kheladhula.com

kheladhula.com খেলার সব খবর

দেশে ফিরে রোমাঞ্চিত হামজা বললেন, আমরা ভারতকে হারাতে পারববেলা পৌনে ১২টায় বিমানবন্দরে অবতরণ করে হামজা চৌধুরীকে বহনকারী বিম...
17/03/2025

দেশে ফিরে রোমাঞ্চিত হামজা বললেন, আমরা ভারতকে হারাতে পারব

বেলা পৌনে ১২টায় বিমানবন্দরে অবতরণ করে হামজা চৌধুরীকে বহনকারী বিমান। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা।

বাংলাদেশের ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরীকে বরণ করতে বিমানবন্দরের বাইরে সমর্থকেরা ভিড় জমান। তার আসাকে কেন্দ্র করে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদেরও প্রচণ্ড ভিড় দেখা যায়।

বিমান থেকে নামার প্রায় ১ঘন্টা পর গণমাধ্যমের সামনে আসেন হামজা। তাকে দেখার জন্য ভিআইপি গেইটের সামনে সমর্থকেরা ভিড় জমান। তাকে দেখা মাত্র স্লোগানে-স্লোগানে মাতিয়ে তুলে সমর্থকেরা। তবে গণমাধ্যমের সামনে বেশিক্ষণ থাকেননি হামজা।

ভিড়ের মধ্যে শুধু বলেছেন, ‘দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। সে মাফিক খেলতে পারলে আশা করি আমরা ভারতকে হারাতে পারব।

আয়োজক হয়েও ফাইনালের মঞ্চে নেই পাকিস্তানের কেউ, অবাক শোয়েবচ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। যদিও ফাইনাল হয়েছে দুবাইতে। ...
10/03/2025

আয়োজক হয়েও ফাইনালের মঞ্চে নেই পাকিস্তানের কেউ, অবাক শোয়েব

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। যদিও ফাইনাল হয়েছে দুবাইতে। সেই ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। স্বাগতিক হয়েও ফাইনাল আয়োজন করতে না পারা পাকিস্তানের জন্য হতাশারই বটে।

আরো অবাক করা বিষয় পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সদস্যকে দেখা না যাওয়া।
বিষয়টি অবাক করেছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারকে। আয়োজক দেশ হয়েও পিসিবির কোনো সদস্য কেন ফাইনালে গেলেন না, সেটা শোয়েবের কাছে বোধগম্য নয়। বিষয়টাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

মুশফিকের অবসরে আবেগী বার্তা স্ত্রীরচ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের ব্যাটার মুশফিকুর রহিম। ...
06/03/2025

মুশফিকের অবসরে আবেগী বার্তা স্ত্রীর

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন মুশফিক। উইকেটরক্ষক এই ব্যাটারের বিদায়ের পর আবেগময় প্রতিক্রিয়া জানিয়েছেন স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে দেওয়া এক পোস্টে মন্ডি লেখেন,‘আলহামদুলিল্লাহ, অত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম! তোমার একটি দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ...নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি!’

তিনি আরও লেখেন, ‘তুমি (মুশফিক) কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ! এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওজু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ...তুমি একজন পারিবারিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ (ছেলে) তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক।’

স্ট্যাটাসের শেষদিকে মন্ডি লেখেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ। তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ঠ, পৃথিবী নেতিবাচকতা নিয়ে যা খুশি বলুক...পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য নামাজের আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’

‘মুশফিক-মাহমুদ উল্লাহর অবসর নিয়ে বাইরে আলোচনা করা সম্মানজনক নয়’চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের বিদায়ের পর সবচেয়ে বেশি ...
05/03/2025

‘মুশফিক-মাহমুদ উল্লাহর অবসর নিয়ে বাইরে আলোচনা করা সম্মানজনক নয়’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের বিদায়ের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে। দুই ক্রিকেটার কবে ব্যাট-প্যাড তুলে রাখবেন তা নিয়ে। তাদের অবসর নিয়ে তাই প্রায় সময় প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বিসিবি কর্মকর্তাদের।

বেশ কৌশলে উত্তরটাও দিচ্ছেন তারা।

আজ যেমন বিসিবি পরিচালক আকরাম খান দিলেন। মুশফিক-মাহমুদ উল্লাহর বিদায়ের সিদ্ধান্তটা তাদের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। মিরপুরে গণমাধ্যমকে সাবেক অধিনায়ক বলেছেন, ‘একটা জিনিস প্রথমে আমি মনে করি যে, যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের সবাইকে সম্মান করা উচিত। খেলোয়াড়রাই বলতে পারবে একমাত্র ওদের ফিটনেস বা প্রেসার কিভাবে খেলাটা নিচ্ছে।

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দ. আফ্রিকা-নিউজিল্যান্ডচ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমি ফাইনালে আগামীকাল বুধবার (৫ মার...
05/03/2025

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দ. আফ্রিকা-নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমি ফাইনালে আগামীকাল বুধবার (৫ মার্চ) মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে দুদলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৯ সালে। ১৬ বছর পর আবারও মিনি বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দল দুটির। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফিবাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সমালোচনা কম হচ্ছে না। মূলত, পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের...
03/03/2025

বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সমালোচনা কম হচ্ছে না। মূলত, পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের সমালোচনায় মুখর ভক্ত-সমর্থকরা। এর মাঝেই জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

মিরপুরে আজ সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। বিশেষত, যারা কেবল টেস্ট খেলেন তাদের প্রতি বাড়তি নজরের কথা জানান নাজমুল আবেদীন।

সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়াসেমিফাইনালের আগে  দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। কারণ চোটের কারণে দল থেকে ছিটকে গিয়ে...
03/03/2025

সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। কারণ চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন দলের ওপেনার ম্যাথু শর্ট। আর তার পরিবর্তে অস্ট্রেলিয়ার স্কোয়াডে এসেছেন নতুন অস্ত্র। স্পিনার কুপার কোনোলি।

দুবাইতে স্পিন দাপট দেখাচ্ছে ভারত। এবার সেখানেই অজিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নামবে দলটি। তার ঠিক আগে অস্ট্রেলিয়ান টিমে চমক। শর্টের অনুপস্থিতিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে কুপার কনোলিকে।

অবশেষে মাঠে ফিরছেন সাকিবসাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিল বাংলাদেশ দল। দেশে ফিরতে না পারা ও বোলিং ...
02/03/2025

অবশেষে মাঠে ফিরছেন সাকিব

সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিল বাংলাদেশ দল। দেশে ফিরতে না পারা ও বোলিং নিষেধাজ্ঞা কাল হয়ে দাঁড়ায় এই বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে। বেশ কয়েকটি লিগে নাম লেখালোও শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত তিনি। তবে অবশেষে মাঠে ফিরছেন সাকিব।

পাঁচটি দল নিয়ে আগামী ১০ মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে। উদ্বোধনী দিনে দলটি মুখোমুখি হবে আফগানিস্তান পাঠানসের।

সাকিব ছাড়াও বাংলাদেশি আরেক ক্রিকেটার অলক কাপালি ও শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন।

সাকিব আবার বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেনআবার বোলিং অ্যাকশন শুধরানোর পরীক্ষা দেবেন সাকিব আল হাসান। আগামী মাসে অর্থাৎ মার্চে...
27/02/2025

সাকিব আবার বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন

আবার বোলিং অ্যাকশন শুধরানোর পরীক্ষা দেবেন সাকিব আল হাসান। আগামী মাসে অর্থাৎ মার্চের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের একটি ল্যাবে তিনি এই পরীক্ষা দেবেন বলে সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এবারের পরীক্ষার আগে ইংল্যান্ডের স্থানীয় একজন কোচের সঙ্গে বোলিং ত্রুটি নিয়ে কাজ করবেন এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। এ জন্য আজ অথবা আগামীকালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে যাওয়ার কথা আছে সাকিবের।

আফগানিস্তানের কাছে হেরে বিদায় ইংল্যান্ডেরশ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বি...
26/02/2025

আফগানিস্তানের কাছে হেরে বিদায় ইংল্যান্ডের

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিলো আফগানিস্তান। আফগানদের করা ৩২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মিডিয়াম পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের বোলিং তোপে ইংল্যান্ড ৪৯.৫ ওভারে অলআউট হলো ৩১৫ রানে। ৫ উইকেট নেন ওমরজাই।

তিন সাবেক অধিনায়কের চোখে, ওয়ানডের সেরা ব্যাটার কোহলিইতিন সাবেক অধিনায়কের চোখে, ওয়ানডের সেরা ব্যাটার কোহলিইআন্তজার্তিক ক্...
26/02/2025

তিন সাবেক অধিনায়কের চোখে, ওয়ানডের সেরা ব্যাটার কোহলিই
তিন সাবেক অধিনায়কের চোখে, ওয়ানডের সেরা ব্যাটার কোহলিই

আন্তজার্তিক ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করলে নিঃসন্দেহে শীর্ষের দিকেই থাকবেন বিরাট কোহলি। ব্যাট হাতে বোলাদের শাসন করে নিজেকে এমনি এক উচ্চতায় নিয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি। পাকিস্তানের বিপক্ষে তেমনি ছড়ি ঘুুরিয়ে ক্যারিয়ারের ৫১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

রান তাড়ায় এরকম অবিশ্বাস্য সব ইনিংস আছে কোহলির।

পাকিস্তানের বিপক্ষে করা সেঞ্চুরিটাকে অবিশ্বাস্য বলার কারণ তার ব্যাটিংয়ের ধরণ। ১১১ বলে করা ১০০ রানের ইনিংসের ৭২ রানই যে এসেছে দৌড়ে। ৩৬ বছর বয়সে এসে ৪৬টি সিঙ্গেল ও ১৩টি ডাবল নেওয়া সহজ কথা নয়! এমন স্ট্যামিনার জন্য বেশ প্রশংসা ভাসছেন তিনি। আর কোনো ছক্কা না হাঁকিয়ে বাকি ২৮ রান নিয়ে চার মেরে।

তিন সাবেক অধিনায়কের চোখে, ওয়ানডের সেরা ব্যাটার কোহলিই
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি শেষে হাসিমুখে ফ্রেমবন্দি কোহলি। ছবি : ক্রিকইনফো
আন্তজার্তিক ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করলে নিঃসন্দেহে শীর্ষের দিকেই থাকবেন বিরাট কোহলি। ব্যাট হাতে বোলাদের শাসন করে নিজেকে এমনি এক উচ্চতায় নিয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি। পাকিস্তানের বিপক্ষে তেমনি ছড়ি ঘুুরিয়ে ক্যারিয়ারের ৫১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

রান তাড়ায় এরকম অবিশ্বাস্য সব ইনিংস আছে কোহলির।

পাকিস্তানের বিপক্ষে করা সেঞ্চুরিটাকে অবিশ্বাস্য বলার কারণ তার ব্যাটিংয়ের ধরণ। ১১১ বলে করা ১০০ রানের ইনিংসের ৭২ রানই যে এসেছে দৌড়ে। ৩৬ বছর বয়সে এসে ৪৬টি সিঙ্গেল ও ১৩টি ডাবল নেওয়া সহজ কথা নয়! এমন স্ট্যামিনার জন্য বেশ প্রশংসা ভাসছেন তিনি। আর কোনো ছক্কা না হাঁকিয়ে বাকি ২৮ রান নিয়ে চার মেরে।
চিরপ্রতিদ্বদ্বী পাকিস্তানের বিপক্ষে কোহলির এমন ইনিংস দেখার পর তাই বিশ্বক্রিকেটের কিংবদন্তিরা তাকে ওয়ানডের সর্বকালের সেরা ব্যাটার বলে সম্বোধন করছেন। ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইনের সঙ্গে এমন বন্দনায় মেতেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

ওয়ানডেতে কোহলির চেয়ে আর ভালো ব্যাটার দেখেননি বলে জানিয়ে পন্টিং আইসিসি রিভিউকে বলেছেন, ‘মনে হয় না ওয়ানডেতে কোহলির চেয়ে ভালো খেলোয়াড় দেখেছি। ওয়ানডে রানে সে আমাকে ছাড়িয়ে গেছে।

ধোনিদের কোচ বাংলাদেশের সাবেক পরামর্শকমহেন্দ্র সিং ধোনির যখন শুরু তখন ক্যারিয়ার শেষ শ্রীধরন শ্রীরামের। বাংলাদেশের বিপক্ষে...
24/02/2025

ধোনিদের কোচ বাংলাদেশের সাবেক পরামর্শক

মহেন্দ্র সিং ধোনির যখন শুরু তখন ক্যারিয়ার শেষ শ্রীধরন শ্রীরামের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ২০০৪ সালে ক্যারিয়ার শুরু করেন ধোনি। ওই সিরিজেই ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের শেষটি খেলেন শ্রীরাম। দুই সাবেক সতীর্থ এবার গুরু-শিষ্যর ভূমিকায় অবতীর্ন হচ্ছেন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when kheladhula.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kheladhula.com:

Share