
06/09/2025
সে সেই তরবারি দিয়ে তার কপালে মোহর বসাবে।
ইতিহাসকে আঘাত করবে ঠিক তার হৃদয়ের মাঝখানে।
আযানে ধ্বনিত হবে গম্বুজ থেকে শুরু করে সাগর পর্যন্ত।
সন্তানেরা তাদের বাবাকে ছাড়িয়ে যাবে।
আগামীকে টেনে নিয়ে আসবে আজকে।
সেই রূহ পশ্চিমা সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে পুনর্জাগরণ ঘটাবে ঠিক এই অন্ধকারের গর্ভ থেকে।
তুমি দেখতে পাবে, ফাতিহ পুনর্জীবিত হবে বৃদ্ধদের ভুলগুলো হিসাবের মধ্যে না রেখে।
এই উম্মাহ যদি না মারা যায়, ফাতিহ পুনর্জীবিত হবেই।
হ্যাঁ,এই উম্মাহ মারা যাবে না,এর গর্ভ থেকে বের হওয়া ফাতিহরা পুনর্জীবিত হবে।💖
•••নতুন সিজন আসছে ১৬ সেপ্টেম্বর trt1 এর পর্দায়।