Miah Abdul Hannan

Miah Abdul Hannan Senior Staff Reporter at Daily Asia Bani

12/08/2025
শোক সংবাদ-----------------------বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ ওয়াজ উদ্দিন ইন্তেকাল করেছেন মিয়া আবদুল হান্নান  : -...
12/08/2025

শোক সংবাদ
-----------------------
বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ ওয়াজ উদ্দিন ইন্তেকাল করেছেন
মিয়া আবদুল হান্নান :
---------------------------- রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের চর রুহিতপুর গ্রামের মরহুম সাদেক আলী মাদবরের পুত্র হাজী মোঃ ওয়াজ উদ্দিন দীর্ঘদিন অসুস্থ্য থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে একটু সুস্থ্যবোধ করছেন। কয়েকদিন যাবৎ হটাৎ তিনি খাবার খাওয়া বন্ধ করে দেয়। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুর ২ টার সময়, ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বাদ মাগরিব ওয়াক্ত নামাজ আদায় শেষে সোয়া ৭ টার সময় মুগারচর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যু কালে ৩ পুত্র, ২ কন্যা, নাতি নাতনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন। আগামী শুক্রবার জুমআ নামাজ শেষে ১৫ আগস্ট মরহুম হাজী মোঃ ওয়াজ উদ্দিনের প্রতিষ্ঠিত চর রুহিতপুর জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়ার মাহফিলে তার পিতার বন্ধু- বান্ধব ও আত্মীয় স্বজনদের শরীক হওয়ার জন্য আহবান জানিয়েছেন মরহুমের প্রবাসী পুত্র মোঃ তাজুল ইসলাম। হাজী মোঃ ওয়াজ উদ্দিন জীবন দশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রুহিতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সমাজ সেবামূলক কার্যক্রমে জড়িত ছিলেন।
শোক বাণী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা, কেরানীগঞ্জ ( ঢাকা-৩ আসন থেকে চার বারের জনগনের বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য, তিন বারের মন্ত্রী আলহাজ আমান উল্লাহ আমান, মনির হোসেন মিনু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজন প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রুহিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ মুঃ তোফাজ্জল হোসেন ভূঁইয়া ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রুহিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক মিয়া আবদুল হান্নান হাজী মোঃ ওয়াজ উদ্দিনের মৃত্যুতে শোকাভিভূত ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টামিয়া আবদুল হান্নান  :...
12/08/2025

সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়
তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিয়া আবদুল হান্নান :
-------------------------------- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন নির্বাচনে যেসব দলগুলো অংশগ্রহণ করবে তাদের সব ধরনের সহযোগিতা ছাড়া এবং সর্বোপরি জনগণের সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করা একটু কষ্টকর হবে। গত তিনটি নির্বাচনে যারা ভোট দিতে পারেনি তাদের জন্য এবার নির্বাচনে আলাদা বুথ করা হবে।
ছেলেদের জন্য আলাদা করা হবে, মেয়েদের জন্য আলাদা করা হবে। তরুণদের জন্য আলাদা করা হবে এবং বৃদ্ধদের জন্য আলাদা বুথ করা হবে। মোটামুটি প্রতিটি ভোট কেন্দ্রে চারটি করে বুথ করা হবে।
তিনি আজ সকালে কেরানীগঞ্জের সংসদীয় ঢাকা- ৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন কালে একথা বলেন। লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আরো বলেন,এবারে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে আশি হাজার সেনাবাহিনীসহ বিজিবি, নৌবাহিনী, র‍্যাব ও আনসার বাহিনী ।
তাদের সাথে থাকবে বডি ক্যামেরা। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে সারা দেশে চলছে পুলিশ বাহিনীর লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম। আমারা ইতিমধ্যে অবৈধ উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছি। এর আগে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার, র‍্যাব-১০ কার্যালয় পরিদর্শন করেন।২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থতি অনেকটাই উন্নত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওই সময়ে থানা খালি ছিল। অন্যান্য বাহিনী তেমন সক্রিয় ছিল না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেভাবে রয়েছে, আমার মনে হয় নির্বাচন করতে তেমন অসুবিধা হবে না।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম অনেক আগে থেকেই শুরু করেছি। আমার দায়িত্ব হলো ভোটকেন্দ্র দেখা না, ভোটের প্রস্তুতি গ্রহণ করা। বাইরে থেকে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া। এসব কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে। অনেক জায়গায় দুই উপজেলা মিলে একটি আসন। আর শুধু কেরানীগঞ্জ উপজেলায় ঢাকা-২ ‍ও ঢাকা-৩–এর দুটি সংসদীয় আসন রয়েছে। এক উপজেলায় দুই আসন দেশের আর কোথাও নেই।’
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণেরও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, এবার ভোটটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে হয়, সে জন্য সব ধরনের চেষ্টা থাকবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন। এবার প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য আগের দুজন আনসারের সঙ্গে বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে।
সারা দেশে ভুয়া মামলা ও মামলা–বাণিজ্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। কোনো নিরীহ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অর্থের লোভে কাউকে ফাঁসানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে জনগণের সহযোগিতা প্রয়োজন।’
সারা দেশে অবৈধ অস্ত্রের মজুদ থাকায় নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার, তা আমরা নেব। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছি। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা পুরস্কারের ঘোষণাও দিয়েছি।’
স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্র পরিদর্শনের আগে র‌্যাব-১০–এর সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। পরে তিনি কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া , কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সরকারি কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ আল মামুন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ লাট মিয়া ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুর রাজ্জাক প্রমুখ।

https://dailyasiabani.com/details.php?id=58548ইসলাম।জুমার দিন আগে আগে মসজিদে গেলে যে প্রতিদান পাবেন  তারিখ : 08-08-2025 ...
08/08/2025

https://dailyasiabani.com/details.php?id=58548ইসলাম।
জুমার দিন আগে আগে মসজিদে গেলে যে প্রতিদান পাবেন
তারিখ : 08-08-2025
মিয়া আবদুল হান্নান :
----------------------------- ফরজ নামাজ জামাতে আদায় করার জন্য জামাত শুরু হওয়ার আগে যত আগেভাগে সম্ভব মসজিদে উপস্থিত হওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। নবিজি (সা.) এ ফজিলত লাভের চেষ্টা করতে উৎসাহ দিয়েছেন।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মানুষ যদি আজান ও প্রথম কাতারের সাওয়াবের কথা জানতো এবং লটারি ছাড়া তা লাভের কোন উপায় না থাকতো তবে তারা এর জন্য লটারি করতো। যদি নামাজে দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানতো, তবে তারা এর জন্য প্রতিযোগিতা করতো। ইশা ও ফজরের সওয়াব যদি তারা জানতো, তবে তারা এ দুই নামাজের জন্য হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

মসজিদে আগে উপস্থিত হলে প্রথম কাতারে বসা, জামাতে প্রথম থেকেই শরিক থাকা, নফল আদায় করা যায়, কুরআন তেলাওয়াত করাসহ অনেক আমল ও সওয়াবের কাজের সুযোগও পাওয়া যায়। এ ছাড়া মুমিন ব্যক্তি যতোক্ষণ নামাজের অপেক্ষায় বসে থাকে, তা নামাজের ভেতরে থাকাই গণ্য হয় এবং সওয়াব লেখা হতে থাকে। তাই মসজিদে নামাজের জন্য আগেভাগে উপস্থিত হওয়ার চেষ্টা সবারই করা উচিত।

তবে কেউ যদি জামাত শুরু হওয়ার আগে মসজিদে উপস্থিত হতে না পারে, সে মসজিদে পৌঁছার আগেই নামাজ শুরু হয়ে যায়, তাহলে রাকাত ধরার জন্য তাড়াহুড়ো করা, ছুটতে ছুটতে মসজিদের দিকে যাওয়া ঠিক নয়। নবিজি (সা.) এ রকম তাড়াহুড়ো, ছোটাছুটি করতে নিষেধ করেছেন।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, জামাত শুরু হয়ে গেলে আপনারা তাড়াহুড়া করে আসবেন না। বরং স্বাভাবিকভাবে হেঁটে আসুন, শান্ত থাকুন। স্বাভাবিকভাবে এসে যত রাকাত পাবেন তা পড়ে নেবেন আর যা ছুটে যাবে তা পূর্ণ করে নেবেন। (সহিহ বুখারি)

প্রখ্যাত তাবেঈ হাসান বসরি (রহ.) থেকে বর্ণিত রয়েছে, একদিন হজরত আবু বকরা (রা.) মসজিদে এসে আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রুকুতে পেলেন। রুকু ধরার জন্য তিনি কাতারে না পৌঁছেই রুকু করলেন, তারপর আগে বেড়ে কাতারে শামিল হলেন। নবিজি (সা.) নামাজ শেষ করে বললেন, আপনাদের মধ্যে কে কাতারে পৌঁছার আগেই রুকু করেছেন এবং পরে আগে বেড়ে কাতারে শামিল হয়েছেন? আবু বকরা (রা.) বললেন, আমি। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আল্লাহ আপনার আগ্রহ আরও বাড়িয়ে দিন। তবে সামনে থেকে এ রকম আর করবেন না। (সুনানে আবু দাউদ)

তাই নামাজের জামাত ‍শুরু হওয়ার আগেই যেন মসজিদে উপস্থিত হওয়া যায়, সেই চেষ্টা থাকা সবার উচিত। কিন্তু কোনো কারণে সেটা যদি সম্ভব না হয়, তাহলে শেষ মূহূর্তে জামাত বা রাকাত ধরার জন্য ছোটাছুটি করা, তাড়াহুড়ো করা ঠিক নয়। স্বাভাবিকভাবে এসে যত রাকাত পাবেন তা পড়ে নেবেন আর যা ছুটে যাবে তা পূর্ণ করে নেবেন।

মিয়া আবদুল হান্নান : ফরজ নামাজ জামাতে আদায় করার জন্য জামাত শুরু হওয়ার আগে যত আগেভাগে সম্ভব মসজিদে উপস্থিত হওয়া অত্...

https://dailyasiabani.com/details.php?id=58537
08/08/2025

https://dailyasiabani.com/details.php?id=58537

মিয়া আবদুল হান্নান : আমার স্নেহাস্পদ ভাতিজা, শ্রদ্ধেয় বড়ভাই – বীর মুক্তিযোদ্ধা, নবাবগঞ্জ উপজেলার কৃতিসঙ্ম্তান সন...

https://dailyasiabani.com/details.php?id=58513রাজনীতি।শহীদ জেহাদের রক্ত বৃথা যেতে পারে না কখনও বৃথা যায় না শহীদরা কখনও প...
06/08/2025

https://dailyasiabani.com/details.php?id=58513রাজনীতি।

শহীদ জেহাদের রক্ত বৃথা যেতে পারে না কখনও বৃথা যায় না শহীদরা কখনও পরাজিত হয় না : আমান উল্লাহ আমান
তারিখ : 05-08-2025
মিয়া আবদুল হান্নান :
----------------------------- তারেক রহমানের উপর হামলার সেই ছবিগুলো ওই ছাত্র সমাবেশে ছাত্র-জনতার সামনে তুলে ধরা হলো। এ ছবিগুলো দেখার সঙ্গে সঙ্গে ছাত্র সমাজের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ সমাবেশ থেকে ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়ে জাতীয় পার্টির অফিস আল্লাওয়ালা বিল্ডিং ঘেরাও করলো। সেই ভবন থেকে আমাদের মিছিলে গুলি চালানো হয়েছিল। সেখানে বেশ কয়েকজন শহীদ হলেন। সেখানে ছাত্র-জনতারই বিজয় হয়েছিল। কোনো বাধাই ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে পারেনি।

অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের আন্দোলনে শরিক হয়েছিলেন। আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুতপূর্ণ ভূমিকা ছিল সে আন্দোলনের বিজয়ের লক্ষ্যে পৌঁছাতে। সেখান থেকে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়লো। সেই সঙ্গে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন আরো বেগবান হলো। এর পরবর্তীতে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সর্বদলীয় ছাত্র ঐক্যের জরুরি বৈঠক শুরু হয়। তার মধ্যে তৎকালীন বি.এম.এ-এর সভাপতি প্রফেসর ডা. মাজেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফয়েজ আহম্মেদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক চৌধুরী, সাংবাদিক নেতা আতাউস সামাদ, গিয়াস কামাল চৌধুরী, শওকত মাহমুদ ও আমান উল্লাহ আমানসহ অন্য পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় ডাকসুসহ সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ যে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেছে, তার প্রতি পেশাজীবী নেতৃবৃন্দ সমর্থন দেবেন এবং তার পরই সব পেশাজীবী সংগঠন সমর্থন দিয়ে রাস্তায় নামলেন। তখনই স্বৈরাচার এরশাদ সরকারের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অংশ হাত মিলিয়ে ব্যক্তিস্বার্থে ডাকসু এবং ছাত্রদলের নেতৃবৃন্দকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে। তার পরদিন ২৭নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি চত্বরে তৎকালীন বি.এম.-এর যুগ্ম সম্পাদক ডা. মিলনকে গুলি করে হত্যা করা হয়। ছাত্র সমাজের ব্যাপক আন্দোলন শুরু হয়। তখন স্বৈরাচারের সাথে বিপথগামী ছাত্রদলের একটি অংশের দফারফা চলছিল। অপরদিকে ছাত্র সমাজের নেতৃত্বদানকারী ডাকসু এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ছাত্রদলের আন্দোলন ব্যাপকভাবেচলেছিল। বিপথগামীদের সাথে আমাদের ব্যাপক সংঘর্ষ হয়। ছাত্রদের প্রতিরোধের মুখে স্বৈরাচার সমর্থনকারী ছাত্রদলের অংশটি ক্যাম্পাস থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আন্দোলনকারী ছাত্রদের বিজয় অর্জিত হয়। ১৯৮৩ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়
জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ছাত্র সমাজ সেদিন সম্মানের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটানো এবং গণতন্ত্র পুনরুদ্ধার জন্য বটতলায় ঐতিহাসিক বক্তব্য দেন।
পরের দিন সেই কর্মসূচিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেন। এক পর্যায়ে সেই সমাবেশ থেকে ছাত্র-জনতা সচিবালয়ের উত্তর পাশের গেট ভেঙে ফেলে।
সেই থেকে শুরু স্বৈরাচার হটানোর আন্দোলনের দাবানল, যার নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপর ১৫ দল, সাত দল, ১৫ দলের নেতৃত্ব দিয়েছেন তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। চূড়ান্ত রূপ ধারণ করে। এরই মধ্যে অনেকে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন- তার মধ্যে ছাত্র মনির, কাজলসহ অনেকেই সেদিন জীবন দিয়েছিলেন। এক পর্যায়ে ১৯৮৬ সালে নির্বাচন ঘোষণা করার সঙ্গে সঙ্গে দেশি-বিদেশি সাংবাদিকরা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে প্রশ্ন করলেন, আপনারা এই স্বৈরশাসকের দেওয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? একটা পর্যায়ে আমরা দেখলাম চট্টগ্রাম লালদীঘির ময়দান থেকে শেখ হাসিনা বক্তব্য দিলেন, যারা এরশাদের সঙ্গে নির্বাচনে যাবে, তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। এর মাত্র ২৪ ঘণ্টা পরে চাকায় এসে এরশাদের সঙ্গে হাত মিলিয়ে তিনি নির্বাচনে চলে গেলেন, কোটি কোটি টাকার বিনিময়ে এরশাদের সঙ্গেই লংড্রাইভে এসে নির্বাচনে যাওয়ার প্রস্তাব গ্রহণ করেন। এভাবে তিনি স্বঘোষিত বেঈমান হিসেবে চিহ্নিত হন। অন্যদিকে ধানমন্ডি ২৭ নং রোডের বিএনপির অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ অন্য গণমাধ্যম প্রশ্ন করে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনে চলে গেছে।
( নব্বইর অভ্যুত্থান ও কিছু কথা ধারাবাহিক লেখা ) চলমান-(৫৪পর্ব) : এবং ৫৫ পর্বে পড়ুন জেহাদ বলেছিলো আমার রক্তের ঋণ তখনই শোধ হবে, যখন স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে-( পার্ট- ৪ )।

06/08/2025

https://dailyasiabani.com/details.php?id=58512সারাদেশ।
যুবদল প্রচার সম্পাদক সাইদুর রহমানের মরদেহ উদ্ধার
তারিখ : 05-08-2025
মিয়া আবদুল হান্নান :
----------------------------- রাজধানী ঢাকার কেরানীগঞ্জে থানাধীন রুহিতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম ধর্মশুর গ্রামের সাইদুর ইসলাম স্বপন (২৫) ডানহাতের রগ কাটা অবস্থায় যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত সাইদুল ইসলাম কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের পশ্চিম ধর্মশুর গ্রামের এলাকার আনোয়ার হোসেনের পুত্র । পেশায় রাজমিস্ত্রি সাইদুল রুহিতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিল। আজ সোমবার ৪ আগস্ট সকাল নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী আলফা গলির ভেতর থেকে সাইদুল ইসলাম স্বপনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মামা মোঃ ইব্রাহিম মিয়া জানান, আমার ভাগিনা রাজমিস্ত্রি কাজ করত। বর্তমানে বৃষ্টির কারণে কাজ না থাকায় সে দুইদিন যাবত দক্ষিণ ধর্মশুর গ্রামের দন্ত চিকিৎসক নাসির উদ্দীন অটোরিকশা ভাড়া নিয়ে চালানো শুরু করে। রোববার সকালে অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। আমরা রাতে গিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। আজ সকালে তার লাশ পাওয়া গেছে।
সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মহররম আলী জানান, হাতের রগ কাটা ছাড়া শরীরে আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে খুব সম্ভবত মৃত্যু হয়েছে। তবে সুরতহাল রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে তবে তার অটোরিকশাটি এখনো খুঁজে পাওয়া যায়নি। অটোরিকশা ছিনতাই করতে নাকি রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড হয়েছে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে,তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
নামাজে জানাজা : কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের পূর্ব ধর্মশুর বায়তুল নাজাত ( হাজী লেহাজ উদ্দিনের বাড়ী সংলগ্ন) জামে মসজিদে নামাজে জানাজা শেষে উত্তর ধর্মশুর কবরস্থানে রাত সারে ৭ টার সময় দাফন করা হয়েছে।

পালাইবে কই যাইয়া রে হাসিনা! পালাইবে কই যাইয়া।আজরাইল আসিয়া একদিন।আজরাইল আসিয়া একদিন।বান্ধিবে কসিয়া রে।জগত স্বামীর ঘরে যাই...
05/08/2025

পালাইবে কই যাইয়া রে হাসিনা!
পালাইবে কই যাইয়া।
আজরাইল আসিয়া একদিন।
আজরাইল আসিয়া একদিন।
বান্ধিবে কসিয়া রে।
জগত স্বামীর ঘরে যাইতে হবে রে।
তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে।
পালাইবে কই যাইয়া রে মানুষ।
পালাইবে কই যাইয়া।
আজরাইল আসিয়া একদিন।
আজরাইল আসিয়া একদিন।
বান্ধিবে কসিয়া রে।
জগত স্বামীর ঘরে যাইতে হবে রে।
তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে।

শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ স্বৈরশাসকের পলায়ন গণভবনে শেখ হাসিনার শেষ ২ ঘন্টামিয়া আবদুল হান্নান : -------------------...
05/08/2025

শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ স্বৈরশাসকের পলায়ন গণভবনে শেখ হাসিনার শেষ ২ ঘন্টা
মিয়া আবদুল হান্নান :
------------------------------ শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ, আমি কে, তুমি কে! রাজাকার! রাজাকার। তুই রাজাকার, তুই রাজাকার! কে বলেছে " কে বলেছে!, স্বৈরাচার, স্বৈরাচার!!
হাসিনা কিভাবে ভারতে পালিয়েছিল?
আজকের এইদিনে ৫ আগস্ট ২০২৪ তারিখে, দুপুর ২:২৫ মিনিটে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান, আগরতলা হয়ে দিল্লিতে পৌঁছান। যদিও তিনি একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা করেছিলেন, কিন্তু তা করার সুযোগ পাননি। নমরুদ পয়দা হুয়া! পালিয়ে যাওয়ার দিন শেখ হাসিনা কী করেছিলেন গণভবনে?
লিঙ্ক বাটনে ক্লিক করুন পুরো ভিডিও ফুটেজ।

Address

Dhaka
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miah Abdul Hannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share