Syed Uswat Imam

Syed Uswat Imam I am a seasoned entrepreneur with 16+ years of experience in internet driven Start-ups and MNC's.

BPO Summit Bangladesh"BPO Summit 2025" brings together industry leaders, innovators, and changemakers once again to shap...
24/06/2025

BPO Summit Bangladesh
"BPO Summit 2025" brings together industry leaders, innovators, and changemakers once again to shape the future of outsourcing in Bangladesh.

Congratulations Mohammad Aminul Hakim bhai and ISP United!
25/05/2025

Congratulations Mohammad Aminul Hakim bhai and ISP United!

"Where young minds meet technology, the future begins" ICT Olympiad Bangladesh - Season 2 এর ফাইনাল গালা রাউন্ডে "Indust...
25/05/2025

"Where young minds meet technology, the future begins"

ICT Olympiad Bangladesh - Season 2 এর ফাইনাল গালা রাউন্ডে "Industry Scholar" হিসেবে অংশগ্রহণের সৌভাগ্য হয়েছিল।
তরুণ প্রতিভাদের প্রযুক্তি জ্ঞানে আমি অভিভূত। এই আয়োজন বাংলাদেশের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর নেতৃত্ব গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।

আয়োজক ও অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

ইন শা আল্লাহ্‌ আজকে আমি থাকছি ICT Olympiad Bangladesh, Season-2 এর গালা রাউন্ডে, Bangladesh University of Business and T...
25/05/2025

ইন শা আল্লাহ্‌ আজকে আমি থাকছি ICT Olympiad Bangladesh, Season-2 এর গালা রাউন্ডে, Bangladesh University of Business and Technology - BUBT তে।

আগামী ২৬ জুলাই ই-ক্যাব এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত  হবে। প্রাথমিকভাবে ৩১শে মে ই-ক্যাব নির্বাচন অনুষ্ঠিত হ...
22/05/2025

আগামী ২৬ জুলাই ই-ক্যাব এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রাথমিকভাবে ৩১শে মে ই-ক্যাব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, গত ১৪মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেন অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত করার।

আমরা "Team United" আমাদের অভিজ্ঞতা ও সদস্যদরের সঙ্গে আলোচনা করে ১৫মে বানিজ্য মন্ত্রণালয়ে সর্বনিম্ন সম্ভাব্য সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য আবেদন করি। তারই ধারাবাহিকতায়, একই তফসিলের মধ্যে ২৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আজ নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন।

যারা পূর্বে ভোটদানে অংশ নিতে পারেননি, তারা এবার এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। Team United সদস্যদর স্বার্থে অটল থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও সহযোগিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।

আলহামদুলিল্লাহ ❤️
22/05/2025

আলহামদুলিল্লাহ ❤️

e-CAB কারো একার নয়—এটি আমাদের সবার। আসুন, একসঙ্গে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তুলি। ...
22/05/2025

e-CAB কারো একার নয়—এটি আমাদের সবার। আসুন, একসঙ্গে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তুলি।

আমরা পারবো ইন শা আল্লাহ🤲

আমরা ১১ জন, আপনাদের দোয়া এবং ভোট প্রত্যাশী!
22/05/2025

আমরা ১১ জন, আপনাদের দোয়া এবং ভোট প্রত্যাশী!

নতুন দিনের নেতৃত্ব দেয় তারাই, যারা স্বপ্ন দেখে শুধু নিজেদের নয়, সকলের উন্নয়নের। Team United সেই স্বপ্ন নিয়েই এগিয়ে এসেছে...
22/05/2025

নতুন দিনের নেতৃত্ব দেয় তারাই, যারা স্বপ্ন দেখে শুধু নিজেদের নয়, সকলের উন্নয়নের। Team United সেই স্বপ্ন নিয়েই এগিয়ে এসেছে – একটি উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ ই-ক্যাব গঠনের প্রত্যয়ে।
Team United মানে একতা, সাহস আর অগ্রগতির নিরবচ্ছিন্ন অভিযাত্রা। আমাদের টিম অভিজ্ঞতা, দক্ষতা, তারুণ্য, নারী নেতৃত্ব ও সুদূরপ্রসারী ভিশন নিয়ে প্রস্তুত, একটি ইতিবাচক ও টেকসই ই-কমার্স ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে।
এই নতুন দিনের অগ্রযাত্রায় আপনিও আমাদের সঙ্গী হোন।
ভোট দিন Team United-কে,
আসুন ভবিষ্যতের ই-ক্যাব গড়ি একসাথে।

22/05/2025

ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থা ই-কমার্সের সবচেয়ে বড় শক্তি।
ভবিষ্যতের e-CAB এর লক্ষ্য হবে একটি স্বচ্ছ, নিরাপদ ও দায়িত্বশীল মার্কেটপ্লেস কালচার গড়ে তোলা।
ব্যবসার জন্য ট্রাস্ট বিল্ডিং টুল, সার্টিফিকেশন ও ফেয়ার ডিসপিউট রেজোলিউশন মডেল চালু করা হবে।
ক্রেতারা যেন নিরাপদে কেনাকাটা করতে পারে, আর বিক্রেতারা পায় ন্যায্য সুযোগ—সেটাই হবে অগ্রাধিকার।
e-CAB হবে আস্থার প্রতীক, যেখানে অভিযোগের জবাব ও সমাধান দুইটাই থাকবে।
ই-কমার্সে বিশ্বাস ফিরিয়ে আনার পথ এখান থেকেই শুরু।

22/05/2025

ই-কমার্স খাতের সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
e-CAB আগামী দিনে সরকারের সঙ্গে একসাথে কাজ করে বাস্তবসম্মত নীতিনির্ধারণে আরও সক্রিয় ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ।

উদ্যোক্তাদের সমস্যা, চ্যালেঞ্জ ও বাস্তবতা সরাসরি নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হবে তথ্য ভিত্তিক উপায়ে। ভবিষ্যতের e-CAB হবে এমন একটি সংগঠন, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকবে সরাসরি সম্পৃক্ত।

নীতি শুধু কাগজে নয়—বাস্তবায়নে গতি আনাই হবে লক্ষ্য।
কারণ, নীতি সহায়ক না হলে উদ্যোগগুলো টিকে থাকে না।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Uswat Imam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share