Daily Somoy BD.com

মিরপুরে চিহ্নিত অপরাধী আসলাম গাজী নেতৃত্বে ফারজানা (১৮)অপহরণ ও হত্যার অভিযোগে গ্ৰেফতাররিপোর্ট _ ডেস্ক  ২৫ জুন দিবাগত রাত...
26/06/2025

মিরপুরে চিহ্নিত অপরাধী আসলাম গাজী নেতৃত্বে ফারজানা (১৮)অপহরণ ও হত্যার অভিযোগে গ্ৰেফতার

রিপোর্ট _ ডেস্ক

২৫ জুন দিবাগত রাতে সেনাবাহিনী গ্ৰেফতার পর পল্লবী থানার সোপর্দ করে, যার মামলা নং ১৫ তাং ০৫/৬/২৫ ধারা ১৪৩ হতে ৫০৬ পেনাল কোড রুজু করা হয় !সাভার থেকে ফারজানা নামে এক নারীকে অপহরণ ও নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। নতুন কাগজ পত্রিকার বরাদ্দে জানান যায় যে গর্ভবতী নারীকে অপহরণ ও হত্যার নেপথ্যে মিরপুরের চিহ্নিত অপরাধী আসলাম গাজী থাকার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিউল আলম বলেন, ফারজানা নামের এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।
এটিএন অনলাইনে ডেস্ক এর ৫ ই জুন বৃস্পতিবার সংবাদে প্রচারের পর জানা যায় যে, আসলামের নির্দেশেই সাভার থেকে গর্ভবতী ও এক সন্তানের জননী ফরজানাকে অপহরণ করে এনে পল্লবীর বাউনিয়াবাদ এলাকার একটি বাসায় আটকে রাখা হয়। সেখানেই দু’দিন ধরে চলতে থাকে পাশবিক নির্যাতন যার পরিণতিতে ফরজানার মৃত্যু হয়।

21/06/2025

মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি
রিপোর্ট _ সামাদুল সামাদ

রাজধানীর মিরপুরে ২০ ই জুন রোজ শুক্রবার বিকাল ৩.৫০ মিনিটে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়,,বিগত ১৬ বছরে আওয়ামী দোসরা সদস্যদের কষ্টের অর্জিত টাকা সমিতি উন্নয়নের জন্য সেই টাকা ভুয়া খাতে খরচ করে কাবিল হোসেন সরকার ও কদম আলী মাতবর প্রায় ৮০থেকে ১০০ কোটি টাকা দুর্নীতি ও অনিয়ম করেন এই আওয়ামী লীগের দোসরা এখনো বাজারের মধ্যে ১২০ টি দোকান অবৈধভাবে দখল করে আছেন এ বিষয়ে বিশেষ বক্তা বশির উদ্দিন বহু বলেন
বিস্তারিত রিপোর্ট

নরসিংদীতে ৩ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধনসাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঢাকা-চট্রগ্রাম এবং ঢাকা-সিলেট...
01/06/2025

নরসিংদীতে ৩ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
ঢাকা-চট্রগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেস ডাউন এর যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে।


রোববার (০১ জুন) সকাল সাড়ে ৯ টায় নরসিংদী রেলস্টেশনে এসব ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।


ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের পরিচালক ও লোকোমাস্টারসহ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ট্রেন যাত্রীদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করে নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নতুন যাত্রাবিরতি করা ৩টি ট্রেনসহ এই স্টেশনে যাত্রাবিরতি করা অন্ত:নগর ট্রেনের সংখ্যা দাড়িয়েছে মোট ৮ টি।


নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো: আমজাদ জুয়েল জানান, নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে আন্তঃনগর মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত গ্রহণ করে রেল মন্ত্রণালয়। নতুন করে ৩ টি ট্রেনের যাত্রাবিরতিতে হাজারো ট্রেন যাত্রীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটসহ কৃষি ও শিল্পসমৃদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে এ জেলার গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে এ জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেয়ায় জেলাবাসী উপকৃত হবেন।


অনুষ্ঠানে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরল ইসলাম, নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো: আমজাদ জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মুসলিম বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা দোকান ও ডেভলপার কাজ আজ কোনঠাসা রিপোর্ট _ সামাদুল সামাদগত১৬ বছর আওয়ামী  ফ্যাসিস্ট ...
18/05/2025

মুসলিম বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা দোকান ও ডেভলপার কাজ আজ কোনঠাসা

রিপোর্ট _ সামাদুল সামাদ

গত১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট আমলে কাবিল সরকার ও কদম আলী বাজার জমি ডেভলপার সাথে চুক্তিপত্র সম্পাদন নামে মুসলিম বাজার ব্যবসায়ীরা আজ অবহেলিত! জ্বালাময়ী বক্তব্য রাখেন মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বশির উদ্দিন বহু , সকল সাধারণ ব্যাবসায়ী সদস্যদের সাথে নিয়ে পথ চলার কথা বলেন তিনি আরো বলেন,,,,, আমরা আমার আনন্দিত যে, আজকের এই বিশেষ সাধারণ সভায় সবাই একত্রিত হতে পেরেছি। এই সভায় আপনাদের উপস্থিতি আমাদের জন্য বড় অনুপ্রেরণা সম্মানে বিষয়। আশা করি আজকের দিনটি আমাদের সকলের জন্য স্বরণীয় হয়ে থাকবে।
সভাপতির দায়িত্ব শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি বিশ্বাসের প্রতিফলন। আমি যখন এই দায়িত্ব গ্রহণ করি, অখন থেকেই বুঝেছি নেতৃত্ব মানেই সামনে দাঁড়ানো, আধার সবার সঙ্গে কাঁধে কাঁথ মিলিয়ে হাঁটা।

একটি সংগঠন সফল হয় তখনি, যখন প্রত্যেকেই নিজ নিম্ন দায়িত্ব সঠিক ভাবে পালন করে। আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ গড়ার শক্তি আমাদের তরুণদের মাঝে রয়েছে। আর পরিবর্তন আবে তখনই, যখন আমরা নিজেরা বদলাই।

আমি প্রত্যাশা করি মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আরো সফল হবে এবং দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই সমিতির সকনা সদস্য, শুভানুধ্যায়ী এবং আমাদের আর্থেক্রমে সহায়তাকারী প্রতিটি বাক্তি ও প্রতিষ্ঠানকে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা ছাড়া আজকের সভা সম্পূর্ণ করা সম্বব হবে না।

পরিশেষে আমি সবাইতে ধর্য্য সহকারে পুরো অনুষ্ঠান উপভোগ করার জন্য আহবান আনাচ্ছি। আশা করছি, আমাদের আজকের আলোচনা ও কার্যক্রম থেকে আমাদের স্বপ্নের শপিং কমপ্লেক্স নির্মাণ ও সমিতির উন্নয়নে অনেক বিষয়ে আনতে পারবো ও অনুপ্রেরণা পাবো।

আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভ কামনা জানিয়ে বক্তব্য শেষ করছি

স্ত্রী কে যৌতুকের জন্য খুন করে পলাতক স্বামী দুলা মিয়া!রিপোর্ট _ সামাদুল সামাদ রাজধানীর মিরপুরে রূপনগর থানাধীন এলাকায় গ...
16/05/2025

স্ত্রী কে যৌতুকের জন্য খুন করে পলাতক স্বামী দুলা মিয়া!

রিপোর্ট _ সামাদুল সামাদ

রাজধানীর মিরপুরে রূপনগর থানাধীন এলাকায় গত ০৮ ই মে রাত ১২.৩০ মিনিটে আসামি দুলা মিয়া ( ৩৫) যৌতুকের দাবিতে স্ত্রী বিউটি কে ইটের আঘাতে খুন করা চেষ্টা করে, এক পর্যায়ে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়লে স্বামী দুলা মিয়া তাৎক্ষণিক ঘর তালা মেরে পলায়ন করে, সারারাত কেটে গেলে আশেপাশে থাকা লোকজন ঘরের লাইট ফ্যান জ্বালানো থেকে অবাক হয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্ত্রী বিউটি কে, তাৎক্ষণিক প্রশাসনের সহায়তা নিয়ে হাসপাতালে ভর্তি করে, এমতাবস্থায় বিউটি তার নিরাপত্তা ও সুষ্ঠ বিচার দাবিতে আসামি দুলা মিয়া কে আইনে আওতায় আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন

দীর্ঘ চিকিৎসা শেষে ৪ মাস ২৮ দিন পর অর্থাৎ গত ৬  মে মঙ্গলবার দেশে ফিরছেন রিপোর্টঃ সামাদুল সামাদঃ- সকাল থেকেই রাজপথে নেমে ...
07/05/2025

দীর্ঘ চিকিৎসা শেষে ৪ মাস ২৮ দিন পর অর্থাৎ গত ৬ মে মঙ্গলবার দেশে ফিরছেন

রিপোর্টঃ সামাদুল সামাদঃ- সকাল থেকেই রাজপথে নেমে আসেন বিএনপি নেতা–কর্মীরা। বিমানবন্দরগামী সড়ক ধরে ধীরে ধীরে এগোতে থাকেন তাঁরা। একে একে ভিড় বাড়ে পথে। একটা পর্যায়ে ঢল নামে মানুষের। যেন বিমানবন্দর থেকে গুলশান হয়ে ওঠে কোনো সমাবেশস্থল। প্রায় চার মাস পর দেশে ফেরা দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভাবেই বরণ করেন দলের নেতা–কর্মীরা। রাজকীয় অভ্যর্থনা জানাতে উপস্থিত ঢাকা ১৬ আসনের বিএনপির অভিভাবক বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহিল বাকী (সাবেক পল্লবী থানার যুবদলের সভাপতি ,ঢাকা মহানগর উত্তর) শফিকুর রহমান মিন্টু(সহ-সভাপতি , পল্লবী থানা , ঢাকা মহানগর উত্তর)সালাউদ্দিন আহমেদ, ( সাবেক সহ-সভাপতি পল্লবী থানা ,ঢাকা মহানগর উত্তর) কবির হোসেন ( সহ- সভাপতি , যুবদল পল্লবী থানা) তিতাস কবির ( সহ- সভাপতি, যুবদল পল্লবী থানা)নাসির উদ্দিন নাসির (সহ-সভাপতি , যুবদল,পল্লবী থানা , ঢাকা মহানগর উত্তর) শাহ আলম (সদস্য, পল্লবী থানা) জামাল(সদস্য সাবেক যুবদলের , ঢাকা মহানগর উত্তর) আরো উপস্থিত ছিলেন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ।

01/05/2025
01/05/2025
01/05/2025
রাজধানীতে জমি বা ফ্ল্যাট বিক্রয় নিয়ে প্রতারণা বন্ধ হচ্ছে নারিপোর্ট _ সামাদুল সামাদ  রাজধানী ঢাকায় ফ্ল্যাট বা জমির দাম আক...
24/04/2025

রাজধানীতে জমি বা ফ্ল্যাট বিক্রয় নিয়ে প্রতারণা বন্ধ হচ্ছে না

রিপোর্ট _ সামাদুল সামাদ

রাজধানী ঢাকায় ফ্ল্যাট বা জমির দাম আকাশচুম্বী। সরকার নির্ধারিত মূল্যে কোথাও জমি বা ফ্লাট পাওয়া যাচ্ছেন না। ফলে মধ্যবিত্তদের এ মহানগরীতে একখন্ড জমি বা একটি ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্ন পূরণ হওয়া সম্ভব হচ্ছে না। তবে অনেকে একটু ভালো থাকার আশায় জীবনের সব কিছু দিয়ে একখন্ড জমি বা একটি ফ্ল্যাট ক্রয় করেও নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। রাজধানীতে জমি বা ফ্ল্যাট ক্রয়-বিক্রয় নিয়ে এভাবে প্রতারণা যাতে আর না হয় সে বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এমনকি প্রতারণার শিকার "শান্তনীড় " নামে ৬ তলা বাড়ির , ঠিকানা_ সেকশন ১২ ই ব্লকে ৮ নং রোডের ৯৪ নং বাড়ির অবস্থিত সকল ফ্ল্যাট বন্ধক কৃত ফেরত অর্থ ও বিক্রয় কৃত ফ্ল্যাট রেজিস্ট্রেশন এর ভুক্তভোগীরা জানান ফ্ল্যাট ক্রয় করে এখনও ফ্ল্যাট বুঝে পাননি বলে তিনি জানিয়েছেন। ফ্ল্যাট বুঝে পেতে চাইলে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে দেখানো হচ্ছে ভয় ভিতি। আরেকজন ভুক্তভোগী আমি ফ্ল্যাট ক্রয় করে সব টাকা বুঝিয়ে দেয়ার পরও ফ্ল্যাট বুঝে পাইনি। এধরনের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, এ সুযোগে গড়ে উঠছে অপরিকল্পিত ভবন ও আবাসিক এলাকা। প্রতিযোগিতার কারণে এ নগরীতে নিম্ন ও মধ্যবিত্তদের একখন্ড জমি এবং একটি ফ্লাটের মালিক হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাচ্ছে। তারমধ্যে অনেক কষ্টের টাকা দিয়ে জমি বা ফ্ল্যাট কিনে এভাবে প্রতারিত হওয়া কোনভাবেই মানা যায় না। নগর গবেষক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বাস্তব ক্রয়-বিক্রয়ের ব্যবধান আকাশ-পাতাল। এমনিতেই রাজধানীর জমি ও ফ্লাটের দাম অনেক বেশী। তারমধ্যে বাড়ির মালিক শায়লা আলতাফ শান্তা , স্বামী - অবঃ মেজর আবুল কালাম মৃধা চুক্তি ও ফ্ল্যাট কিনে প্রতারিত হয়েছেন কয়েক ফ্ল্যাট ও বন্ধক মালিক। এসব ফ্ল্যাট বুঝে পেতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করে । ভুক্তভুগীরা জানান, চুক্তির শর্ত অনুযায়ী জমির মালিকদের সম্পূর্ণ অগ্রিম টাকাও দেওয়া হয়। অভিযোগ উঠেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই আস্থাভাজন ছিলেন, । প্রশাসন, দুদক ও আইন তার হাতে মুঠোয় দাম্ভিকতা প্রকাশ করেন পেশায় তিনি একজন অবঃ মেজর হলেও ফ্ল্যাট বিক্রয় করে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। তিনি এখনো কিভাবে তার আধিপত্য বিস্তার করে আছেন? এসব অভিযোগের বিষয়ে জানার জন্য স্বামী - অবঃ মেজর আবুল কালাম মৃধা কে তার ব্যক্তিগত নাম্বারে বারবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। নগর গবেষকদের মতে, রাজধানীতে সরকারি নিয়ন্ত্রণ না থাকায় লাফিয়ে-লাফিয়ে বাড়ছে জমি বা ফ্ল্যাটের দাম। জমি বা ফ্ল্যাট কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। স্থপতি আব্দুল আউয়াল বলেন, দেশের অগণিত মানুষ চরম আবাসন সংকটে ভুগছেন। এ সংকট উত্তরনে সরকারি ভাবে শুধু বিধিমালা প্রণয়ন করলেই চলবে না। তা বাস্তবায়নে সরকারকে কঠোর অবস্থানে থাকতে হবে। বিশেষ করে যারা অনেক কষ্টের জমানো টাকা দিয়ে ফ্ল্যাট বন্ধক বা ফ্ল্যাট কিনে এভাবে প্রতারিত হচ্ছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে হবে। এছাড়া প্রতারকরা যতই প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া নিতে হবে। নাহয় এভাবে বছরের পর বছর ফ্ল্যাট বন্ধক বা ফ্ল্যাট ক্রয়-বিক্রয় নিয়ে প্রতারণা চলতেই থাকবে।

৬৪ বছরের বৃদ্ধ মা যখন ৩৮ বছরের ছেলের কাছে অসহায়!রিপোর্ট _ সামাদুল সামাদ নরসিংদী জেলার মনোহরদী থানার বাসুলীকান্দি গ্ৰামে...
12/04/2025

৬৪ বছরের বৃদ্ধ মা যখন ৩৮ বছরের ছেলের কাছে অসহায়!

রিপোর্ট _ সামাদুল সামাদ

নরসিংদী জেলার মনোহরদী থানার বাসুলীকান্দি গ্ৰামে আসিয়া বেগম রেনু ( ৬৪) নামের এক অসুস্থ মার কাছে থেকে সু কৌশল অবলম্বন করে নানার বাড়ি ৪ কাটা জমি জোর পূর্বক লিখে নেয় তার ই ছেলে প্রবাসী আরিফ ( ৩৯) ! আমিয়া বেগম রেনু কিডনি রোগের দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসা ও ওষুধ ব্যয় খুবই ব্যয়বহুল! প্রবাসী থাকা ছেলে আরিফ কে আশেপাশে থাকা গ্ৰামের গন্যমান্য ব্যক্তিবর্গ অনেক রেনু বেগম এর অসুস্থ র কথা বলার পর ও কোন কর্ণপাত করেনি!ছেলে বউ ময়না ( ৩১) রেনু বেগম এর কোন ভরণপোষণ নিতে পারবে বলে জানায়! ২০২২ সালে বাবা মৃত্যু বরণ করলে সামান্য ৪ কাটা জমির জন্য রেনু বেগম এর জীবন যাপন আরো দুর্বিষহ ও কঠিনতর হয়ে ওঠে যা কিডনি রোগীর সহ্য কর একেবারে অসম্ভব! নানার জমি মায়ের হোক নষ্ট করে আজ ছেলে আর ছেলের বউ খুব আনন্দ উপভোগ করছে ! রেনু বেগম এর ২ মেয়ে তাঁরাও নিম্ম পরিবারের বউ সুতরাং মেয়েদের পক্ষে মায়ের চিকিৎসা একবারে অসম্ভব প্রায়, সবশেষে এমতাবস্থায় কোন উপায় ও সমাধান না পেয়ে রেনু র আদরের ছোট বোন রুনা বেগম এর বাসায় আশ্রয় নেন ! প্রবাসী আরিফ মায়ের চিকিৎসা তো দূরে থাক খোঁজ নেয়ার ও সময় নেই বলে জানিয়েছেন রুমা বেগম,এ বিষয়ে অভিযুক্ত প্রবাসী আরিফ বলেন, এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার মা মিথ্যা কথা বলছে। জমি দলিল সম্পাদন হওয়ার পর তাকে টাকা দেওয়া হয়েছে। সে তার টাকা তুলে চিকিৎসার জন্য খরচ করছে। তার বিক্রির বাকি টাকা তার অ্যাকাউন্টেই আছে।

গ্ৰামের মেম্বার মোঃ সোহেল জানান, বৃদ্ধা মাকে পুলিশের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে।এ ঘটনাটি খুবই দুঃখজনক। মাকে তার সন্তান মারধর করবে এটা সভ্য সমাজে মেনে নেওয়ার মতো নয়। অভিযুক্ত সন্তানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে !

রিপোর্ট _ সামাদুল সামাদ  # নরসিংদী জেলার দুলালপুর ইউনিয়ন বাসিন্দা মোঃ নাদিম হোসেন_ বয়স ৪২ , দাদার সম্পত্তি ২৭৩ শতাংশ ৫...
03/04/2025

রিপোর্ট _ সামাদুল সামাদ
# নরসিংদী জেলার দুলালপুর ইউনিয়ন বাসিন্দা মোঃ নাদিম হোসেন_ বয়স ৪২ , দাদার সম্পত্তি ২৭৩ শতাংশ ৫ ভায়ের মধ্যে ভাগ বাটোয়ারা হয় ,১ বোনের অংশ থেকে আমি ( নাদিম) নগত অর্থে প্রদান করে ক্রয় করি , আব্দুল কুদ্দুস আমার বাবার বাড়ি র সাথেই ক্রয় করা অংশ গাছপালা রোপণ করি , আমি ঢাকা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হঠাৎ একদিন শুনি আমার ক্রয় করা অংশ এক গভীর রাতে গাছপালা কেটে জমি দখল নিয়ে নেয় মোঃ রাজু মিয়া নামধারী এক প্রতিবেশী , এমতাবস্থায় আমি ও আমার পরিবার প্রতিবাদ করতে গেলে নিজ ক্ষমতা জোর আর পেশা শক্তি প্রদর্শন করে! এক পর্যায়ে গ্ৰামে গণ্য মান ব্যক্তিবর্গ এর শরানাপন্ন হলে বিচার মানা তো দূরে থাক নিজের ইচ্ছা যে কোন ভাবেই হোক প্রতিফলিত চরিতার্থ করতে চান, এবারে গত ১ বছর অতিবাহিত হলেও আমার জমির অংশ কোন সমাধান পাইনি আমি, এমতাবস্থায় আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কিত আছি, আশা করি খুব দ্রুত আমি আমার নিজ ক্রয়কৃত সম্পত্তি ফিরে পাবো বলে আশা রাখি, দেশের প্রচলিত আইনকে সম্মান প্রদর্শন করে পরবর্তী এই ধরনের ভুক্তভোগী আর কাউকে না হতে হয় এই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব থাকা সকলের সুদৃষ্টি কামনা করছি

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Daily Somoy BD.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Somoy BD.com:

Share