সুলতান মেহমেদ ফাতিহ

সুলতান মেহমেদ ফাতিহ সম্ভাবনার সীমানা দেখতে,
অসম্ভব চেষ্টা করতে হবে।
__সুলতান মেহমেদ হান
(3)

ইসহাক পাশা তাঁর ৪০ টা আকাম ঢাকতে গিয়ে নোটোরাসকে হ*ত্যা করলো 😁 নাকি চান্দারলির হয়ে প্রতিশোধ নিলো? আতমাজার মতো আরেকটা রহস্...
14/06/2025

ইসহাক পাশা তাঁর ৪০ টা আকাম ঢাকতে গিয়ে নোটোরাসকে হ*ত্যা করলো 😁 নাকি চান্দারলির হয়ে প্রতিশোধ নিলো? আতমাজার মতো আরেকটা রহস্য....

অস্তির একটা অভিনেতা Gürkan Uygun 🔥"মেহমেদ বীর জিহান ফাতেহী" সিরিজে তাকে দেখা গিয়েছিল সুলতান মেহমেদের ডান হাত 'দেলিবাশ' চ...
14/06/2025

অস্তির একটা অভিনেতা Gürkan Uygun 🔥
"মেহমেদ বীর জিহান ফাতেহী" সিরিজে তাকে দেখা গিয়েছিল সুলতান মেহমেদের ডান হাত 'দেলিবাশ' চরিত্রে, এবার "মেহমেদ ফাতিহলার সুলতান" সিরিজে সুলতান মেহমেদের উজিরে আজম 'মাহমুদ পাশা' চরিত্রে এসেছে। সেলজুকে হাসান সাব্বাহ, পায়িতাথে হালিল হালিদ। এক জায়গায় সেলজুকদের নাচায় তো আরেক জায়গায় সুলতানের নির্দেশে ইউরোপ থেকে রাশিয়া চষে বেড়ায় কখনও আবার রাজধানীতে শত্রুর মোকাবেলা করে। যেখানেই যায় পুরাই ফাটায় দেয়। 💥

শেখ সাদী রহ. এর একটা উক্তি আছে, একটি কম্বলের নিচে দু'জন দরবেশ ঘুমাতে পারলেও একটি রাষ্ট্রে দু'জন সুলতান থাকতে পারে না। চা...
13/06/2025

শেখ সাদী রহ. এর একটা উক্তি আছে, একটি কম্বলের নিচে দু'জন দরবেশ ঘুমাতে পারলেও একটি রাষ্ট্রে দু'জন সুলতান থাকতে পারে না। চান্দারলি হালিল পাশার নিয়ত সব সময় ভালো ছিলো তা হলো রাষ্ট্রের কল্যাণ কামনা কিন্তু তিনি এতবেশী ক্ষমতা ও সম্পদের অধিকারী হয়ে গিয়েছিলেন যে তিনি সুলতানের কোন পরোয়া করতেন না। তিনি রাষ্ট্রের কল্যাণ কামনা করতে গিয়ে ক্ষমতা নিজের কুক্ষিগত করে একজন পুতুল সুলতান বসাতে চেয়েছিলেন। এজন্য দেখা যায় তিনি প্রায় প্রত্যেক বড় ক্ষেত্রে সুলতানের সিদ্ধান্তের বিরোধিতা করতেন। এজন্য জেনেসারি, তুর্কী গোত্র এবং বিভিন্ন জায়গায় তিনি নিজ লোক দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন, একজন শক্তিশালী ও বিজ্ঞ সুলতান কখনো এটা পছন্দ করেন না যে তার সালতানাতে তার চেয়ে কেউ প্রতাপশালী ও ক্ষমতাশালী হয়ে উঠুক। এছাড়াও চান্দারলি পূর্বেও একবার সুলতানকে ক্ষমতাচ্যুত করেছেন, দ্বিতীয়বার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ফলশ্রুতিতে শেহজাদা আহমদ মারা যায়। বিচার কার্য চলাকালীন সুলতান অনেক আক্ষেপ করে বলেছিলেন, আমি আপনার কাছ থেকে বিজ্ঞতা, কৌশল ও রাজনীতি শিখেছি লালা কিন্তু আপনি আমাকে কখনো ভালোবাসেননি। এজন্য সুলতান মেহমেদ আল ফাতিহ অনিচ্ছা সত্ত্বেও চান্দারলিকে ফাঁশি দিতে হয়েছিলো। কিন্তু সুলতান তাঁকে অন্যায়ভাবে ফাঁশি দেননি বরং শরীয়ত সম্মতভাবে তাঁকে শাস্তি দেয়া হয়েছিলো।

সুলতানের দেহরক্ষী মতো একটা কারেক্টার হয়েও ভালোই স্ক্রিনটাইম পেয়েছে 'মুহসিন' 💖⚔️
13/06/2025

সুলতানের দেহরক্ষী মতো একটা কারেক্টার হয়েও ভালোই স্ক্রিনটাইম পেয়েছে 'মুহসিন' 💖⚔️

আতমাজা হলো সুলতানের বিশেষ গুপ্তচর এ ধরনের গুপ্তচরের সাথে সুলতান সরাসরি যোগাযোগ করলেই সে বলবে আদারওয়াইজ কোন কিছুই বলবে ন...
12/06/2025

আতমাজা হলো সুলতানের বিশেষ গুপ্তচর এ ধরনের গুপ্তচরের সাথে সুলতান সরাসরি যোগাযোগ করলেই সে বলবে আদারওয়াইজ কোন কিছুই বলবে না। আর শাহজাদা আহমেদ এর বিষয়টা সুলতান আগে থেকেই জানতো আপনি যদি সিজন ওয়ান এর শেষের পর্ব টা দেখে থাকেন তাহলে ভালো করে বুঝবেন। কিন্তু সুলতান এইটা দিয়ে তাকে বলতে পারে নাই বা ধরে নাই কারণ এটার মাধ্যমে উজিরে আজম কে সরানো যায় না কারণ সে অস্বীকার করবে এবং বলবে যে সে তো বিদ্রোহ করে নাই আসলেই তো করে নাই শেষ করতে গিয়ে সেটা থেকে সে ফিরে এসেছে। এবং তরুণ সুলতানের তখন রাজনীতিক কিছু দূর্বলতা ছিল। আর সর্বশেষ যেটা সুলাইমানকে হত্যা করা বা শাহজাদাকে নিয়ে রাজনীতি করা এইসব কিছুতেও সে ছাড় পেয়ে যেত যদি জাগানুস পাশা তাকে না ধরত। এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ডেঞ্জারেস গুপ্তচর ভিত্তি।

এই গুপ্তচর ভিত্তির জন্য অটোম্যান সুলতানেরা ভ্যাটিকান পর্যন্ত তাদের আঙ্গুলের মতো নাচিয়েছিল। এই গুপ্তচর ভিত্তির কিছু বৈশিষ্ট্য আছে তাদের প্রধান উদ্দেশ্য ছিল ইস্তাম্বুল জয় লাভ করা(কিজিল এলমায়া) এবং তারা সবকিছু সুলতানের কাছেই বলতেও বা সবকিছু সুলতানের সাথে যোগাযোগ করত আর কারো মাধ্যমে বা কারো কাছেই তারা যোগাযোগ করত না তাছাড়া তাদেরই একজন সুলতানের পাশে তলোয়ার নিয়ে থাকতো। এদেরকে অনেকেই সাদা দাড়িওয়ালা বলতো যেটা সম্পর্কে আমরা আরতুগ্রুল বা উসমানের সিরিজে কিছুটাও দেখেছি।

দুর্ভাগ্যবশত সুলতান সুলেমানের পর বা সুলাইমানের বাবার সময় সুলতানেরা ক্ষমতা লোভী হয়ে উঠলো এবং তারা তাদের নিজেদের বাবাকে নিজেদের ভাইকে হত্যা করে বিদ্রোহ করে ক্ষমতায় বসা শুরু করল একটা সময় শিশু বাচ্চারাও সুলতান হয়ে উঠলো এবং শিশু বাচ্চাদের হয়ে ওঠায় সুলতানের আসল ক্ষমতা টা উজিরে আজম অথবা সুলতানের মায়ের কাছে চলে যেত। তাই এই সংগঠনটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল কারণ তাদের প্রধান উদ্দেশ্য ছিল সুলতান কে নিরাপত্তা সুলতানকে জানানো সব কিছু। কিন্তু যখনই দেখা গেল যে সুলতান আসলে সুলতান নয় বা সুলতানের ক্ষমতা অন্য কেউ ধারণ করতেছে তখনই এই সংগঠনটা দুর্বল হওয়া শুরু করল একটা সময় সংগঠন ধ্বংস হয়ে গেল এই সংগঠনটা ওসমানীয় সাম্রাজ্যের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই সংগঠনটা যখনই ধ্বংস হল তারপর থেকে অটোম্যান রা তাদের ক্ষমতা ধীরে ধীরে হারাতে লাগল।

আসলে সবচাইতে কষ্টের বিষয় হলো এই সংগঠন সুলতান আব্দুল হামিদ আবার সুগঠিত করতে চেয়েছিলেন কিন্তু তিনি পারেন নাই কারণ পর্যাপ্ত পরিমাণ যোগ্য মানুষ এবং যোগ্য সাপোর্ট পান নাই উনি।©

পরিচালক যখন জানতে পারে তুর্কি সিরিজের সেরা ভিলেন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে 🤣👇Vlad Dracula X Noyan 😈☠️
11/06/2025

পরিচালক যখন জানতে পারে তুর্কি সিরিজের সেরা ভিলেন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে 🤣👇
Vlad Dracula X Noyan 😈☠️

একটি চরিত্র, যে প্রথম সিজন থেকেই ধীরে ধীরে তার গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। কিন্তু আসল চমক এসেছে ১ম এবং ২য় সিজনের শেষে—যখন সে ...
11/06/2025

একটি চরিত্র, যে প্রথম সিজন থেকেই ধীরে ধীরে তার গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। কিন্তু আসল চমক এসেছে ১ম এবং ২য় সিজনের শেষে—
যখন সে দেখিয়ে দিল সুলতানের প্রকৃত ক্ষমতা এবং তার প্রতি অটল অনুগত্য।
আতমাজা শুধু একজন সৈনিক নয়—সে সুলতানের ছায়া, তার ছায়াসঙ্গী, আর সবচেয়ে বিশ্বস্ত রক্ষাকবচ।

Mehmed Fetihler Sultanı সিজন ২ এর ভলিউম ৪৯ নিঃসন্দেহে তুর্কি সিরিজের ইতিহাসের অন্যতম ভয়ানক, মর্মান্তিক ও আকর্ষণীয় সেরা ...
11/06/2025

Mehmed Fetihler Sultanı সিজন ২ এর ভলিউম ৪৯ নিঃসন্দেহে তুর্কি সিরিজের ইতিহাসের অন্যতম ভয়ানক, মর্মান্তিক ও আকর্ষণীয় সেরা ছিল। ওসমানীয় সাম্রাজ্যের উজিরে আজম চান্দারলী হালিল পাশা অপরাধের দায়ে বন্দী হলেও কিভাবে অন্ধকূপে বসেও নিজেকে রক্ষার ব্যর্থ প্রচেষ্টা করে। বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহের মাধ্যমে সাম্রাজ্যকে দুর্বল করা এবং নিজেকে শক্তিশালী প্রমাণ করার। কিন্তু ওসমানীয়দের ন্যায়বিচারের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে তাকে। মৃত্যুর আগে তাঁর শেষ কথাগুলো সুলতান থেকে শুরু করে আগা, পাশা সহ দর্শকদের সমানভাবে ব্যথীত করেছে। দিনশেষে ইতিহাসবেত্তা সহ সকলেই এটা বলতেই পারেন চান্দারলি হালিল পাশা ব্যক্তিগত কারণে যত কিছুই করে থাকুক না কেন তিনি তার রাষ্ট্র ও সাম্রাজ্যকে সত্যিকার অর্থেই ভালবাসতেন। নিঃসন্দেহে সুলতান মেহমেদ খান ছিলেন ন্যায়পরায়ণ এবং খোদাভীরু শাসক।

আর অভিনেতা সেলিম বায়রাক্তার সিরিজে ইতিমধ্যেই নিজের অভিনয়ের মহানুভবতা প্রমাণ করেছেন। যা ভুলার মতো নয়।

মেহমেদ ফাতিহলার সুলতান সিজন ২ ভলিউম ৪৯ তুর্কি সিরিজের ইতিহাসের একটা ঐতিহাসিক ট্রেডমার্ক হয়ে থাকবে, সবচেয়ে বেদনাদায়ক ভলিউম হিসেবে।

আলবিদা চান্দারলি পাশা 💔চান্দারলী হালিল পাশা ছিলেন অটোমান সাম্রাজ্যের সর্বশেষ প্রভাবশালী ‘অনা-রাজকীয়’ গ্র্যান্ড ভিজিয়ার,...
11/06/2025

আলবিদা চান্দারলি পাশা 💔
চান্দারলী হালিল পাশা ছিলেন অটোমান সাম্রাজ্যের সর্বশেষ প্রভাবশালী ‘অনা-রাজকীয়’ গ্র্যান্ড ভিজিয়ার, যিনি ১৪৩৯–১৪৫৩ সাল পর্যন্ত দুই সুলতানের অধীনে রাজনীতি করেছেন। ছিলেন ধনী, ক্ষমতাবান, কিন্তু নিজের স্বার্থে প্রাসাদ-রাজনীতিতে জড়িয়ে পড়েন।

চান্দারলী হালিল পাশা সুলতানের ছায়ায় দাঁড়িয়ে নিজ স্বার্থে রাজনীতির মোহে অন্ধ হয়েছিলেন। প্রজ্ঞা থাকলেও ছিল না ন্যায়নিষ্ঠা। ইতিহাস দেখেছে, কিভাবে একজন ক্ষমতাবান, কৌশলী রাজনীতিবিদ সাম্রাজ্যের মেরুদণ্ড হয়েও পরিণত হন বিশ্বাসঘাতকের প্রতীকে। আজও আমাদের রাজনীতিতে এমন অসংখ্য হালিল পাশা জন্ম নেয়, যারা জনগণের ভাগ্য নিয়ে খেলে শুধু নিজের অবস্থান টিকিয়ে রাখতে চায়। কিন্তু ইতিহাস শেখায়—ক্ষমতার চূড়ায় উঠে নিজের স্বার্থে রাজনীতি করলে শেষমেশ ফাঁসির মঞ্চই হয় শেষ ঠিকানা।

এই মৌসুমের সবচেয়ে সেরা ঐতিহাসিক সিরিজের শেষ পর্ব প্রচারিত হবে আজ রাত TRT1 এর পর্দায়। 😓🥹
10/06/2025

এই মৌসুমের সবচেয়ে সেরা ঐতিহাসিক সিরিজের শেষ পর্ব প্রচারিত হবে আজ রাত TRT1 এর পর্দায়। 😓🥹

Serkan Çayoglu(মেহমেদ) চান্দারলি পাশা চরিত্রের অভিনেতাকে ইন্সটাগ্রামে এই ছবির মাধ্যমে বিদায় জানিয়েছেন 👇"মাঝে মাঝে একটা ছ...
10/06/2025

Serkan Çayoglu(মেহমেদ) চান্দারলি পাশা চরিত্রের অভিনেতাকে ইন্সটাগ্রামে এই ছবির মাধ্যমে বিদায় জানিয়েছেন 👇
"মাঝে মাঝে একটা ছবি অনেক কিছু বলে দেয়...তুমি আমার ভাই এবং বন্ধু উভয়ই ছিলে। আমি খুশি যে আমরা তোমার সাথে এই পথে হেঁটেছি। আরো অনেক আমাদের সামনে।
তোমাকে ভালোবাসি"Selim Bayraktar

মেহমেদ ফাতিহলার সুলতান ভলিউম ৪৯ এর অফিসিয়াল ছবিসমূহ (দ্বিতীয় সিজন সমাপ্ত হলো)
10/06/2025

মেহমেদ ফাতিহলার সুলতান ভলিউম ৪৯ এর অফিসিয়াল ছবিসমূহ (দ্বিতীয় সিজন সমাপ্ত হলো)

Address

Fulbaria

Telephone

+8801700000000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুলতান মেহমেদ ফাতিহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুলতান মেহমেদ ফাতিহ:

Share