Sumaiya Jahan Farjana

Sumaiya Jahan Farjana digital creator

13/08/2024

Welcome everyone

28/03/2023

Mobile wallpaper design

23/03/2023

⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️

১.স্লামালাইকুম ❌
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )

২.আসসালামালাইকুম ❌
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )

৩.স্লামালিকুম ❌
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )

সেলামালাইকুম ❌
•আসলা মালিকুম ❌
•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।

আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,
•অলাইকুম সালাম ❌
••অলাইকুম আস-সালাম ❌
•আলিকুম সালাম ❌
•>যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়

▪️ নাঊজুবিল্লাহি মিন জালিক!
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :

▪️সালাম এর সঠিক উচ্চারণ হলো,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَ
✅ আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়া
বারকাতুহ্।❤️

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
✅ ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।❤️

🎯🎯🧩আমরা সকলেই যেখানে ভালো রেজাল্ট আর বড়  সার্টিফিকেট নিতে ব্যাস্ত সেখানে বর্তমানের পরিস্থিতি খুবই ভয়ংকর খারাপ।কারণ যে Ce...
23/03/2023

🎯🎯🧩আমরা সকলেই যেখানে ভালো রেজাল্ট আর বড় সার্টিফিকেট নিতে ব্যাস্ত সেখানে বর্তমানের পরিস্থিতি খুবই ভয়ংকর খারাপ।
কারণ যে Certificate এর জন্য দিন রাত এত কষ্ট করে পড়াশোনা করছে যেন ভালো একটি চাকরির মিলে , অবশেষে সে Certificate পাওয়া যায় ঝাল মুড়ি খাওয়ার টোংগা হিসেব 😥
পুরিয়ে ফেলা, ছিরে ফেলার মতো অনেক নজির আছে আমার ছোট্ট জীবনে দেখা এমন করুন বাস্তবতা,
তাই আমার মনে হয় Certificate কে এত বেশি প্রাধান্য না দিয়ে তার পাশাপাশি দক্ষতা অর্জনের উপর প্রাধান্য দেন, জীবন সাফল্য মণ্ডিত হবে ইনশাআল্লাহ।
আজ আবার দক্ষতার কাছে হেড়ে গেলো Certificate ,,,,,
খুঁজে বের করা''''''🙂

আমরা মানুষ কোন এখন ও বাস্তবতা বুঝিনা?
বুঝলাম ভাইয়া একটা সময় কান্না করে কুল পাবে না।😢😢

তাই বলি সার্টিফিকেট এর পিছনে না দৌড়িয়ে ক্যারিয়ারের পিছনে দৌড়ানো ।😢😢

আপনার কতটা সার্টিফিকেট আছে এইটা একটা মেয়ের ফ্যামিলি দেখবে না আপনি কত টাকা ইনকাম করেন এটাই দেখবে ।

নিজের জীবনটাকে establish করুন 🥰❤️💚

13/03/2023

🌹🌹জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে।

13/03/2023

দোয়া কবুল হচ্ছে না??

সূরা ফাতিহা এবং সূরা বাকারাহ'র শেষ দুইটি আয়াত পড়ে দোয়া করুন, আল্লাহ তা'আলার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে।


সহীহ মুসলিম ১৭৬২

05/03/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই! ২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আগে নিজেকে জানুন  নিজেকে জানার মধ্যে দিয়ে  আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন
03/03/2023

আগে নিজেকে জানুন নিজেকে জানার মধ্যে দিয়ে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন

03/03/2023

৫ ধরনের মানুষ থেকে সাবধান থাকবেন

১ঃনাটকীয় চরিত্র

আপনার জীবনে এমন কিছু মানুষ থাকতে পারে যাদের নাটকীয়তা অনেক পছন্দ। যদি এমন কোনো ঘটনা না-ও থাকে তবু তারা নিজেরাই ঘটনা তৈরি করে নেবে! তাদের একের পর এক নাটকীয়তায় আপনিও অবাক হয়ে যাবেন। সেসবের সঙ্গে তাল মেলাতে গেলে আপনার নিজের জীবনটাই এলোমেলো হয়ে যাবে। তাই এ ধরনের মানুষ থেকে সাবধান থাকুন।

১ঃআত্মকেন্দ্রিক

এমন কিছু মানুষ আপনার জীবনে থাকতে পারে যারা পুরোপুরি আত্মকেন্দ্রিক। তাদের জীবনের বেশির ভাগ ক্ষেত্রেই শুধু নিজের জন্য চিন্তা। তারা সারাক্ষণ ‘আমি’ এবং ‘আমরা’ নিয়েই ব্যস্ত থাকে। তারা এত বেশি আত্মকেন্দ্রিক যে শুধু নিজের দিকেই দৃষ্টি আকর্ষণ করাতে চান, অন্যের দিক মোটেও ভাবেন না। এমন মানুষ থেকে সতর্ক থাকবেন।

১ঃঅসামাজিক

এমন অনেক মানুষ আছে যারা প্রচণ্ড রকম অসামাজিক। সমাজে মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয় তা তারা জানেই না। তারা সব সময় অন্যকে ছোট করে, নিয়ন্ত্রণ করে নিজেকে বড় দেখাতে চায়। কিন্তু এসব করতে গিয়ে তারা আরও বেশি নিন্দিত হয়। আপনার জীবনে এমন মানুষ থাকলে জীবনটা নষ্ট হবে সহজেই।

১ঃঅসন্তুষ্ট

এমন মানুষ রয়েছে যারা জীবনের কোনোকিছু নিয়েই সন্তুষ্ট নয়। নিজের যতকিছুই থাকুক না কেন, সারাক্ষণ অন্যেরটা দেখে মন খারাপ করাই তাদের অভ্যাস। তারা সব সময় নিরাপত্তার অভাব এবং হীনমন্যতায় ভোগে। সবকিছুতে অসন্তুষ্টি তাদের আরও বেশি বিমর্ষ করে তোলে। তারা খুশি হতে জানে না। এমন মানুষের সঙ্গে মিশলে আপনার জীবনেও তার প্রভাব পড়বে।

১ঃঅসুখী

কিছু মানুষ নিজের জীবন নিয়ে কখনোই সুখী হয় না। কিছু সমস্যা সারাক্ষণ তাদের মস্তিষ্কে দানা বেঁধে থাকে। যে কারণে তারা অন্যের ভালো সহ্য করতে পারে না। তারা এই ভালো তো এই মন্দ ব্যবহার করে। আপনার সামনে ভালো ভালো কথা বললেও পরক্ষণেই তারা আবার অন্যের কাছে আপনার নিন্দা করতে থাকে। এমন মানুষকে জীবনে জায়গা দেবেন না।

02/03/2023

চেস্টা কখনো বিফলে যায় না।।

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন....

আপনি যখন ব্যাবসা শুরু করবেন তখন দেখবেন,
প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে, তারা সবাই আপনার অপরিচিত মানুষ । কিন্তু প্রথমে

আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে।

কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে।
কেউ হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না,
আপনাকে দিয়ে কিছুই হবে না ।

আপনি যখন আপনার কোন আত্মীয়ের কাছে কোন প্রডাক্ট বিক্রি করেন, তারা এটা ভাববে আপনি কতো টাকা লাভ করলেন কিন্তু তারা এটা ভাববে না তাদের কতো টাকা সেভিংস হলো।

এমনকি তারা আপনাকে ব্যতিত অন্যত্রে পন্য কিনে ঠকতেও দ্বিধা করবে না‼️

এরপর একটা সময় আসবে, যখন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন।

হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।

দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব, কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন ।
নেই শুধু সেই অপরিচিত মানুষগুলোই। যারা আপনাকে বিশ্বাস করেছিলো।

Address

Fulbaria

Telephone

+8801732968019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Jahan Farjana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumaiya Jahan Farjana:

Share