
17/03/2025
দেশে ফিরে রোমাঞ্চিত হামজা বললেন, আমরা ভারতকে হারাতে পারব
বেলা পৌনে ১২টায় বিমানবন্দরে অবতরণ করে হামজা চৌধুরীকে বহনকারী বিমান। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা।
বাংলাদেশের ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরীকে বরণ করতে বিমানবন্দরের বাইরে সমর্থকেরা ভিড় জমান। তার আসাকে কেন্দ্র করে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদেরও প্রচণ্ড ভিড় দেখা যায়।
বিমান থেকে নামার প্রায় ১ঘন্টা পর গণমাধ্যমের সামনে আসেন হামজা। তাকে দেখার জন্য ভিআইপি গেইটের সামনে সমর্থকেরা ভিড় জমান। তাকে দেখা মাত্র স্লোগানে-স্লোগানে মাতিয়ে তুলে সমর্থকেরা। তবে গণমাধ্যমের সামনে বেশিক্ষণ থাকেননি হামজা।
ভিড়ের মধ্যে শুধু বলেছেন, ‘দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। সে মাফিক খেলতে পারলে আশা করি আমরা ভারতকে হারাতে পারব।