TS Creators

TS Creators Never be disappointed with anything good/bad in your life, Allah is planning something good for you.

যত্ন সবচেয়ে বড় প্রেম!🤍✨🖇️
28/06/2025

যত্ন সবচেয়ে বড় প্রেম!🤍✨🖇️

27/06/2025

ভালোবাসার শুরুটা হয়ত আকর্ষণ থেকে — এক চাহনিতে, এক অনুভবে। কিন্তু সেই অনুভব টিকে থাকে না যদি না থাকে বোঝাপড়া, যত্ন, আস্থা আর শ্রদ্ধা। ভালোবাসা গড়ে উঠে তখনই, যখন দুইজন মানুষ নিঃশব্দে একে অপরকে বুঝতে শেখে, পাশে থাকতে শেখে।

তবে সবার গল্প একরকম হয় না। কারো কারো জন্য ভালোবাসার এই ময়দানই হয়ে উঠে এক নির্মম যুদ্ধক্ষেত্র — যেখানে সে বারবার হেরে যায়, নিজের সবটুকু দিয়েও ফিরে পায় না কিছুই। সেই হেরে যাওয়া গুলো হয়তো কেউ দেখে না, কিন্তু সেই নিঃশব্দ হারই সবচেয়ে গভীর ক্ষত রেখে যায় হৃদয়ের ভিতরে।

- সরল ' ২৫

21/06/2025

slowly accepting the fact that life doesn't always go the way we want.

13/06/2025

প্রতিটা দিনই কোনো না কোনোভাবে ডিপ্রেশন চলে যাই। প্রতিটা দিন মনে হয় সবাইকে মুক্ত করে দেই এবং নিজেও মুক্তি হই। আবার কিনা কি ভেবে কিছুই করিনা। তবে এভাবে কতদিন নিজেকে সামলে রাখতে পারব জানিনা।

আমি প্রতিটা দিন অপেক্ষায় থাকি কবে আমার ভালো দিন আসবে?
সবাই আমার জন্য দোয়া করবেন। বলা যায় না,কার দোয়া কখন কবুল হয়ে যায়।

তবে, মানুষ কি জানে নাহ!
এই মহাকাল তাদের কিছুই মানে নাহ!!

জানে সব,কে রব!
কেবল হাত দুটি সে তোলে নাহ!!

22/03/2025

Life going well but I need some peace but i don’t know what i actually need mental peace or rest in peace 😶.

22/03/2025

“ Understanding ” কিংবা বোঝাপড়া ব্যাপারটা আসে পরস্পরকে গুরুত্ব দেয়ার মাধ্যমে। আপনার কাছে যার গুরুত্ব নেই, তাকে বিন্দুমাত্র বোঝার চেষ্টা করে নিছক সময় নষ্ট নিশ্চয়ই করবেন না আপনি।

সম্পর্কে এই বোঝাপড়ার ব্যাপারটা তখনই আসে, যখন পরস্পর পরস্পরকে ভালোবাসে, গুরুত্ব দেয়, সময় দেয় এমনকি পরস্পর পরস্পরের কথা শোনে এবং বোঝে। যোগাযোগ না থাকলে সেখানে কস্মিনকালেও সে সম্পর্কে দু'জনের মাঝে বোঝাপড়া ব্যাপারটা থাকে না।

একটা মানুষকে বুঝতে গেলে তার কাছাকাছি থাকতে হয়, সময় নিয়ে মন দিয়ে তার কথা শুনতে হয়, আর এসবের জন্য প্রয়োজন ধৈর্য সেই সাথে ইচ্ছে এবং মনের টান। যার প্রতি টান থাকে না, তার কথা শোনারও ইচ্ছে থাকে না মানুষের। বরং শুনতে গেলে বিরক্তই লাগে বৈকি!

কেউ আপনাকে পুরোপুরি বোঝে কিংবা আপনি কাউকে পুরোপুরি ভাবে বুঝতে পারেন, ব্যাপারটা আসলে এত সহজ নয়। আপনার প্রতি তার আচরণ লক্ষ্য করুন এবং আপনার কথা শোনার আগ্রহ কেমন সেটা খেয়াল করুন। আপনি মুখে বলার আগেই যে আপনার ভাষা সহজে বুঝতে পারে, নিঃসন্দেহে সে আপনাকে বোঝে। আপনি সম্পর্কের মানুষটাকে সময় দিবেন না, ঠিকঠাক কথা বলবেন না, সে কী বলতে চায় শুনবেন না, তাহলে মানুষটাকে আর বুঝলেন কই?

সম্পর্কে বোঝাপড়া কিংবা “ Understanding ” থাকলে সম্পর্ক কখনো নষ্ট হয় না, আর এটা শতভাগ নিশ্চয়তা দিয়েই বলা যায়। আর এই পরস্পরের বোঝাপড়ার ঘাটতি তখনই দেখা যায়, যখন সম্পর্ক যোগাযোগহীনতায় ভোগে! যখন কেউ কারো কথা শোনার মতো সময়টুকুও হয় না। এতে শুধু পরস্পরের মধ্যে বোঝাপড়াই ব্যহত হয় না বরং সম্পর্ক থেকে মানুষ ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায়!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

20/03/2025

নিজের ভালো থাকা যদি অন্য কারও উপর ছেড়ে দেন, তাহলে সুখটা আর আপনার থাকে না।

কারণ মানুষ বদলায়, দূরে যায়, হারিয়ে যায়, কিন্তু নিজের ভেতরের আনন্দটাই কেবল স্থায়ী।

আপনার মন ভালো রাখা কারও দায়িত্ব নয়, এটা একমাত্র আপনিই পারেন।
অন্যের হাসিতে আনন্দ খুঁজবেন, কিন্তু নিজের হাসিটাকেও ভুলে যাবেন না।

ভালো থাকা শিখুন, নিজের জন্য। কারও উপস্থিতি বা অনুপস্থিতি যেন আপনার সুখের মানদণ্ড না হয়!🌸

28/02/2025

মির্জা গালিবের একটা কথা আছে না—
'সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়'।

সময়ের সাথে আমরাও চলে যাচ্ছি । কোথায় যাচ্ছি জানি না । তবে বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি। হয়তো সমুদ্রের দিকে– নয়তো নক্ষত্রের দিকে। নিয়ম করে আমাদের জ্বর, ঠান্ডা, অভিমান হচ্ছে। বিনা পারিশ্রমিকে দিনের পর দিন নিজের সাথে অভিনয় করে যাচ্ছি। নিরপরাধ দুটো চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে। তবুও আমরা যাচ্ছি । প্রিয় মানুষ ফেলে, পরিচিত আকাশ ফেলে আমরা চলে যাচ্ছি। দূরে, বহুদূরে কোথাও!
©

27/02/2025

Qarz e jaan এর গতো এপিসোডে বুরহান নাশওয়া'র চোখের পানি মুছে দেয়ার আগে জিজ্ঞেস করে নিছে, "May I?"
Even though she had been having a serious breakdown, she was moved by his gesture.
কান্না করার সময় মেয়েরা সাধারণত ইমোশনালি অনেক ডিসট্যান্ট হয়ে যায়। সে সময়ে কেউ গায়ে হাত দিলেও অস্বস্তি লাগে।
মেবি এটাই দেখাইতে চাইসিলো যে কিভাবে এই ছোটো-ছোটো জিনিসগুলো খেয়াল করে একটা সম্পর্কের টানাপোড়েন দূর করা যায়।
রেস্পেক্ট করতে আসলে গরু/খাসি জবাই দিয়ে মেজবান দেয়া লাগেনা।

You can make a woman feel respected even with the smallest gesture and they will literally cherish this moment for the rest of their lives.

27/02/2025

সর্বশেষে, জাতির জাতীয় বেয়াই হয়েই গেলাম 🙂।

25/02/2025

"আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকী অর্ধেক থাকে আপনার চরিত্রে।" শরীরে সৌন্দর্যের ভাগ খুবই কম। তাইকথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন! 🤍

Don't choose the most beautiful person in the world, choose the person who makes your world most beautiful.🤍🥰
24/02/2025

Don't choose the most beautiful person in the world, choose the person who makes your world most beautiful.🤍🥰

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when TS Creators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share