02/09/2025
আজ সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই ভিডিওটা। মেয়ের বিয়ে হয়ে গেছে, নতুন ঘর, নতুন সংসার। তবুও বাবাকে না জানিয়ে একদিন হঠাৎ বাড়িতে ফিরে এসেছে শুধু বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দরজা খুলতেই মেয়েকে সামনে পেয়ে বাবার চোখ ভিজে যায় বিস্ময়ে আর ভালোবাসায়। মুহূর্তের মধ্যেই বাবা জড়িয়ে ধরে তার আদরের টুকরোকে, যেন সময়ের সব বাঁধন গলে গিয়ে আবার শৈশবের মতো করে তাকে আগলে রাখে।
মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েরা হয়তো সংসারের টানে একটু দূরে সরে যায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু বাবার হৃদয়ে মেয়ের প্রতি ভালোবাসা কখনোই কমে না—বরং সময়ের সাথে সেই ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। তাই হয়তো বাবারা তাদের মেয়েদের একটু বেশি ভালোবাসেন, একটু বেশি আগলে রাখতে চান। কারণ মেয়েরা বাবার জীবনের এক টুকরো আলো, এক টুকরো অনন্ত আশীর্বাদ।
Md Habibur Rahman Shohag
Tasfiah Ahmed