায় বাবাকে জানাযা পড়ে সমাহিত করা হয় এ নির্জন স্থানটিতে।

বাবার অসুস্থ হয়ে শুযে থাকলেও আমাদের একটা শক্তি কাজ করত বাবা আছে, গত ১৪ টি বছরে এ পরিবারটি কতভাবে যে ছত্র ভঙ্গ হয়ে গেছে তা বলে বোঝাতে পারব না।
কর্মের তাগিদে বাড়ির বাইরে গত ১০ টি বছর দেশে ৮ সাড়ে আট বছর আর প্রবাসে গত দেড় বছর পরিবারের
বাহিরে।
আজ মনে হয় বাবা বেছে থাকলে হয়ত্ব এমনটা হত না।

আজ বাবা নেই বাবার শুন্যতাটা কোনভাবেই পুরন করতে পারছি না,অথচ কত বাবাকে তার সন্তানরা কতভাবে হস্ত নস্ত করে প্রতিদিন তা অনলাইনে আসলেই দেখি।
আল্লাহ আমরা বাবা কে যে মাফ করে দেন সবাই দোয়া করবেন।
আর বাবা মা বেছে থাকলে তাদের খোজ খবর নিন তাদের সাথে মিলে মিশে চলুন, রহমত বরকত সব পাবেন মনেও প্রশান্তি পাবেন।।
বাবা মা কি জিনিস বুঝতে পারবেন সেদিন যেদিন বাবা মা থাকবে না।।

সবাই বাবা মা ভাই বোন ও নিজেকে ভালবাসুন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share