Beautiful life

Beautiful life Looking forward to the beautiful life

কিছু দূরত্ব থাকে,যেগুলো শব্দহীন।কোনো ঝগড়া হয়না, অভিযোগও নয় - তবুও মানুষ হারিয়ে যায়,সম্পর্কগুলো কখনো হটাৎ করেই ফিরে চলে য...
12/06/2025

কিছু দূরত্ব থাকে,যেগুলো শব্দহীন।
কোনো ঝগড়া হয়না, অভিযোগও নয় - তবুও মানুষ হারিয়ে যায়,সম্পর্কগুলো কখনো হটাৎ করেই ফিরে চলে যায়,কখনো বা এত ধীরে যে টের পাওয়া যায় নাহ,একসময় যার সাথে ঘন্টার পর ঘন্টা কেটে যেত,আজ তার সাথে কথা বলতে গেলেও শব্দ খুঁজে পাওয়া যায় নাহ,পুরোনো চ্যাট খুললে দেখা যায়, শেষবার কথা বলার তারিখটা অনেক পেছনে পড়ে আছে।অথচ কেও ইচ্ছে করে সরে যাইনি, কেও চেয়েও ফিরতে পারিনি,
সময় বদলায়, মানুষ বদলায়,সম্পর্কও বদলে যায়.... 🤍✨

খাগড়াছড়ির ভালোবাসা ‘ফুলকলি’ খাগড়াছড়ির জন্য এক হাতি (ফুলকলির) অসামান্য অবদান। জানেন কি?- ফুলকলির মৃত্যুর কাহিনি কতটা করুণ...
10/06/2025

খাগড়াছড়ির ভালোবাসা ‘ফুলকলি’
খাগড়াছড়ির জন্য এক হাতি (ফুলকলির) অসামান্য অবদান। জানেন কি?- ফুলকলির মৃত্যুর কাহিনি কতটা করুণ।

গল্পটি ৩৩ বছর আগের। ইতিহাসটা আবেগের। গল্পটি এমন—ফুলকলি একটি হাতির নাম। ১৯৫০ সালের দিকে তার জন্ম।
১৯৬২ সালের কথা। তখন খাগড়াছড়ি ছিল একটি মহকুমা। ঘন জঙ্গলে ভরা খাগড়াছড়ির যোগাযোগব্যবস্থা ছিল বেশ নাজুক। শহর থেকে দূরের পাহাড়ি পথে যাতায়াতের সুবিধার জন্য একটি পোষা হাতি এনেছিলেন সে সময়ের মহকুমা প্রশাসক হাবিবুল ইসলাম। তিনি হাতির পিঠে চড়ে যাতায়াত করতেন। হাতিটির নাম রাখা হয় ‘ফুলকলি’।

মহকুমা প্রশাসকের একমাত্র বাহন এই ফুলকলি সবখানে পরিচিতি পেয়ে যায়। দূর গ্রামের কোথাও গেলে মানুষজন ফুলকলিকে আদর করে, পেটভরে খেতে দিত। ফুলকলিরও বিশেষ টান ছিল মানুষের প্রতি। খাগড়াছড়ির জনমানুষের সঙ্গে ফুলকলির এক আত্মিক বন্ধন গড়ে ওঠে।

১৯৮৩ সাল। খাগড়াছড়ি মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। তখনো জেলা প্রশাসকেরা ফুলকলির পিঠে চড়ে দাপ্তরিক কাজ সামলাতেন। জেলা ঘোষণার পর খাগড়াছড়িতে পরিবর্তনের হাওয়া লাগে। ধীরে ধীরে উন্নত হতে শুরু করে যোগাযোগব্যবস্থা। এলো নতুন যানবাহন। এরপর খানিকটা অবসর পায় ফুলকলি। তখন ফুলকলির কাজ ছিল রাষ্ট্রীয় দিবসগুলোতে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্যারেডে অংশ নেওয়া। ফুলকলি অভিবাদন জানাত সবাইকে।

👉সত্তর–আশির দশকে পাহাড়ি পথে কোনো যানবাহন দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে গেলে তা টেনে তোলার একমাত্র সহায় ছিল ফুলকলি। ফুলকলির প্রতিবেলার খাবার ছিল এক ছড়ি (৪০-৫০টা) পাকা কলা, ৫টি পাকা কাঁঠাল, ৫ কেজি ছোলা ও ৫ কেজি গম। এছাড়া ফুলকলির খাবার ছিল প্রতি তিন দিনে এক গাড়ি কলাগাছ।

★ফুলকলির মৃত্যুর কাহিনি বড় করুণ। একদিন পাহাড়ে ঘুরে বেড়ানোর সময় বুনো হাতিরা ফুলকলিকে তাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। ফুলকলি যায়নি। তখন সব বুনো হাতি মিলে তাকে আক্রমণ করে। ফুলকলির বাম পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। ফুলকলির চিকিৎসার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আনা হয় চিকিত্সক। সেই সময় ফুলকলির সার্বক্ষণিক দেখাশোনা করতেন ওই সময়ের কম্পাউন্ডার শশী বিন্দু চাকমা। তিনি এখন অবসরপ্রাপ্ত।

শশী বলেন, প্রায় আড়াই মাস চিকিত্সা শেষে ১৯৯০ সালের ২৭ জুলাই এক ঝুমবৃষ্টির দিনে পুনরায় আলুটিলা পাহাড়ে যায় ফুলকলি। একটা সময় বেখেয়ালে পাহাড়ের খাদে পড়ে যায়। তাতে তার মৃত্যু হয়। পরে ক্রেন দিয়ে ফুলকলিকে তুলে কবর দেওয়া হয়।

শুভ সন্ধ্যা 🌸
07/06/2025

শুভ সন্ধ্যা 🌸

✍️কেউ পরিপূর্ণ নয়,,আমি যাকে ভালোবাসি তার কাছে আমার কদর কম। ঐদিকে যার বিন্দু মাত্র সম্ভাবনা নেই আমাকে পাওয়ার যে আজও আশা ...
04/06/2025

✍️কেউ পরিপূর্ণ নয়,,আমি যাকে ভালোবাসি তার কাছে আমার কদর কম। ঐদিকে যার বিন্দু মাত্র সম্ভাবনা নেই আমাকে পাওয়ার যে আজও আশা নিয়ে আছে কোন একদিন আমি ঝড়ে গেলে সে কুড়িয়ে নেবে।আজও সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌছানোর তীব্র চেষ্টা তার একদিন আমায় পাবে বলে। আমি মুগ্ধ হই জানেন? সেই মানুষটার একতরফা ভালোবাসা দেখে🥺
শুনছিলাম কান্না করেছিলো ভীষণ শেষ আশা টুকু হারিয়ে,,এটাই নিয়ম একজন চেয়েও পায়না,কেউ না চেয়েও পেয়ে যায়।🥺💔

বিশুদ্ধ প্রার্থনাতে কাউকে তীব্র চাইবার পরও,তার সাথে এক জীবন কাটিয়ে দেওয়ার মতন সুযোগ না হওয়ার অপ্রাপ্তি নিয়ে কেউ কেউ ...
22/05/2025

বিশুদ্ধ প্রার্থনাতে কাউকে তীব্র চাইবার পরও,
তার সাথে এক জীবন কাটিয়ে দেওয়ার মতন সুযোগ
না হওয়ার অপ্রাপ্তি নিয়ে কেউ কেউ বাঁচে।
নিজের ভেতর মরে যায় গোপনে।
তবুও চাই ভালো থাকুক..…..
ইতি

মাস শেষে বাপে যখন টাকা পাঠায় 🥱
06/02/2025

মাস শেষে বাপে যখন টাকা পাঠায় 🥱

কেউ বলতে পারবে কি শাক 🥱
30/01/2025

কেউ বলতে পারবে কি শাক 🥱

✍️বয়স টা আজও বেশি হয়নি, অথচ শরীর “মন” দুটোই কত ক্লান্ত!💔😅
29/01/2025

✍️বয়স টা আজও বেশি হয়নি, অথচ শরীর “মন” দুটোই কত ক্লান্ত!💔😅

Address

Fulbaria

Telephone

+8801904177367

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beautiful life:

Share

Category