কবিতার ভুবন

কবিতার ভুবন শুধুমাত্র আয়না সমানতালে ভালোবাসে,
আমি কাঁদলাম সেও কাঁদছে—
আবার আমি হাসলে, সেও ভীষণ হাসে।

❍─রাসেল

19/07/2025

এটা কার শ্বাশুড়ি 😄

স্বীকার করছি- এই সমাজে মেয়েদের এমন অনেক কিছুর জন‍্যেই কথা শুনতে হয় যার জন‍্যে কখনই মেয়েরা দায়ী নয়!
15/07/2025

স্বীকার করছি- এই সমাজে মেয়েদের এমন অনেক কিছুর জন‍্যেই কথা শুনতে হয় যার জন‍্যে কখনই মেয়েরা দায়ী নয়!

14/07/2025

শুনছো সুহাসিনী🌻🌼

11/07/2025

সাধারণ জনগণ কতটা অসহায় এদেশে😭

সবশেষে যে তোমারে পাইলো–সে যেনো তোমারে কিন্ন্যা দেয় বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের কানের দুল। সে যেনো বুঝতে না দেয় ভালো থাকা ...
07/07/2025

সবশেষে যে তোমারে পাইলো–সে যেনো তোমারে কিন্ন্যা দেয় বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের কানের দুল। সে যেনো বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসার মাঝে থাকার পার্থক্য।

সে যেনো ফুল ভালোবাসে, সে যেনো তোমারে সামলায় ঠাণ্ডা মেজাজে, যেমন তুমুল বাতাসে কিশোর সামলায় আসমানে থাকা পাগলা ঘুড়ির নাটাই, অথবা কৃষক ধান কাটার সময় যেমন সামলায় শাহাদাত আঙুল।

সে যেনো হয় বই। বাংলা বই, লাল মলাট। তুমি যেনো তারে পড়তে পারো সহজে। মুখস্থ কইরা নিবার পারো দ্রুত, সে যেনো তোমার কাছে শুনতে চায় তোমার সবচেয়ে দুঃখের গল্পটা।

অনেকেই তো তোমারে পায় নাই–
ইরাকের বদশাহ, মন্ত্রীর চরিত্রহীন পোলা, মেম্বারের নেশাখোর চাওয়াল, স্কুলের জুনিয়র, কলেজে বিজ্ঞান বিভাগের ছেলেটা, ভার্সিটির বড় ভাই, অথবা বাসার সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা হতভাগা আমি।

সবাইরে হারাইয়া যে তোমারে সবশেষে পাইলো

সে যেনো তোমারে পাইয়া খুশি হয়,যেমন খুশি হয় কাঙ্গাল জেলে, শূন্য জালে হঠাৎ আটকাইয়া গেলে একঝাঁক ইলিশ।

—আরিফ হুসাইন

নিন্দুক চাচা—রায়হান বিন আব্দুল আজিজ
03/07/2025

নিন্দুক চাচা
—রায়হান বিন আব্দুল আজিজ

হায়রে শখের পুরুষKobita Prodhan Sana ভালোবাসার নামে এক নারী নিজের শরীর ছিঁড়ে দিলো বাঁচার উপহার— একটি কিডনি। জীবনটা দিয়েছি...
03/07/2025

হায়রে শখের পুরুষ
Kobita Prodhan Sana

ভালোবাসার নামে এক নারী নিজের শরীর ছিঁড়ে দিলো বাঁচার উপহার— একটি কিডনি। জীবনটা দিয়েছিল সে ভালোবেসে, মনে করেছিল, এই ত্যাগের মূল্য— হয়তো ভালোবাসায় ফিরবে।

কিন্তু হায়! পুরুষটা ফিরলো, কিন্তু হৃদয় নিয়ে নয়। সে ফিরলো মোহে, ফিরলো এক পরকীয়া প্রেমে, এক মিথ্যা আসক্তির নেশায়, জুয়ায়, নির্লজ্জতায়।

আর যে নারী রক্তে রঙে লিখেছিল ‘প্রেম’ শব্দটা, সেই তাকেই একদিন বের করে দিলো ঘর থেকে— কথা নয়, লাথি দিয়ে! ভালোবাসার উপহার ছিল শুধুই আঘাত!

হায়রে শখের পুরুষ— তুমি কি মানুষ নাকি ছদ্মবেশী শিকারি? নারীর ত্যাগ কি শুধু ব্যবহারের বস্তু? তুমি তো @বেঁচে আছো আজ— তার ভালোবাসায়, তবু কেন তারই চোখে রেখে গেলে অশ্রুজল?

03/07/2025
কদম ডালে ডাকছে পাখি —রাসেল
02/07/2025

কদম ডালে ডাকছে পাখি
—রাসেল

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when কবিতার ভুবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতার ভুবন:

Share

Category