27/05/2024
প্রশ্ন (১/২৮১) : জনৈক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তার স্ত্রী ও সন্তানেরা ইসলাম গ্রহণ করেনি। স্ত্রী সাহারী ও ইফতারসহ অন্যান্য খাবার তৈরী করে দেয়। এক্ষণে স্ত্রীর সাথে একসাথে থাকা বা তার তৈরী করা আহার্য গ্রহণ করা যাবে কি?
উত্তর : স্বামী ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে স্ত্রীর সাথে তার বিবাহবন্ধন ছিন্ন হয়ে গেছে এবং তালাকে রাজঈ হয়ে গেছে। কেননা কোন মুসলিমের সাথে কাফির ব্যক্তির বিবাহ হারাম (বাক্বারাহ ২/২২১)। অতএব এমতাবস্থায় স্ত্রী থেকে আলাদা থাকতে হবে। এক্ষণে স্ত্রী ইদ্দতের মধ্যে ইসলাম গ্রহণ করলে তাকে ফিরিয়ে নিতে পারবে। আর ইদ্দত শেষ হওয়ার পরে ইসলাম গ্রহণ করলে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে। আর যদি ইসলাম গ্রহণ না করে, তবে কোনদিনই ফিরিয়ে নেওয়া যাবে না (মুমতাহিনা ৬০/১০)। উল্লেখ্য যে, ইদ্দতকালীন সময়ে আলাদা থাকা অবস্থায় স্ত্রীর বানানো হালাল খাবার গ্রহণে দোষ নেই (ইবনু কুদামাহ, মুগনী ৭/১১৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৯/২০)।
প্রশ্নকারী : ইসমাঈল হোসাইন, বৃ-কুষ্টিয়া, বগুড়া।