Daiyaan'S Diary

Daiyaan'S Diary মানুষকে ঠকিয়ে জান্নাত পাওয়ার আশা ছেড়ে দিন, আল্লাহ তায়ালা দয়ালু কিন্তু ন্যায় বিচারক।

আমি অতো শিক্ষিত নই কিন্তু আমার এই স্বল্প জ্ঞানে আমি যেটুক বুঝি তা হলো সন্তান জন্ম দিয়েছি কিন্তু তার জীবনের মাত্তোবার হতে...
04/11/2025

আমি অতো শিক্ষিত নই কিন্তু আমার এই স্বল্প জ্ঞানে আমি যেটুক বুঝি তা হলো

সন্তান জন্ম দিয়েছি কিন্তু তার জীবনের মাত্তোবার হতে চাইনা❌

হ্যাঁ কখন কোনটা করা উচিৎ /অনুচিত শুধু সেটা বুঝিয়ে বলার
দায়িত্ব আমার তবে সিধান্ত কিন্তু তার👍

আমি আমার সন্তানের জীবনে একজন শুভাকাঙ্খী/ অতিথিমাত্র 🥰
আমি কিন্তু তার জীবনসংগী নই❌

আলহামদুলিল্লাহ ছোট থেকেই আমার ছেলেকে বলে আস্তেছি কখনো কোনো মেয়েকে অসম্মান করবানা সে যে বয়সী হোক না কেনো❌কারো দূর্বলতার সুযোগ নিবানা।
কখনো অন্যের সন্তান কে ফকিননি বানদি বলে তুচ্ছতাচ্ছিল্য করবে না

03/11/2025

চলে যাওয়া মানুষ কী জানে...
তাদের রেখে যাওয়া স্মৃতির ওজন কত ভারি,
জানে শুধু যে বেঁচে থাকে।
ঘরের প্রতিটি কোণ, প্রতিটি জিনিসে তাদের ছোঁয়া
তবু তারা নেই।
কথা জমে থাকে বুকের ভেতর,
আর আমরা শিখে যাই
সব অভাবেরও একদিন চুপচাপ অভ্যেস হয়ে যায়।

শখের তোলা এক পিস ৬০ টাকা 🤐
03/11/2025

শখের তোলা এক পিস ৬০ টাকা 🤐

03/11/2025

সেই শাশুড়িরা বেশি জ্ঞান দেয় যারা কিনা নিজেরাই কোনো দিন শাশুড়ির সাথে ঘর করেনি 😄😄😄

03/11/2025

অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কঠোর শাস্তি ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন,

اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِی الَّذِیۡنَ اٰمَنُوۡا لَهُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ۙ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ وَ اَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ

যারা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া ও আখেরাতে। আল্লাহ জানেন আর তোমরা জান না। (সুরা নুর: ১৯)

যারা সমাজে অশ্লীলতা ছড়ায়, তারা নিজেদের গুনাহের পাশাপাশি তাদের গুনাহের জন্য দায়ী হয়, যারা তাদের কথা-কাজে প্ররোচিত হয়ে গুনাহে জড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন,

لِیَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً یَّوْمَ الْقِیٰمَةِ وَ مِنْ اَوْزَارِ الَّذِیْنَ یُضِلُّوْنَهُمْ بِغَیْرِ عِلْمٍ اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ.

কেয়ামতের দিন তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গোমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। হায়, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট! (সুরা নাহল: ২৫)

🤲🤲
,আল্লাহ 😭আমরা হারাম দেখাতে, হারাম শুনাতে,হারাম মুসলিম উম্মার মাঝে ছড়িয়ে দিতে আসক্ত হয়ে পড়েছি, কোনটা ভালো কাজ,কোনটা মন্দ কাজ এটা চিন্তা না করে,নিজের প্রতি দিনের পর দিন জুলুম করছি,কতো মুসলিম ভাইয়ে বোনের প্রতি জুলুম করছি,এবং আমাদেরই কোনো মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করছি,আল্লাহ এ হারামের,এমন জুলুমের আনন্দ থেকে আমাদের হেফাজত করুন।এবং আমাদের উত্তমরুপে হেদায়েত দিন।
(আমিন)

আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর নামে টানা তিন দিন রান্না করে খেতে পারিনি পরের চুলায় রাঁধতে দিবনা 🥱 রোজকার মতন কত কাহ...
03/11/2025

আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর নামে টানা তিন দিন রান্না করে খেতে পারিনি পরের চুলায় রাঁধতে দিবনা 🥱 রোজকার মতন কত কাহিনী কবরে চুলাও লয়া যাইবো 😏কাল রাতে জামাই ইলেকট্রিক চুলা এনে দিয়েছে কষ্টের কামাইয়ের টাকা দিয়ে আনছে বুজছোস শয়তানের বাচ্চা 🤬 চাওয়া ভিক্ষা দিয়ে আনেনি আলহামদুলিল্লাহ এখন আর আমারে কেউ রান্না বন্ধ করে কিচেন থেকে বের করতে পারবে না 😥 অহংকার পতনের মূল ওয়েট কর সময় সব রিটার্ন করবে....যাক এখন থেকে আর ভোর ৩-৪ টায় রান্না করে সারাদিন খেতে হবে না 🥹

02/11/2025

"হাদিস টা পড়ুন খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহ যে' কত মহান।
"হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
"হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"
:
আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"
:
আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি
:
হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"
:
আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"
:
হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .
:
আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।
ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।
:
হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেকী ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।
:
হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
আবু দাউদঃ ৫১৫

👉 “যারা আপনাকে ভালোবাসে না, তারা আপনার সন্তানের জন্যও বিপদ!”  👉 “আপনার প্রতি ঘৃণা, সন্তানের ওপরও ছায়া ফেলে দেয়!”  👉 “আপন...
02/11/2025

👉 “যারা আপনাকে ভালোবাসে না, তারা আপনার সন্তানের জন্যও বিপদ!”
👉 “আপনার প্রতি ঘৃণা, সন্তানের ওপরও ছায়া ফেলে দেয়!”
👉 “আপনার প্রতি যাদের মন কালো, তারা সন্তানের ভবিষ্যৎও অন্ধকার করতে পারে!”
-------------------

#সন্তানের_সুরক্ষা
#সন্তানের_ভবিষ্যৎ

01/11/2025

মানুষকে...
চোখের দেখায় চেনা যায় না,
সময়ের সাথে সাথে সবারই আসল রুপটা
বের হয়ে আসে।

01/11/2025

একটা দুধের বাচ্চার সাথেও মানুষ হিং-সা করতে পারে!কিছু মানুষকে না দেখলে বিশ্বাস-ই করতে পারতাম না! তাও আবার বাচ্চার র-ক্তের সম্পর্কের মানুষ 😅💔

শয়তানের এতো ঝামেলা করার পর ও সারাদিন ঝগড়া গালি গালাজ করে ও আমার সংসার ভাঙ্গাতে পারছেনা🤔সব শেষে রাতে জামাই দুখানা গোলাপ...
01/11/2025

শয়তানের এতো ঝামেলা করার পর ও সারাদিন ঝগড়া গালি গালাজ করে ও আমার সংসার ভাঙ্গাতে পারছেনা🤔সব শেষে রাতে জামাই দুখানা গোলাপ ফুল এনে দিয়েছে 😍🌹 দিনশেষে এই মানুষটি ও বুঝতে পারে আমাদের সংসার ভাঙ্গাতে এতো তামাশা করা হয়েছে 🤣কুটনিরা আরো বেশি কইরা জইলা ল🔥🔥🔥🔥

Address

Dhaka

Telephone

+8801617772789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daiyaan'S Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share