14/11/2025
তোমাকে প্রথম বুকে নেওয়ার মুহূর্ত থেকে আজ পর্যন্ত প্রতিটি দিনই আমার নতুন জন্ম। তুমি বড় হচ্ছো, আর মাম্মি তোমায় নতুন করে ভালোবাসতে শিখছে। শুভ ৩য় জন্মদিন আমার শন্টা মনি। যদিও এইবার আমাদের জ্বরময় গেলো।।।
সবাই আমাদের জন্য দোয়া করে দিয়েন।