Abu Bakar Siddik

Abu Bakar Siddik নিশ্চই আমার নামাজ ,আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান,আমার জীবন,আমার মৃত্যু সবকিছুই মহান আল্লাহর জন্য। ৬/১৬২

হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। (সূরা বাকারা ২৮৬)
09/10/2025

হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।
(সূরা বাকারা ২৮৬)

ঈমান রক্ষার শপথ নিন বাকিটা বলতে পারবো না 🤭🤭🤭
08/10/2025

ঈমান রক্ষার শপথ নিন
বাকিটা বলতে পারবো না 🤭🤭🤭

ওবায়দুল কাদের ভার্সন 2
08/10/2025

ওবায়দুল কাদের ভার্সন 2

08/10/2025

এক ভরি স্বর্ণের দাম দুই লাখ! আর একবার ওমরাহ করতে খরচ লাগবে দেড় লাখ!
বউকে স্বর্ণ না দিয়ে ওমরাহ উপহার দিবো ইনশাআল্লাহ্ 💖

সবে মাত্র সরকারি চাকরিতে যোগ দিয়েছেন তিনি।পোস্টিং হয়েছে সুনামগঞ্জের এক সরকারি হাসপাতালে — সিনিয়র ডাক্তার হিসেবে।চিকিৎসক ...
07/10/2025

সবে মাত্র সরকারি চাকরিতে যোগ দিয়েছেন তিনি।
পোস্টিং হয়েছে সুনামগঞ্জের এক সরকারি হাসপাতালে — সিনিয়র ডাক্তার হিসেবে।

চিকিৎসক হিসেবে ভবিষ্যৎটা ছিল উজ্জ্বল, নিরাপদ আর সম্মানজনক।
ডিউটিতেও কেটেছে মাত্র ছাব্বিশ দিন...
হঠাৎ এক সকালে সিলেট থেকে ফোন এল —
“আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে সিলেট জামায়াতে ইসলামীর অফিসে উপস্থিত থাকতে হবে।”

পরদিন সকালেই তিনি রওনা দিলেন।
নৌকা, রিকশা, বাস — যা পাওয়া গেল, তাতেই ছুটলেন সিলেটের পথে।
যখন পৌঁছালেন, ঘড়ির কাঁটায় তখন ১১টা ৩০।
মিটিং শেষ।

কিন্তু দায়িত্বশীলরা তাকে দেখে নতুন মিটিং বসালেন।
তারা বললেন,
“আমরা সিদ্ধান্ত নিয়েছি — আপনি সিলেটে চলে আসবেন। এখানেই আপনার প্রয়োজন।”

ডাক্তার সাহেব একটু চুপ করে থাকলেন,
তারপর শান্ত কণ্ঠে বললেন,
“আমাকে মাত্র ত্রিশ মিনিট সময় দিন।”
তারপর জামায়াতে ইসলামীর অফিসের টেবিলেই কলম তুলে নিলেন —
এবং লিখে ফেললেন “Resignation Letter”।
দায়িত্বশীলরা হতবাক।
“আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেন কিভাবে?
আপনার বাবা-মা, সদ্য বিবাহিত স্ত্রী — কারও সঙ্গে পরামর্শ করবেন না?”

ডা. শফিকুর রহমান হাসলেন —
“আমার বাবা-মা কখনোই আমাকে চাকরি ছাড়তে অনুমতি দেবেন না।
যদি তাদের কথা না মেনে চাকরি ছাড়ি, তবে সেটা হবে অবাধ্যতা।
তাই আগে ছেড়ে দিই, পরে জানাই — এতে তাদের প্রতি অন্যায় হবে না।”
ভাবুন তো!

একজন তরুণ চিকিৎসক, সদ্য বিবাহিত, স্ত্রী তখনও ছাত্রী —
উপার্জনের আর কোনো পথ নেই।
তারপরও আল্লাহর পথে, ইসলামী আন্দোলনের আহ্বানে,
এক মুহূর্ত দ্বিধা করেননি।

এই মানুষটিই আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর,
ডা. শফিকুর রহমান (হাফিজাহুল্লাহ)।

তিনি কখনো নেতা হতে চাননি,
তিনি চেয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টি।
কিন্তু আল্লাহ তাঁকেই বেছে নিয়েছেন নেতৃত্বের জন্য।

আজ মানুষ তাঁকে শুধু “আমীরে জামায়াত” বলে নয়,
একজন মানবিক নেতা,
একজন আদর্শের সাথে আপোষহীন ব্যাক্তি,
একজন বিশ্বাসযোগ্য মানুষ হিসেবেও চেনে।

যারা জামায়াতকে পছন্দ করেন না, তারাও
ডা. শফিকুর রহমানের আন্তরিকতা,
তার মমতা আর তার বিনয় দেখে মুগ্ধ হন।
তিনি যেন প্রমাণ করেছেন —
নেতৃত্ব মানে পদ নয়,
নেতৃত্ব মানে ত্যাগ, ভালোবাসা বিশ্বাস আর আদর্শের সাথে আনুগত্যের দীপ্তি।
(সংগ্রহীত)......

06/10/2025

কানে ধরে পড়া আদায় করা শিক্ষকদের জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।

05/10/2025

🤣🤣

02/10/2025

৩০০ সিটের নমিনেশন ১৫ কোটি করে বিক্রি করলে আয় ৪৫০০ কোটি টাকা, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই ব্যবসায় ভাটা পড়বে 😀

01/10/2025
ফিরে দেখা ২০১৯
28/09/2025

ফিরে দেখা ২০১৯

পরীক্ষার "প্রশ্নপত্র" কঠিন হয়েছে, ফেল্ডুরা বলে।এবার লন্ডন থেকে ছাপানো হবে 🤡অথবা কচুক্ষেত থেকে🤭🤡
27/09/2025

পরীক্ষার "প্রশ্নপত্র" কঠিন হয়েছে, ফেল্ডুরা বলে।

এবার লন্ডন থেকে ছাপানো হবে 🤡
অথবা কচুক্ষেত থেকে🤭🤡

27/09/2025

তাদের অনেককেই তুমি দেখবে পাপে, সীমালংঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর। তারা যা করে নিশ্চই তা নিকৃষ্ট।
সুরা মায়িদা - ৬২

Address

Gazipur
Fulbaria

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801838009884

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Bakar Siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Bakar Siddik:

Share