কষ্ট/kosto

কষ্ট/kosto উপরে সবাই মানুষ আর ভিতরে কষ্টের কঙ্কাল।

29/03/2025

সেই লেভেলের মজা,

22/08/2024

বন্যা দুর্গতদের আহাজারী বাড়ছে, দল মত নির্বিশেষ তাদের পাশে দাড়ান।

গালি, বকা দিতেই হবে, ওরা কাউয়া, ওরা হাইব্রীড, ওরা দলের জন্য ভয়ঙ্কর।
12/08/2024

গালি, বকা দিতেই হবে, ওরা কাউয়া, ওরা হাইব্রীড, ওরা দলের জন্য ভয়ঙ্কর।

12/08/2024

আ’লীগের নেতারা কর্মীদের খোঁজ নেন, তাদের সহযোগিতা করুন। সবাই আপনাদের মত ধান্দার জন্য রাজনীতি করে নাই।

সাবধান ইতিহাস কিন্তু ফিরে আসে।
07/08/2024

সাবধান ইতিহাস কিন্তু ফিরে আসে।

07/08/2024

ছাত্ররা ট্রফিকের কাজ করছে, শিবির মন্দির পাহারা দিচ্ছে, বিএনপি দেশ নিমার্ণের জন্য সমাবেশ করছে।

মাইলের পর মাইল পায়ে হেঁটে কেউ গণভবনে চুমা দিতে যায়নি। যা দেশ থেকে লুটে নিয়ে যাওয়া হয়েছে তার সিকি ভাগও ক্ষতি হয়নি এই আন্দ...
05/08/2024

মাইলের পর মাইল পায়ে হেঁটে কেউ গণভবনে চুমা দিতে যায়নি। যা দেশ থেকে লুটে নিয়ে যাওয়া হয়েছে তার সিকি ভাগও ক্ষতি হয়নি এই আন্দোলনে। ১৬ বছরের ক্ষোভ ১৬দিনেও যায় না এটাই স্বাভাবিক বিষয়। ১ দিনের ঘটনা দিয়ে সব বিচার করা যাবে না। আজ পায়ের নিচে পিষে বিজয় আনতেই সবাই গেছে। বিছিন্ন ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক।

14/03/2024

বিচ্ছেদ করার আগে একবার দেখুন😭😭

অতৃপ্ত মনটা নিয়ে কিভাবে বাচঁবো? তোমার সাথে রাতে চাঁদ দেখার ভীষণ ইচ্ছে, কিন্তু তুমি তো সে শখ মিটিয়ে ফেলেছো অন্য কারো সাথে...
12/02/2024

অতৃপ্ত মনটা নিয়ে কিভাবে বাচঁবো? তোমার সাথে রাতে চাঁদ দেখার ভীষণ ইচ্ছে, কিন্তু তুমি তো সে শখ মিটিয়ে ফেলেছো অন্য কারো সাথে তাই তোমার সাধ জাগে না। তোমার সাথে রাতের রাস্তায় ঘোরাঘুরি করতে অনেক মন চাই কিন্তু সে ইচ্ছেও তুমি পূরণ করে ফেলেছো অন্য কারো সাথে। জানো খুব ইচ্ছে হয় রাত জেগে তুমি আর আমি দুজন মিলে গল্প করে কাটাই কিন্তু তুমি তো পছন্দ করো অন্য কারো সাথে রাতভর গল্প করে পার করতে। তোমার হাতটি ধরে হাটতে আমার খুব মন চায়, কিন্তু তুমি তো এমন হাত ধরে হাটতে হাটতে ক্লান্ত এখন। বুকে জড়িয়ে ধরে আদর করতে খুব মন চায় কিন্তু তুমি তো এমন আদর পেতে পেতে বিরক্ত। আমি সুখ খুঁজে ফিরি তোমার মাঝে কিন্তু তুমি তোমার সব হাসি আনন্দ খুঁজে নাও অন্য মানুষের ভীড়ে। তবুও তোমায় ভালবাসি জানপাখি হ্নদয় থেকে।

Address

Fulbaria

Telephone

+8801713530319

Website

Alerts

Be the first to know and let us send you an email when কষ্ট/kosto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category