Aesthetic Bhai

Aesthetic Bhai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aesthetic Bhai, News & Media Website, Fulbaria.

মাসে মাত্র ৫২০০ টাকা কিস্তিতে স্বপ্নের বাড়ি নির্মাণ করুননিজের একটি ঘর থাকার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু অনেকেই অর্থনৈতিক...
27/07/2025

মাসে মাত্র ৫২০০ টাকা কিস্তিতে স্বপ্নের বাড়ি নির্মাণ করুন

নিজের একটি ঘর থাকার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু অনেকেই অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এই স্বপ্ন পূরণ করতে পারেন না। তাই আপনার জন্য থাকছে একটি বিশেষ সুযোগ—মাসে মাত্র ৫২০০ টাকা কিস্তিতে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করুন, তাও একদম ঝামেলামুক্ত ও সহজ পদ্ধতিতে।

কিভাবে মাসে ৫২০০ টাকায় বাড়ি নির্মাণ সম্ভব?

বর্তমানে বিভিন্ন হাউজিং প্রকল্প, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বনামধন্য ফাইন্যান্স কোম্পানিগুলো আপনাকে দিচ্ছে সুদমুক্ত বা কম সুদের কিস্তিতে বাড়ি নির্মাণের সুযোগ। এই পরিকল্পনার অধীনে আপনি একবারে পুরো টাকাটা দিতে হবে না, বরং মাসে মাত্র ৫২০০ টাকা কিস্তিতে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধ করে বাড়ি নির্মাণ করতে পারবেন।

সম্ভাব্য প্ল্যান (উদাহরণ):

বিবরণ পরিমাণ

জমির পরিমাণ ৩-৪ শতক
বাড়ির ধরন একতলা (২-৩ বেডরুম)
মোট নির্মাণ খরচ ১৫-১৮ লাখ টাকা
প্রাথমিক ডাউনপেমেন্ট ৩-৪ লাখ টাকা
বাকি টাকা কিস্তিতে পরিশোধ ৫-৭ বছর মেয়াদে
মাসিক কিস্তি ৫২০০ টাকা (প্রায়)

সুবিধাসমূহ:

1. স্বল্প ডাউনপেমেন্টে বাড়ির মালিকানা।

2. দীর্ঘমেয়াদী কিস্তির সুবিধা।

3. সুদমুক্ত বা নামমাত্র সুদে ফাইন্যান্সিং।

4. দ্রুত ও মানসম্পন্ন নির্মাণ কাজ।

5. জমি না থাকলেও জমিসহ প্যাকেজ সুবিধা।

6. নির্মাণ কাজ শেষ হলে সরাসরি হস্তান্তর।

কারা এই সুযোগ নিতে পারবেন?

বেসরকারি চাকরিজীবী

প্রবাসী বাংলাদেশি

ক্ষুদ্র ব্যবসায়ী

যাদের সঞ্চয় কম, কিন্তু মাসিক একটি নির্দিষ্ট আয় আছে

কিস্তিতে বাড়ি নির্মাণের জন্য যা যা লাগবে:

1. ন্যূনতম ৩-৪ লাখ টাকা ডাউনপেমেন্ট।

2. জাতীয় পরিচয়পত্র ও ছবি।

3. আয়-ব্যয়ের বিবরণ।

4. জমি থাকলে দলিল, না থাকলে কোম্পানির জমির প্ল্যানের সঙ্গে চুক্তি।

5. ব্যাংক স্টেটমেন্ট (প্রয়োজনে)।

কেন কিস্তিতে বাড়ি নির্মাণ করবেন?

এককালীন মোটা অঙ্কের টাকা জমাতে না পারলেও সহজে বাড়ি বানানো সম্ভব।

বাড়িভাড়া দেওয়ার চেয়ে কিস্তিতে নিজের বাড়ি বানানো অধিক লাভজনক।

পরবর্তীতে বাড়ির মূল্য বৃদ্ধির ফলে এটি হবে একটি দারুণ বিনিয়োগ।

কিস্তিতে বাড়ি নির্মাণে সতর্কতা:

চুক্তির আগে প্রতিষ্ঠানটির বিশ্বস্ততা যাচাই করুন।

সকল কাগজপত্র যাচাই-বাছাই করে নিন।

চুক্তির শর্তাবলী স্পষ্টভাবে বুঝে নিন।

---

উপসংহার:

আপনার স্বপ্নের বাড়ি এখন আর স্বপ্ন নয়। মাসে মাত্র ৫২০০ টাকা কিস্তিতে আপনার নিজের বাড়ির মালিক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সঠিক পরিকল্পনা ও বিশ্বস্ত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আপনি অল্প খরচে নিশ্চিত করতে পারেন নিজের বাড়ি।

27/07/2025
23/07/2025

দৌড়াও, ভয় পেওনা, আমি আছি...
প্রয়াত শিক্ষিকা মাহরীন চৌধুরী।
নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্র ছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া !
হেরে গেলেন মা মাহরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহরীন ম‍্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে।
অনিয়মের দেশে মাইলস্টোন ট্র‍্যাজেডীর চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ‍্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহরীন চৌধুরী।
নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমান করে মা,বাবা,শিক্ষক- এই তিন এ কোন পার্থক‍্য রাখতে দেননি দ‍্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহরীন।
বিনম্র শ্রদ্ধা।
শোক পরিণত হউক শক্তিতে।
আকষ্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হউক জান্নাতের বাগানে।
আ‍মিন...

©Asif Akbar

18/07/2025

বাংলাদেশে থাই পাঙাশের কৃত্রিম প্রজননে সফলতা আসে ১৯৯৩ সালে।

পরে এই পাঙাশ দেশের প্রাণিজ আমিষের অন্যতম উৎসে পরিণত হয়।

কিন্তু এই জায়গা দখলে নিতে পারত দেশের নদ-নদীতে পাওয়া সুস্বাদু দেশি প্রজাতির পাঙাশ।

কেননা, দেশি পাঙাশের কৃত্রিম প্রজননও সফল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উদ্যোগটি আর আলোর মুখ দেখেনি।

কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি পাঙাশকে সাধারণের জন্য সহজলভ্য করার সম্ভাবনা তৈরি করেছিলেন সে সময়কার তরুণ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমান।

১৯৮৮ সালে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুরের নদী কেন্দ্রে যোগ দেন তিনি।

যোগদানের বছরই দেশি পাঙাশের কৃত্রিম প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন ও চাষাবাদ কৌশল প্রণয়নের দায়িত্ব পড়ে তাঁর ওপর।

দীর্ঘ ১৬ বছরের পরিশ্রমে ২০০৪ সালের জুনে দেশি পাঙাশের প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন সম্ভব হয়।

কিন্তু চার মাসের মাথায় এই পোনা পুকুর থেকে ‘রহস্যজনকভাবে’ চুরি হয়ে যায়।

এরপর এই উদ্যোগ আর সফল হয়নি।

এ জন্য কর্তৃপক্ষের অবহেলা ও গবেষণার ধারাবাহিকতা রক্ষা না করাকে দায়ী করেন খলিলুর রহমান।

অন্যদিকে, ১৯৯০ সালে থাইল্যান্ড থেকে আনা পাঙাশের পোনার কৃত্রিম প্রজননের দায়িত্বও খলিলুর রহমানকে দেওয়া হয়।

তিন বছরের মধ্যে সে কাজে সফল হন তিনি।

এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ১৯৯৩ সালে তিনি রাষ্ট্রীয় পদক পান।

(পাঙ্গাসের পুরো গল্প পড়ুন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে)

বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও এ প্লাস পেয়েছে তানিশা
14/07/2025

বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও এ প্লাস পেয়েছে তানিশা

14/07/2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
শেখ হাসিনা অন্তত ডামি-টামি করে মানুষকে বুঝানোর চেষ্টা করছে। আর এরা বলতেছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই। মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না।
তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে?
এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয়?
এরা কি জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিপক্ষের শক্তি নয়?
তাহলে আমাদের কি করতে হবে?
সহনশীলতার মাধ্যমে, পরষ্পরের প্রতি সম্মানবোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই হবে বিএনপির রাজনীতি।

রবিবার (১৩ জুলাই) বিকালে নগরীর মুরাদপুর এলজিইডি ভবনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

14/07/2025

আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১৩ জুলাই) রাতে তিনি তার ফেসবুক পোস্টে এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, এই ফরেনসিক বিশ্লেষনে দুটো বিষয় স্পস্ট হয়েছে। এক. পুলিশ আবু সাঈদকে টার্গেট করে প্রাণঘা তী অ/স্ত্র দিয়ে খু/ন করেছে।

দুই. আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে কোনো দেরি করা হয়নি, তাকে এমনভাবে গু/লি করা হয়েছিল যে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। এটা দেখে আমার আরেকটা জিনিস মনে হয়েছে। সেটি হচ্ছে আবু সাঈদ জেনে শুনেই খুন হওয়ার ঝুঁকি নিয়েই প্রতিবাদ করেছে।আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ!

13/07/2025

খুবই জরুরী ভিত্তিতে ১২০০ sqf

Brand New🥰

নতুন ফ্লাট সেল হবে

Bed room 3

Washroom 3

Belcuny 2

Drining drawing adujust..

Brand new..🖤

G8 building এর

৬য় তলায়
সামনের সাইড

এবং ২ তলায় সামনের সাইড

সামনে ৩০ ফিট রোড আছে

পাকিং আছে আলাদা কিনে নিতে হবে

ব্যাংক লোন সুবিধা দেওয়া যাবে..

দাম 63 লহ্ম টাকা একদাম

শুধু মাত্র নিতে ইচ্ছুক মানুষ তারাই যোগাযোগ করবেন

অযথা বিরক্ত করবেন না

Only real buyer knock me

contrac.. Wt.. 01736848105

11/07/2025

১৬০ টাকার অভাবে পরীক্ষায় বসতে না পারলেও কাদির মোল্লা কঠোর পরিশ্রমে গড়েছেন দেশের সেরা শিল্প প্রতিষ্ঠান ও স্কুল। মফস্বলেই সেই স্কুলে এসএসসিতে এবার ৩২০ জন ছাত্রের সবাই পেয়েছে জিপিএ ফাইভ।

দেশে সবচেয়ে আলোচিত শিক্ষা প্রতিষ্ঠানের একটি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিকে এবার ৫৫ জন ফেইল। প্রতি তিন জনের দুই জনও পায়নি জিপিএ ফাইভ। ফলাফলের এই ভাটার পরও স্কুলটি নিয়ে মিডিয়া আর সামাজিক মাধ্যমে হইচই কম নেই।

অন্যদিকে, ঢাকার বাইরে, নরসিংদীর এক মফস্বলের স্কুলে ঘটেছে ঠিক উল্টো চিত্র। সেখানে শতভাগ পাস কেবল নয়, সবাই পেয়েছে জিপিএ ফাইভ। বিজ্ঞান বিভাগে ৩১৭ আর ব্যবসায় শাখায় তিন জন, সব মিলিয়ে পরীক্ষার্থী ছিল ৩২০ জন। কারও মন খারাপ করতে পারেনি এসএসসির ফলাফল।

প্রতিষ্ঠানটির নাম নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমস। ২০০৮ সালে প্রতিষ্ঠান পর থেকেই চমকের পর চমক।
স্কুলটির পেছনের মানুষটির নাম কাদির মোল্লা। এক সময় করেছেন অনেক কিছুই। পেট চালাতে করতে হয়েছে মানুষের চোখে ছোট কাজও। কিন্তু আজ তিনি হাজারো মানুষের সহায়।

11/07/2025

আপনিও কি তাই মনে করেন? তাসনিম যারা কি হতে পারবেন ভবিষ্যতের স্বাস্থ্যমন্ত্রী হতে? আপনিও জানাতে পারেন আপনার মতামত।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aesthetic Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share