সুলতান মেহমেদ ফাতিহ

সুলতান মেহমেদ ফাতিহ সম্ভাবনার সীমানা দেখতে,
অসম্ভব চেষ্টা করতে হবে।
__সুলতান মেহমেদ হান
(3)

সে সেই তরবারি দিয়ে তার কপালে মোহর বসাবে।ইতিহাসকে আঘাত করবে ঠিক তার হৃদয়ের মাঝখানে।আযানে ধ্বনিত হবে গম্বুজ থেকে শুরু কর...
06/09/2025

সে সেই তরবারি দিয়ে তার কপালে মোহর বসাবে।
ইতিহাসকে আঘাত করবে ঠিক তার হৃদয়ের মাঝখানে।
আযানে ধ্বনিত হবে গম্বুজ থেকে শুরু করে সাগর পর্যন্ত।
সন্তানেরা তাদের বাবাকে ছাড়িয়ে যাবে।
আগামীকে টেনে নিয়ে আসবে আজকে।
সেই রূহ পশ্চিমা সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে পুনর্জাগরণ ঘটাবে ঠিক এই অন্ধকারের গর্ভ থেকে।
তুমি দেখতে পাবে, ফাতিহ পুনর্জীবিত হবে বৃদ্ধদের ভুলগুলো হিসাবের মধ্যে না রেখে।
এই উম্মাহ যদি না মারা যায়, ফাতিহ পুনর্জীবিত হবেই।
হ্যাঁ,এই উম্মাহ মারা যাবে না,এর গর্ভ থেকে বের হওয়া ফাতিহরা পুনর্জীবিত হবে।💖

•••নতুন সিজন আসছে ১৬ সেপ্টেম্বর trt1 এর পর্দায়।

এটি মেহমেদ ফাতিহ সুলতান সিরিজের আসন্ন তৃতীয় সিজনের টিজার থেকে নেওয়া একটি দৃশ্য👇সুলতান মেহমেদ আল-ফাতিহ কনস্টান্টিনোপল (বর...
06/09/2025

এটি মেহমেদ ফাতিহ সুলতান সিরিজের আসন্ন তৃতীয় সিজনের টিজার থেকে নেওয়া একটি দৃশ্য👇

সুলতান মেহমেদ আল-ফাতিহ কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তানবুল) জয় করার মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটান। মুসলমানদের কাছে এটি ছিল “ফাতহে মুবারক” বা এক মহান বিজয়।

তবে কিছু পশ্চিমা/সেক্যুলার তুর্কি
গোষ্ঠী মনে করে, এই বিজয় ছিল খ্রিস্টান বাইজেন্টাইন প্রভাবের পতন এবং তাদের কাছে সেটি নিপীড়নের শুরু। তাই তারা প্রচারণায় বলে— “অত্যাচার ১৪৫৩ সালে শুরু হয়েছিল।”

টিজারে এই দৃশ্য দেখিয়ে প্রযোজক মূলত 'তুর্কি সমাজের এক বিতর্কিত দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছেন।'

👉 এর মাধ্যমে তারা দেখাতে চাইছেন, ইতিহাসকে কেউ কেউ “অত্যাচারের শুরু” হিসেবে ব্যাখ্যা করে।
👉 অথচ বাস্তবে সুলতান ফাতিহ ধর্মীয় সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন (শহরের খ্রীষ্টান অধিবাসীদের নিরাপত্তা, স্বাধীনভাবে ধর্ম পালনের অনুমতি, নতুন প্যাট্রিয়ার্ক(ধর্মীয় গুরু) নিয়োগ ইত্যাদি)।

অর্থাৎ, প্রযোজকের ইঙ্গিত হলো—

1. এই কথা আসলে তুর্কি সেক্যুলার ও পশ্চিমা চিন্তাধারার প্রতিফলন।
2. সিরিজে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে দর্শক বুঝতে পারে ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে, এবং এর জবাব ইতিহাসের সত্য দিয়ে দিতে হবে।

👉 সহজভাবে বললে:
এটি “শত্রুপক্ষ” বা “ইসলামবিরোধী চিন্তাধারার” স্লোগান, যেটি সিরিজে দেখানো হয়েছে দর্শকদের মধ্যে বিতর্ক ও সচেতনতা তৈরি করার জন্য।

05/09/2025

হ্যাঁ, এই জাতি কখনো মর'বে না। এর বুকে জন্ম নেওয়া ফাতিহরা আবারও জেগে উঠবে! 🔥⚔️

অবশেষে সিজন ৩ এর টিজার প্রকাশিত! মেহমেদ ফাতিহলার সুলতান, নতুন পর্ব নিয়ে আসছে আগামী ১৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার -এ

ব্রেকিং নিউজ 🚨অফিসিয়াল পেইজ থেকে নিশ্চিত করা হয়েছে, মেহমেদ ফাতিহ তৃতীয় সিজনের টিজার আসছে আজ রাত। 🔥⚔️
05/09/2025

ব্রেকিং নিউজ 🚨

অফিসিয়াল পেইজ থেকে নিশ্চিত করা হয়েছে, মেহমেদ ফাতিহ তৃতীয় সিজনের টিজার আসছে আজ রাত। 🔥⚔️

অভিনেতা Ali Berge — যিনি আসন্ন মেহমেদ ফাতিহ সিরিজের তৃতীয় সিজনে কারামানওগ্লো আমিরাতের ইব্রাহীম বে'র পুত্র, গুলশাহ হাতুনে...
05/09/2025

অভিনেতা Ali Berge — যিনি আসন্ন মেহমেদ ফাতিহ সিরিজের তৃতীয় সিজনে কারামানওগ্লো আমিরাতের ইব্রাহীম বে'র পুত্র, গুলশাহ হাতুনের ভাই প্রিন্স "সুলেমান" সুলতান মেহমেদের শ্যালক 🥱 চরিত্রে অভিনয় করবেন।

নতুন মৌসুমে মেহমেদ সিরিজে আসছে রক্ত ও গৌরবের কাহিনী,
আনাতোলিয়া জয়ের সংগ্রাম আর ওসমানীয় ও কারামানিদ প্রিন্সদের রাজ্যলোভের দ্বন্দ্ব! 🔥

নতুন সিজনের টিজার আসতে পারে আগামীকাল এবং প্রথম পর্ব রিলিজের সম্ভাব্য তারিখ ১৬ সেপ্টেম্বর।

Set 📸
05/09/2025

Set 📸

নিযাম-ই-আলমের স্বপ্নে যুগকে জয় করা অমর সেনাপতি — ফাতিহ সুলতান মেহমেদ খান! ⚔️তৃতীয় সিজনের শুটিং চলছে, প্রোমোশনাল বিডিও আস...
05/09/2025

নিযাম-ই-আলমের স্বপ্নে যুগকে জয় করা অমর সেনাপতি — ফাতিহ সুলতান মেহমেদ খান! ⚔️

তৃতীয় সিজনের শুটিং চলছে, প্রোমোশনাল বিডিও আসবে শীঘ্রই 🔥

মেহমেদ ফাতিহলার সুলতান তৃতীয় সিজনে যুক্ত হয়েছেন সবার পরিচিত মুখ Serhat Kilic(মিহাইল কোসেস) Gökhan Karacik(বায়বোরা) & Fat...
27/08/2025

মেহমেদ ফাতিহলার সুলতান তৃতীয় সিজনে যুক্ত হয়েছেন সবার পরিচিত মুখ Serhat Kilic(মিহাইল কোসেস) Gökhan Karacik(বায়বোরা) & Fatih Yilmaz যাকে প্রায় সবগুলো সিরিজেই দেখা যায়। তারা কোন কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি।
অভিনেতাদের স্ক্রিপ্ট রিডিং চলছে শীঘ্রই শুটিং শুরু হবে। ভলিউম ৫০ সেপ্টেম্বরের শুরুতে সম্প্রচার হতে পারে। 💥⚔️

ফাতিহ সুলতান মেহমেদ হানের পরবর্তী লক্ষ্য পন্টোস রোমান সাম্রাজ্য! 🔥⚔️তৃতীয় সিজনের শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে। রেডিতো ...
27/08/2025

ফাতিহ সুলতান মেহমেদ হানের পরবর্তী লক্ষ্য পন্টোস রোমান সাম্রাজ্য! 🔥⚔️

তৃতীয় সিজনের শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে। রেডিতো সবাই 💥

২৬ আগস্ট ১০৭১ – মালাজগির্ট বিজয় দিবসআজ থেকে ৯৫৪ বছর আগে সুলতান আল্প আরসলানের নেতৃত্বে সেলজুক তুর্কিরা মাত্র ৪০ হাজার সৈন...
26/08/2025

২৬ আগস্ট ১০৭১ – মালাজগির্ট বিজয় দিবস

আজ থেকে ৯৫৪ বছর আগে সুলতান আল্প আরসলানের নেতৃত্বে সেলজুক তুর্কিরা মাত্র ৪০ হাজার সৈন্য নিয়ে মালাজগির্টের ময়দানে বাইজেন্টাইন সম্রাট রোমানোস চতুর্থকে পরাজিত করেছিল। যার সৈন্য সংখ্যা ছিল ২ লাখ। এই বিজয় শুধু একটি যুদ্ধের জয় ছিল না—এটি আনাতোলিয়ার দরজা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল।

সুলতান আল্প আরসলানের বীরত্ব, দৃঢ় বিশ্বাস আর অসীম সাহস মুসলিম ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। মালাজগির্টের জয় প্রমাণ করে যে ঈমান ও ঐক্যের শক্তি সাম্রাজ্যের ভাগ্য বদলে দিতে পারে।

আজ সেই ঐতিহাসিক দিনের ৯৫৪তম বার্ষিকী।

Address

Fulbaria

Telephone

+8801700000000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুলতান মেহমেদ ফাতিহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুলতান মেহমেদ ফাতিহ:

Share