Dinar Hossain

Dinar Hossain "একতার বলে সব হও বলীয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান"
-শাহ্ সূফী হযরত খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃআ) ছাহেব।
(4)

তোমরা পার্থিব (দুনিয়ার) জীবনকে পছন্দ করে থাক, অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর।( সূরা আল-আ'লা- ১৬-১৭)
27/07/2025

তোমরা পার্থিব (দুনিয়ার) জীবনকে পছন্দ করে থাক, অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর।

( সূরা আল-আ'লা- ১৬-১৭)

তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মু'মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সকল ...
27/07/2025

তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মু'মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হই।

[বুখারী : ১৫; মুসলিম : ৬৯]

26/07/2025

"খোদাপ্রাপ্তির পথ নিষ্কন্টক নহে। এই পথে আছে হাজার বিপদ। মুরিদ বা খোদাঅন্বেষি এই পথে বহুবিধ কষ্টকর পরীক্ষায় উত্তীর্ন হইতে হয়।"

26/07/2025

বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফ

হযরত মাওলানা শাহ্সূফি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মূল্যবান উপদেশঃ-                    যদি বয়ঃজৈষ্ঠ্যকে...
26/07/2025

হযরত মাওলানা শাহ্সূফি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মূল্যবান উপদেশঃ-

যদি বয়ঃজৈষ্ঠ্যকে দেখঃ-
"ভাবিও তিনি তোমার চেয়ে অধিক পরিমান ইবাদত করিয়াছেন,
ফলে তোমার চেয়ে অধিক নেকি তিনি অর্জন করিতে সক্ষম হইয়াছেন।
কাজেই তিনি তোমার চেয়ে উত্তম।"

আর যদি বয়ঃকনিষ্ঠকে দেখঃ-
"ভাবিও সে তোমার মত এত অধিক গোনাহ করিবার সময় পায় নাই; তাই সে তোমার চেয়ে উত্তম।"

"তোমাদের দেলকে যদি উক্ত অনুভূতির রঙে রঙিন করিতে পার, তবে সর্বদাই তোমাদের উপর আল্লাহর রহমতের বারি বর্ষিতে থাকিবে।"

তথ্যসূত্রঃ- বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা-পদ্ধতি.

25/07/2025

জরুরি সতর্ক বার্তা।
মহামান্য খাজা পরিবার নিয়ে কোন ধরনের পোস্ট করা নিষেধ, যাহারা করেছেন আপনাদের পোস্ট গুলো ডিলেট করুন, ভাইজানদের কোন বানি হুকুম ছারা পোস্ট করবেন না, এটা চরম বেয়াদবি।

দয়া করে আমাকে মাফ করে দিবেন কথায় বেয়াদবি, ভুল হয়ে থাকলে।

25/07/2025

দুরুদ শরীফ অতন্ত্য মূল্যবান !
শাহ্ সূফী খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ) ছাহেবের বানী

#খাজা_বাবার_বানী #আটরশির_জিকির #আটরশি #বিশ্ব_জাকের_মঞ্জিল

25/07/2025

বিশ্ব জাকের মঞ্জিল আটরশি

25/07/2025

ঐতিহাসিক কাফেলার জন্য
সারা দেশে প্রস্তুত হাজার হাজার বাস, শত শত লঞ্চ, ট্রলার।
আপনি আসছেন তো..?

24/07/2025

পূর্ন প্রচার :- মিলাদ কিয়াম বিশ্ব জাকের মঞ্জিল আটিরশি দরবার শরীফ ।

#আটরশি #বিশ্ব_জাকের_মঞ্জিল #মিলাদ_কিয়াম #কিয়াম #মিলাদ #আটরশির_জিকির

শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের পবিত্র ...
24/07/2025

শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের পবিত্র ৭ই সফর (আরবী ওফাত দিবস) উদযাপন উপলক্ষে আগামী ৬ সফর ১৪৪৭ হিজরী, ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, রোজ শুক্রবার আসর নামাজের পূর্বেই বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে কাফেলা সহ পৌঁছানোর জন্য মহামান্য আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান নকশবন্দী মুজাদ্দেদী (মাঃজিঃআঃ) ছাহেবের পক্ষে হযরত খাজা বড় চাচাজান নকশবন্দী মুজাদ্দেদী (মাঃজিঃআঃ) ছাহেব নির্দেশনা প্রদান করছেন।

অনেক জাকেরান পোস্টার দেখে বিভ্রান্ত হচ্ছেন। কেউ পোস্টারে ১ আগস্ট লিখে এফ বি পোস্ট করেছেন কেউ ২ আগস্ট লিখে পোস্ট করেছেন। আরবী তারিখ গননা শুরু হয় চাঁদ দেখে অর্থাৎ মাগরিবের সময়ে চাঁদ দেখা যায় পরবর্তী মসগরিব পর্যন্ত ১ দিন (২৪ ঘন্টায়) গননা করা হয়। তাই যদিও ২ আগস্ট দিনে ৭ ই সফর আরবী তারিখ পরে কিন্তু তারে আগের রাতে চাঁদের হিসাব গননা করে ৬ ই সফর মোতাবেক ১ আগস্ট মাগরিব নামাজের পরে ২ রাকাত করে মোট ৬ রাকাত নফল নামাজ পড়েই বিশ্ব জাকের মজিল দরবার শরীফের সকল অনুষ্ঠান পীর কেবলাজান হুজুর উদযাপন করার শিক্ষা দিয়েছেন। তাই ১ ও ২ আগস্ট পোস্টার দেখে বিভ্রান্ত হবেন না। সকল জাকেরান আশেকান ১ আগস্ট আসর নামাজের সময়ে দরবার শরীফে উপস্থিত হবেন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dinar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category