22/03/2025
“ Understanding ” কিংবা বোঝাপড়া ব্যাপারটা আসে পরস্পরকে গুরুত্ব দেয়ার মাধ্যমে। আপনার কাছে যার গুরুত্ব নেই, তাকে বিন্দুমাত্র বোঝার চেষ্টা করে নিছক সময় নষ্ট নিশ্চয়ই করবেন না আপনি।
সম্পর্কে এই বোঝাপড়ার ব্যাপারটা তখনই আসে, যখন পরস্পর পরস্পরকে ভালোবাসে, গুরুত্ব দেয়, সময় দেয় এমনকি পরস্পর পরস্পরের কথা শোনে এবং বোঝে। যোগাযোগ না থাকলে সেখানে কস্মিনকালেও সে সম্পর্কে দু'জনের মাঝে বোঝাপড়া ব্যাপারটা থাকে না।
একটা মানুষকে বুঝতে গেলে তার কাছাকাছি থাকতে হয়, সময় নিয়ে মন দিয়ে তার কথা শুনতে হয়, আর এসবের জন্য প্রয়োজন ধৈর্য সেই সাথে ইচ্ছে এবং মনের টান। যার প্রতি টান থাকে না, তার কথা শোনারও ইচ্ছে থাকে না মানুষের। বরং শুনতে গেলে বিরক্তই লাগে বৈকি!
কেউ আপনাকে পুরোপুরি বোঝে কিংবা আপনি কাউকে পুরোপুরি ভাবে বুঝতে পারেন, ব্যাপারটা আসলে এত সহজ নয়। আপনার প্রতি তার আচরণ লক্ষ্য করুন এবং আপনার কথা শোনার আগ্রহ কেমন সেটা খেয়াল করুন। আপনি মুখে বলার আগেই যে আপনার ভাষা সহজে বুঝতে পারে, নিঃসন্দেহে সে আপনাকে বোঝে। আপনি সম্পর্কের মানুষটাকে সময় দিবেন না, ঠিকঠাক কথা বলবেন না, সে কী বলতে চায় শুনবেন না, তাহলে মানুষটাকে আর বুঝলেন কই?
সম্পর্কে বোঝাপড়া কিংবা “ Understanding ” থাকলে সম্পর্ক কখনো নষ্ট হয় না, আর এটা শতভাগ নিশ্চয়তা দিয়েই বলা যায়। আর এই পরস্পরের বোঝাপড়ার ঘাটতি তখনই দেখা যায়, যখন সম্পর্ক যোগাযোগহীনতায় ভোগে! যখন কেউ কারো কথা শোনার মতো সময়টুকুও হয় না। এতে শুধু পরস্পরের মধ্যে বোঝাপড়াই ব্যহত হয় না বরং সম্পর্ক থেকে মানুষ ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায়!
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼