
12/06/2025
কিছু দূরত্ব থাকে,যেগুলো শব্দহীন।
কোনো ঝগড়া হয়না, অভিযোগও নয় - তবুও মানুষ হারিয়ে যায়,সম্পর্কগুলো কখনো হটাৎ করেই ফিরে চলে যায়,কখনো বা এত ধীরে যে টের পাওয়া যায় নাহ,একসময় যার সাথে ঘন্টার পর ঘন্টা কেটে যেত,আজ তার সাথে কথা বলতে গেলেও শব্দ খুঁজে পাওয়া যায় নাহ,পুরোনো চ্যাট খুললে দেখা যায়, শেষবার কথা বলার তারিখটা অনেক পেছনে পড়ে আছে।অথচ কেও ইচ্ছে করে সরে যাইনি, কেও চেয়েও ফিরতে পারিনি,
সময় বদলায়, মানুষ বদলায়,সম্পর্কও বদলে যায়.... 🤍✨