Himu's kitchen &Lifestyle

Himu's  kitchen &Lifestyle My daily Adventures
Follow my page for the latest videos and behind-the-scenes moments.

23/10/2024
Weather Demand 😋😋
04/07/2024

Weather Demand 😋😋

14/06/2024

আজকে পবিত্র জিলহজ্জ মাসের প্রথম জুম্মা এবং বিশেষ ফজিলতপূর্ন দু'আ কবুলের দিন তাই
আস্তে আস্তে পড়তে থাকেন ❤️
1.সুবাহানআল্লাহ
2.আলহামদুলিল্লাহ
3.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
4.আল্লাহু আকবর
5.আস্তাগফিরুল্লাহ
6. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
7. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
8. আল্লাহুমাগফিরলি
9. আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
10. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
11.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
12. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
13. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
14.লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
15. ইয়া হালালাল মুশকিলাত
16.আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
17.ইয়া আরহামার রাহিমীন
18.ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
19. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
20. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
21. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
22.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
23. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
24. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
25. ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
26.ইয়া ওয়াদুদু
27. রাব্বি হাবলি মিনাস সলিহিন
28.ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
29. ইন্নাল্লাহা মাআ সবেরীন
30.হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
31. ইয়া রাব্বিগ ফিরলি
32.আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম
❤️পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন।❤️

একটি নতুন সকাল তোমাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে। যদি তুমি সেই সকালটাকে তার মর্যাদা দিয়ে বরণ করতে পারো। শুভ সকাল🍁🌻🌼
14/06/2024

একটি নতুন সকাল তোমাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে। যদি তুমি সেই সকালটাকে তার মর্যাদা দিয়ে বরণ করতে পারো।
শুভ সকাল🍁🌻🌼

ছবিটি লিজি ভালসাকেজের। জন্মেছিলেন টেক্সাসের অস্টিনে ১৯৮৯তে।দেখতে রীতিমত ভয়ংকর,কুৎসিত,একটি চোখ অন্ধ। রঙ্গিন সভ্যতা স্বীক...
12/06/2024

ছবিটি লিজি ভালসাকেজের। জন্মেছিলেন টেক্সাসের অস্টিনে ১৯৮৯তে।দেখতে রীতিমত ভয়ংকর,কুৎসিত,একটি চোখ অন্ধ। রঙ্গিন সভ্যতা স্বীকৃতি দিয়েছিল তিনি বিশ্বের সবাচাইতে কুৎসিৎ মেয়ে!

সবাই বলতো- আত্মহত্যা করতে,সবার থেকে লুকিয়ে থাকতে,মুখ ঢেকে রাখতে। কিন্তু সেইসব কিছু কানে না নিয়ে তখনই নিজের জীবনের চারটি লক্ষ্য স্থির করে ফেলেছিলেন লিজি।

প্রথমত-একজন সুবক্তা হওয়া। দ্বিতীয়ত-নিজের লেখা বই প্রকাশ করা। তৃতীয়ত-স্নাতক অর্জন করা। চতুর্থত-নিজের কেরিয়ার ও পরিবার তৈরি করা।

সেই থেকেই গত সাত বছরে ২০০-র বেশি ওয়ার্কশপে বক্তৃতা দিয়েছেন তিনি। কীভাবে অভিনবত্বকে স্বীকৃতি দিতে হয়; বাধা, বিঘ্ন পেরিয়ে কীভাবে জীবনকে গ্রহণ করতে হয়; প্রতিকুল পৃথিবীতে ঘুরে দাঁড়াতে হয়; ভালোবাসতে হয়, এই সাত বছর ধরে সেই বিষয়ের ওপরই বক্তৃতা দিয়ে চলেছেন লিজি।

২০১০এ লিজি লিখে ফেলেন তার আত্মজীবনীমুলক বই '"Lizzie Beautiful'; ২০১২ সালে দ্বিতীয় বই 'Be Beautiful, Be You'-যা ব্যাপক সাড়া পায় বিশ্বে।

বইটির শুরুতে লিজি বলেন- 'এপিয়ারেন্স নয়; মানুষকে মূল্যায়ন করতে হবে অর্জিত গুন দিয়ে'। এই বছরই প্রকাশিত হতে চলেছে তার তৃতীয় বই।

TWITTER এ লিজির এক বন্ধু বলেছে- 'This young woman is a very good example of what it means to be truly beautiful' আরেক বন্ধু বলেছে- 'লিজি কুৎসিত নয়। কুৎসিত হল লিজিকে দেখার আমাদের চোখ'

লিজির মা বলেছেন- "I love Lizzie, I would be proud to be her mom"

অথচ সুস্থ, স্বাভাবিক মানুষ হয়েও আমরা অল্পেতে হতাশ হয়ে পড়ি। নিজের রুপ-চেহারা আমাদের ভোগায়। Fair & lovely, LUX'র বিজ্ঞাপন দেখে হীনমন্যতায় ভুগি! রঙ্গিন কর্পোরেট বিশ্বে নিজকে অসহায় ভাবি। ভাবি-চেহারায় সব!!

ভবিষ্যৎ কখনো রুপ দিয়ে সাজানো যায় না। যার যার কর্মই পারে ভবিষ্যৎ কে সাজাতে।

তথ্য সূত্র :- গুগল /উইকিপেডিয়া থেকে সংগৃহীত।

আকাশের অস্তরাগে— আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে। আজ কান পেতে শুনেছি আমি— মাধবীর কানে কানে কহিছে ভ্রমর, “আমি ...
11/06/2024

আকাশের অস্তরাগে— আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে। আজ কান পেতে শুনেছি আমি— মাধবীর কানে কানে কহিছে ভ্রমর, “আমি তোমারই”, সেই সুরে স্বপ্নের মায়াজাল বুনেছি আমি মনে হয় এ লগন আসেনি আগে🌸🌸

10/06/2024

যদি আর কখনও কোথাও হঠাৎ দেখা হয়ে যায়
মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়......🤔🤔

সুন্দর সকাল সুস্বাস্থ্যের অধিকারী 🌼🌼
05/06/2024

সুন্দর সকাল সুস্বাস্থ্যের অধিকারী 🌼🌼

02/06/2024

চায়ে প্রশান্তি 🌸

Address

Fulbaria

Telephone

+8801994253364

Website

Alerts

Be the first to know and let us send you an email when Himu's kitchen &Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share