
06/08/2025
ফেসবুক ব্যবসা সম্পর্কে কিছু ভুল ধারণাঃ
❌ভুল ধারণা ১:
“পেজ খুললেই অর্ডার আসবে”
অনেকেই মনে করেন, পেজ খুলে নাম, ছবি, মোবাইল নম্বর দিলেই ব্যবসা শুরু হয়ে যাবে। অথচ বাস্তবতা হল, পেজ খুলে ফেলে রাখলে সেটি কেবল একটা “সাইনবোর্ড” হয় - কাস্টমার তো পায়ই না, ফেসবুকও সেই পেজকে গুরুত্ব দেয় না।
✅ সঠিক ভাবনা:
পেজ খোলার পর নিয়মিত কনটেন্ট, ইনবক্সে রেসপন্স, রিভিউ ও প্রমোশন না করলে অর্ডার আসবে না।
❌ভুল ধারণা ২:
“বুস্ট মানেই বিক্রি”
বুস্টে টাকা দিলে অর্ডার আসবেই - এটা সবচেয়ে বড় মিথ। ভুল ছবি, ভুল কপি, ভুল অডিয়েন্সে বুস্ট করলে আপনি শুধু টাকা হারাবেন।
✅ সঠিক ভাবনা:
বুস্ট করতে হলে জানতে হবে -
কোন পোস্ট বুস্ট করা উচিত
কোন এলাকায়/জেন্ডারে/বয়সে টার্গেট করা উচিত
কোন সময় বুস্টে সবচেয়ে বেশি রেসপন্স আসে
❌ভুল ধারণা ৩:
“পণ্যের দাম কম দিলেই সবাই কিনবে”
অনেকে ভেবে বসেন, বাজার দামের চেয়ে ২০–৩০ টাকা কম রাখলেই মানুষ দলে দলে কিনবে। কিন্তু বাস্তবে দাম কম থাকা মানেই বিশ্বাসযোগ্যতা বাড়ে না। বরং অনেকেই সন্দেহ করে - “নকল না তো?”
✅ সঠিক ভাবনা:
দাম কম নয়, পণ্যের উপস্থাপনা ও কাস্টমার সার্ভিস গুরুত্বপূর্ণ।
❌ভুল ধারণা ৪:
“ভিউ বেশি মানেই বিক্রি বেশি”
একটা ভিডিওতে ৫০ হাজার ভিউ এসেছে - কিন্তু অর্ডার মাত্র ৫টা। আপনি হতাশ। অথচ ভিউ মানেই ক্রেতা নয়। অনেকে শুধু দেখেন, কিন্তু কিনতে চান না।
✅ সঠিক ভাবনা:
রিলেশন + ট্রাস্ট + কনভার্সেশন = বিক্রি
একা ভিউ দিয়ে ব্যবসা হয় না।
❌ভুল ধারণা ৫:
“পণ্যের ছবি দিলেই হবে, ক্যাপশন দরকার নেই”
ছবি দিলেন, কিন্তু কোনো ইনফরমেশন নেই। দাম? কালার? অর্ডার কিভাবে করবেন? কিছুই নেই।
✅ সঠিক ভাবনা:
ছবি + সুন্দর ক্যাপশন + Call to Action (অর্ডার করতে কল করুন, ইনবক্স দিন ইত্যাদি) - এই তিনটি মিলেই একজন কাস্টমারের মনে আগ্রহ তৈরি হয়।
ফেসবুকে ব্যবসা একটি সম্পূর্ণ প্রক্রিয়া।
শুধু পেজ খুলে বা এক-দুইটা পোস্ট দিয়ে অর্ডার আসবে না।
ব্যবসা সফল করতে চাইলে ভুল ধারণাগুলো ত্যাগ করে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে।