
26/06/2025
মিরপুরে চিহ্নিত অপরাধী আসলাম গাজী নেতৃত্বে ফারজানা (১৮)অপহরণ ও হত্যার অভিযোগে গ্ৰেফতার
রিপোর্ট _ ডেস্ক
২৫ জুন দিবাগত রাতে সেনাবাহিনী গ্ৰেফতার পর পল্লবী থানার সোপর্দ করে, যার মামলা নং ১৫ তাং ০৫/৬/২৫ ধারা ১৪৩ হতে ৫০৬ পেনাল কোড রুজু করা হয় !সাভার থেকে ফারজানা নামে এক নারীকে অপহরণ ও নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। নতুন কাগজ পত্রিকার বরাদ্দে জানান যায় যে গর্ভবতী নারীকে অপহরণ ও হত্যার নেপথ্যে মিরপুরের চিহ্নিত অপরাধী আসলাম গাজী থাকার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিউল আলম বলেন, ফারজানা নামের এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।
এটিএন অনলাইনে ডেস্ক এর ৫ ই জুন বৃস্পতিবার সংবাদে প্রচারের পর জানা যায় যে, আসলামের নির্দেশেই সাভার থেকে গর্ভবতী ও এক সন্তানের জননী ফরজানাকে অপহরণ করে এনে পল্লবীর বাউনিয়াবাদ এলাকার একটি বাসায় আটকে রাখা হয়। সেখানেই দু’দিন ধরে চলতে থাকে পাশবিক নির্যাতন যার পরিণতিতে ফরজানার মৃত্যু হয়।